
EPL 2020-21: এবার চেলসির কাছে হারল লিভারপুল
১ মিনিটে পড়ুন . Updated: 05 Mar 2021, 10:36 PM IST- ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।
শুভব্রত মুখার্জি
জয়ের সুখ বেশি দিন সহ্য হল না ক্লপের ছেলেদের। ৪ ম্যাচে পয়েন্ট নষ্টের পরে শেষ ম্যাচে জয়ের সরণিতে ফিরেছিল অলরেডসরা। তবে চেলসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচেই তাদের পুরনো রোগ দেখা দিল।
প্রিমিয়র লিগে লিভারপুলের হারের পাশাপাশি অন্য ম্যাচে দুর্দান্ত জয় পেল এভার্টন ও টটেনহ্যাম। প্রিমিয়র লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির মুখোমুখি হয়েছিল লিভারপুল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বলা ভালো কঠিন মোকাবিলা হয়েছে দুদলের। ম্যাচ ১-০ ফলে জেতে ব্লুজরা। ৪২ মিনিটে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন ম্যাসন মাউন্ট।
শুভব্রত মুখার্জি
জয়ের সুখ বেশি দিন সহ্য হল না ক্লপের ছেলেদের। ৪ ম্যাচে পয়েন্ট নষ্টের পরে শেষ ম্যাচে জয়ের সরণিতে ফিরেছিল অলরেডসরা। তবে চেলসির বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচেই তাদের পুরনো রোগ দেখা দিল।
প্রিমিয়র লিগে লিভারপুলের হারের পাশাপাশি অন্য ম্যাচে দুর্দান্ত জয় পেল এভার্টন ও টটেনহ্যাম। প্রিমিয়র লিগের গুরুত্বপূর্ণ ম্যাচে চেলসির মুখোমুখি হয়েছিল লিভারপুল। ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। বলা ভালো কঠিন মোকাবিলা হয়েছে দুদলের। ম্যাচ ১-০ ফলে জেতে ব্লুজরা। ৪২ মিনিটে চেলসির হয়ে জয়সূচক গোলটি করেন ম্যাসন মাউন্ট।|#+|
প্রিমিয়র লিগের অপর ম্যাচে ওয়েস্ট ব্রমের বিরুদ্ধে জয় পেল এভার্টন। ম্যাচের ৬৫ মিনিটে গোল করেন রিচার্লিসন। ভালো খেলেও ইপিএলের গুরুত্বপূর্ণ ম্যাচে টটেনহ্যামের কাছে হারল ফুলহ্যাম। ১৯ মিনিটের মাথায় টোসিনের আত্মঘাতী গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। শেষ পর্যন্ত ওই ১-০ গোলেই ম্যাচ জেতে তারা। ২৭ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে প্রিমিয়র লিগ তালিকার প্রথম স্থানে রয়েছে ম্যাঞ্চেস্টার সিটি।