
ISL 2020-21: ফিরতি ম্যাচে কি এফসি গোয়াকে হারাতে পারবে ইস্টবেঙ্গল? টিভিতে ও অনলাইনে কোথায় দেখবেন লড়াই?
১ মিনিটে পড়ুন . Updated: 29 Jan 2021, 03:06 PM IST- তিলক ময়দানে গোয়ার বিরুদ্ধে প্রথম লেগের ম্যাচ ১-১ গোলে ড্র করে লাল-হলুদ শিবির।
প্রথম লেগের ম্যাচে এফসি গোয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে এসসি ইস্টবেঙ্গল। এবার আইএসএলের ফিরতি লেগে পুনরায় গোয়ার মুখোমুখি লাল-হলুদ ব্রিগেড। পয়েন্ট টেবিলে দু'দল কার্যত দু'প্রান্তে অবস্থান করছে। গোয়া ১৩ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে। ১০ নম্বরে থাকা ইস্টবেঙ্গলের সংগ্রহ ১৩ ম্যাচে ১২ পয়েন্ট। তবে বড় ব্যাবধানে ম্যাচ জিততে পারলে ইস্টবেঙ্গল লিগ টেবিলে বড়সড় লাফ দিতে পারে।
দেখে নেওয়া যাক এফসি গোয়া বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ কবে, কোথায়, কখন অনুষ্ঠিত হবে। জেনে নেওয়া যাক কোন চ্যানেলে ও অনলাইনে কোথায় দেখা যাবে সরাসরি সম্প্রচার।
কবে অনুষ্ঠিত হবে আইএসএল ২০২০-২১'এ এসসি ইস্টবেঙ্গলের ১৪তম ম্যাচ: ২৯ জানুয়ারি, ২০২১ (শুক্রবার)।
কোথায় অনুষ্ঠিত হবে এফসি গোয়া বনাম এসসি ইস্টবেঙ্গল ম্যাচ: ফতোরদা স্টেডিয়াম (গোয়া)।
কখন শুরু হবে ম্যাচ: সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হবে ম্যাচ।
কোন চ্যানেলে দেখা যাবে খেলা:
১) ইংরেজিতে স্টার স্পোর্টস-১, স্টার স্পোর্টস-১ এইচডি (Star Sports 1 HD), স্টার স্পোর্টস-২, স্টার স্পোর্টস-২ এইচডি (Star Sports 2 HD) চ্যানেলে দেখা যাবে।
২) হিন্দিতে স্টার স্পোর্টস হিন্দি-১, হিন্দিতে স্টার স্পোর্টস হিন্দি-১ (Star Sports Hindi 1 HD), স্টার স্পোর্টস এবং স্টার গোল্ড ২ চ্যানেলে ম্যাচ দেখা যাবে।
৩) বাংলায় ম্যাচ দেখা যাবে স্টার স্পোর্টস বাংলায়।
৪) এছাড়াও মালায়ালম, তামিল, তেলুগু, কন্নড়, মারাঠিতেও ম্যাচ দেখা যাবে।
কোথায় দেখা যাবে লাইভ স্ট্রিমিং:
১) ডিজনি প্লাস হটস্টার ভিআইপি (Disney+ Hotstar VIP)।
২) জিও টিভি (JioTV)।