বাংলা নিউজ > ময়দান > ICC Ranking: প্রথম বাংলাদেশি হিসেবে ICC Ranking-র প্রথম ২০-তে ফারজানা, ইতিহাস নাহিদারও

ICC Ranking: প্রথম বাংলাদেশি হিসেবে ICC Ranking-র প্রথম ২০-তে ফারজানা, ইতিহাস নাহিদারও

ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স। র‍্যাঙ্কিংয়ে উন্নতি ফারগানার। ছবি- টুইটার

ভারতের বিরুদ্ধে দুর্দান্ত পারফরম্যান্স করার পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে অনেকটা উন্নতি করলেন ফারজানা হক। ইতিহাস তৈরি করলেন নাহিদাও।

মহিলা ক্রিকেটে আইসিসির ওডিআই তালিকায় এক নম্বর স্থানে ছিলেন অস্ট্রেলিয়ার ওপেনার বেথমুনি। এবার তাকে ছাড়িয়ে গেলেন ইংল্যান্ড তারকা ব্যাটার নাটালি স্কাইভার-ব্রুন্ট। তিনি ওডিআই ম্যাচে ব্যাটারদের মধ্যে এক নম্বর স্থান অর্জন করেছেন। এর সঙ্গে ব়্যাঙ্কিংয়ের ইতিহাস তৈরি করলেন বাংলাদেশের একজোড়া ক্রিকেটার।

স্কাইভার-ব্রুন্ট অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাশেজে দুর্দান্ত পারফরম্যান্স করেন। ডান হাতি এই ব্যাটার ওডিআই ম্যাচের সিরিজে নিজের সেরা পারফরম্যান্স করেন। তিনি এই সিরিজে ১৩৫.৫০ গড়ে ২৭১ রান করেন। ৩০ বছর বয়সী এই ক্রিকেটার ৮০৩ রেটিং পয়েন্ট নিয়ে আইসিসির মহিলা একদিনের ব়্যাঙ্কিংয়ে এক নম্বর স্থানে উঠে এসেছেন। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার বেথ মুনিকে ছাড়িয়ে এই স্থান অর্জন করে নিয়েছেন তিনি।

মহিলা ক্রিকেটারদের মধ্যে বর্তমানে সবচেয়ে ব্যাটিং রেটিং অর্জন করেছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক মেগ ল্যানিং। তাঁর রেটিং পয়েন্ট ৮৭৮। তবে স্কাইভার ব্রুন্ট ব্যাটার এবং অলরাউন্ডার দুই হিসেবেই ওডিআই ক্রিকেটে এক নম্বর স্থানে রয়েছেন। ব্রুন্টের পরে দ্বিতীয় স্থান অর্জন করেছেন শ্রীলঙ্কার অধিনায়ক চামারি আতাপাথু। আর তৃতীয় স্থানে নেমে এসেছেন মুনি। ১২তম স্থান অর্জন করেছেন হিদার নাইট। এছাড়াও ১৮ তম স্থানে রয়েছেন ড্যানি ওয়াটা। অ্যাশ গার্ডনার ২১তম স্থানে এসেছেন।

অন্যদিকে সদ্য শেষ হওয়া বাংলাদেশ এবং ভারতের ওয়ানডে সিরিজ ড্র অবস্থায় শেষ হবার পর বাংলাদেশের ব্যাটার নিজের আইসিসি র‍্যাঙ্কিং অনেক উন্নতি করেছেন। শেষ ম্যাচে ফারজানা হক অসাধারণভাবে সেঞ্চুরি করেন। ফারজানা সিরিজের তৃতীয় এবং শেষ খেলায় দুর্দান্ত ১০৭ রান করেন। এই রান ব্যাটারকে ১৯ নম্বর স্থান থেকে ১১ নম্বর স্থানে উঠিয়ে দেয়। তাঁর রেটিং পয়েন্ট ৫৬৫। এই অসাধারণ পারফরম্যান্সের পর তাঁর র‍্যাঙ্কিংয়ের উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে আইসিসির র‍্যাঙ্কিংয়ে ২০-র নিচে জায়গা করে নিয়েছেন তিনি। বোলারদের মধ্যে একদিনের ক্রিকেটের র‍্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন সোফি একলেস্টোন।

ব্যাটিং এবং বোলিং এর সঙ্গে সঙ্গে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংও প্রকাশ করেছে আইসিসি। সেখানেও উল্লেখযোগ্য স্থান করে নিয়েছেন বাংলাদেশের ক্রিকেটার নাহিদা আক্তার। বাঁহাতি এই স্পিনার পাঁচ ধাপ লাফিয়ে ১৯ নম্বর স্থানে এসেছেন। যা গত বছরের ডিসেম্বরে সালমা খাতুন ২০ নম্বর স্থানে পৌঁছানোর পরে এই তালিকায় যে কোনও বাংলাদেশি মহিলা ক্রিকেটারের হিসাবে সর্বোচ্চ র‍্যাঙ্কিং।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পুরুষদের জন্য এবারের পুজোয় কোন ১০ জিনিস মাস্ট? রইল নজরকাড়া স্টাইল টিপস দশেরায় রামপুরে ৮০ ফুট দূষণমুক্ত রাবনের মূর্তি, তৈরি করছেন এক মুসলিম পরিবার মুসলিমদের ছোঁয়া পেলে তবেই শুরু হয় পুজো, শ্রীরামপুরের গুরু বাড়ি আসলে কার বাড়ি অস্কারের হাত ধরে লালহলুদে রবিনহো? দল ছাড়ার কথা জানালেন বসুন্ধরা কিংসের সভাপতি প্রশাসনের অনুমতি মেলেনি, অসমাপ্ত দুর্গার সামনেই ‘শোক’ পালন রানাঘাটে আর যেতে হবে না পার্লার, বাড়িতেই ট্রাই করুন এই নজরকাড়া নেল আর্ট বারুইপুর লাইনে সকালে ৯ স্পেশাল ট্রেন চলবে, শিয়ালদা উত্তরও পেল ২টি, রইল টাইমটেবিল অগ্নিদগ্ধ অন্তঃসত্ত্বার দেহ উদ্ধার বীরভূমে, গর্ভস্থ শিশুর মৃত্যু, তদন্তে পুলিশ T20I ব়্যাঙ্কিংয়ের সেরা দশে ঢুকলেন আর্শদীপ, অল-রাউন্ডারদের প্রথম তিনে হার্দিক পুজোয় ঘর সাজিয়ে তুলুন ডোকরার সৌন্দর্যে, লোকসংস্কৃতির ছোঁয়া থাক উৎসবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.