শুভব্রত মুখার্জি:- আসন্ন প্যারিস অলিম্পিক গেমসের মহিলা হকির কোয়ালিফায়ারের ম্যাচ শুরু হয়েছে রাঁচিতে। শনিবার প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং আমেরিকা। সেই ম্যাচে দুর্ভাগ্যজনকভাবে হারতে হয়েছিল ভারতীয় দলকে। ফলে রবিবার দ্বিতীয় ম্যাচে নামার আগে বেশ চাপে ছিলেন সবিতা পুনিয়ারা। তবে রবিবার রাঁচিতে ভারতের খেলাতে কোনও রকম কোন চাপের লক্ষণ ছিল না। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে রীতিমতো ক্লিনিকাল খেলা খেলতে দেখা যায় ভারতকে। নিউজিল্যান্ড দলকে ৩-১ ফলে হারিয়ে দিয়ে প্যারিস অলিম্পিক্সের মূলপর্বে যাওয়ার আশা বাঁচিয়ে রাখল তারা।
পুল-বি'র ম্যাচে মারাঙ্গ গোমকে জয়পাল সিং অ্যাস্টোটার্ফে এদিন বেশ আক্রমণাত্মক খেলা খেলতে দেখা যায় ভারতীয় দলকে। খেলার শুরুতেই এদিন লিড নিয়ে নেয় ভারতীয় দল। প্রথম মিনিটেই গোল করে ভারতকে এগিয়ে দেন সঙ্গীতা কুমারি। তবে এর আট মিনিট পরেই খেলার নয় মিনিটের মাথাতে সমতায় ফেরে নিউজিল্যান্ড দল। মেগান হুল গোল করে নিউজিল্যান্ড দলকে সমতায় ফেরান। এরপর অবশ্য প্রথম কোয়ার্টারের ভারত ফের লিড নিয়ে নেয়। ১২ মিনিটের মাথাতে ভারতের হয়ে লিড ডবল করেন উদিতা। এর ঠিক দুই মিনিট পরেই ভারতের হয়ে ম্যাচের তৃতীয় গোলটি করেন বিউটি ডুঙ্গ ডুঙ্গ। ম্যাচের ১৪ মিনিটেই ৩-১ ফলে এগিয়ে যায় ভারতীয় দল। এরপর এই লিড ধরে রেখেই বাজিমাত করে ভারতীয় দল।
আট দলীয় টুর্নামেন্টে এই জয়ের ফলে ভারতের প্যারিস অলিম্পিক্সে যাওয়ার স্বপ্ন এখনও বেঁচে রইল। এই টুর্নামেন্ট থেকে তিনটি দল প্যারিস অলিম্পিক্সের মূলপর্বের যোগ্যতা অর্জন করবে। আগামী জুলাই , অগস্ট মাসে অনুষ্ঠিত হবে প্যারিস অলিম্পিক গেমস। দুটি পুলের প্রথম দুটি দল সেমিফাইনালে কোয়ালিফাই করবে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ জেতার ফলে এই মুহূর্তে তিন নম্বরেই রয়েছে ভারতীয় দল। গোল করার নিরীখে আপাতত তিন নম্বরে রয়েছে ভারতীয় দল। নিউজিল্যান্ড এবং ভারত দুই দলের এই মুহূর্তে গোল পার্থক্য +১। ভারত তাদের পরবর্তী ম্যাচে খেলবে ইতালির বিরুদ্ধে। মঙ্গলবার এই ম্যাচ খেলবে ভারত। ওইদিন আমেরিকার মুখোমুখি হবে নিউজিল্যান্ড দল। আমেরিকা এদিনের ম্যাচে ইতালিকে হারিয়ে দিয়েছে। তাদের ঝুলিতে রয়েছে ছয় পয়েন্ট। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচে হারলেই শেষ হয়ে যাবে সব স্বপ্ন। এমন আবহে খেলতে নেমে আক্রমণাত্মক খেলা শুরু করে ভারত। প্রথম কোয়ার্টারেই ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেন ভারতীয় খেলোয়াড়রা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।