বাংলা নিউজ > ময়দান > EPL 2021-22: দুর্দান্ত হ্যাটট্রিক সঙ্গে বিশ্বরেকর্ড, টটেনহ্যামকে একাই তছনছ করলেন রোনাল্ডো, ভিডিয়ো

EPL 2021-22: দুর্দান্ত হ্যাটট্রিক সঙ্গে বিশ্বরেকর্ড, টটেনহ্যামকে একাই তছনছ করলেন রোনাল্ডো, ভিডিয়ো

দুর্দান্ত হ্যাটট্রিক রোনাল্ডোর। ছবি- রয়টার্স (REUTERS)

ডার্বি হারের ধাক্কা সামলে প্রিমিয়র লিগের ম্যাচে দাপুটে জয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের।

সিটির বিরুদ্ধে ম্যাঞ্চেস্টার ডার্বিতে মাঠে নামার সুযোগ হয়নি। একতরফাভাবে ডার্বি হেরে মাঠ ছাড়তে হয়েছিল ইউনাইটেডকে। টটেনহ্যামের বিরুদ্ধে প্রিমিয়র লিগের ঠিক পরের ম্যাচেই মাঠে ফিরলেন সিআর সেভেন। দুর্দান্ত হ্যাটট্রিকে বিশ্বরেকর্ড গড়ে দলকে জয় এনে দিলেন পর্তুগিজ মহাতারকা।

ওর্ল্ড ট্র্যাফোর্ডে প্রিমিয়র লিগের হাই-ভোল্টেজ ম্যাচে টটেনহ্যামকে ৩-২ গোলে পরাজিত করে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। রেড ডেভিলসদের হয়ে তিনটি গোলই করেন রোনাল্ডো। তিনি ম্যাচের প্রথমার্ধে দু'বার এবং দ্বিতীয়য়ার্ধে একবার টটেনহ্যামের জালে বল জড়ান। হ্যারি কেন প্রথমার্ধে পেনাল্টি থেকে টটেনহ্যামের হয়ে ১টি গোল করেন। অপর গোলটি হ্যারি মাগুইরের আত্মঘাতী।

উল্লেখযোগ্য বিষয় হল, টটেনহ্যামের বিরুদ্ধে হ্যাটট্রিক করার পথে রোনাল্ডো এমন এক রেকর্ড গড়েন, যা ফুটবলবিশ্বের আর কারও নেই। ফিফার রেকর্ড অনুযায়ী ক্লাব ও দেশ মিলিয়ে পেশাদার কেরিয়ারে সব থেকে বেশি গোল করার বিশ্বরেকর্ড এখন রোনাল্ডোর দখলে। তিনি ভেঙে দিলেন অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্রের হয়ে মাঠে নামা জোসেফ বিকানের নজির। বিকানের খাতায় ছিল ৮০৫টি গোল। টটেনহ্যাম ম্যাচের পর রোনাল্ডোর সংগ্রহে রয়েছে ৮০৭টি গোল।

ম্যাচের ১২ মিনিটের মাথায় ফ্রেডের পাস থেকে প্রথম গোল করেন রোনাল্ডো। ৩৫ মিনিটে পেনাল্টি থেকে গোল করে টটেনহ্যামকে সমতায় ফেরান হ্যারি কেন। ৩৮ মিনিটে স্যাঞ্চোর পাস থেকে ফের গোল করে ইউনাইটেডকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন ক্রিশ্চিয়ানো। ৭২ মিনিটে মাগুইর নিজেদের জালেই বল জড়িয়ে বসায় ম্যাচ ২-২ গোলের সমতায় দাঁড়িয়ে যায়। ৮১ মিনিটে অ্যালেক্সের পাস থেকে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন রোনাল্ডো, সেই সঙ্গে ৩-২ গোলে দলের জয় নিশ্চিত করেন।

একা রোনাল্ডোর কাছেই এটি স্মরণীয় ম্যাচ হয়ে থাকে এমন নয়, বরং ম্যাঞ্চেস্টার ইউনাইটেডেরও এটি মাইলস্টোনসূচক জয়। ঘরের মাঠ ওল্ড ট্র্যাফোর্ডে এটি ইউনাইটেডের ৪০০তম প্রিমিয়র লিগের ম্যাচ জয়ের নজির।

এই জয়ের ফলে ২৯ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের চার নম্বরে উঠে আসে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। তারা পিছনে ফেলে দেয় আর্সেনালকে। ২৫ ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে নেমে যায় আর্সেনাল। ২৮ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে রয়েছে ম্যান সিটি। টটেনহ্যাম ২৭ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে অবস্থান করছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ বিশ্বকর্মা পুজোয় কারা লাকি? বিশ্বকর্মা পুজোয় ছুটি বাংলার ব্যাঙ্কে? সরকারি অফিস খোলা? রইল কলকাতা মেট্রোর সূচি ‘কর্মবিরতি তুলছি না, নতি স্বীকার সরকারের,’ জানালেন জুনিয়র ডাক্তাররা, বাজল ঢাক হাতি কাদায় পড়েনি, নারদার পরেও পেয়েছিলাম ২১১, আরজি করের পরে হিসেব দিলেন দেবাংশু স্বাস্থ্যসচিব থাকছেন, সরানো হবে DME, DHSকে- কালীঘাটে বৈঠকের পর বললেন মমতা জুনিয়র ডাক্তারদের আন্দোলনে পিছু হঠল সরকার,কিছু দাবি মানলেন মমতা,কর্মবিরতি উঠবে? নিজে থেকেই সরতে চান বিনীত গোয়েল, কলকাতা পুলিশ কমিশনারকে বরখাস্ত করে বললেন মমতা Salman Khan: ভাইজানের নাম ভাঁড়িয়ে জালিয়াতি, আইনি ব্যবস্থার হুঁশিয়ারি সলমনের ‘এরাই সম্ভাব্য ধর্ষক…’, মৌসুমীকে কটাক্ষ, দেবাংশু-কুণালকে ধুয়ে দিলেন শ্রীলেখারা ৩ স্পিনার,২ পেসার! বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টে কেমন হতে পারে ভারতীয় দল…

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.