বাংলা নিউজ > ময়দান > সাত বছর পরে ফের রেসলিং রিং-এ নামবেন পাঁচবারের WWE Champion সিএম পাঙ্ক

সাত বছর পরে ফের রেসলিং রিং-এ নামবেন পাঁচবারের WWE Champion সিএম পাঙ্ক

WWE Champion সিএম পাঙ্ক 

শেষবার ২০১৪ সালে রিং-এ নেমেছিলেন। আবার সাত বছর পরে ফের রিং-এ ফিরলেন প্রাক্তন ডব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক। পাঁচবারের WWE Champion এবার রিং-এ ফিরছেন AEW এর রিং-এ।

শেষবার ২০১৪ সালে রিং-এ নেমেছিলেন। আবার সাত বছর পরে ফের রিং-এ ফিরলেন প্রাক্তন ডব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন সিএম পাঙ্ক। চেয়ারম্যান ভিন্স ম্যাকমাহনের সঙ্গে খারাপ সম্পর্ক হওয়ার কারণে ২০১৪ সালে রয়্যাল রাম্বলের পরে রিং থেকে বিদায় নিয়েছিলেন পাঁচবারের WWE Champion সিএম পাঙ্ক। আবার রিং-এ ফিরছেন তিনি। তবে এবার আসবেন AEW র রিং-এ।

প্রাক্তন ডব্লিউডাব্লিউই চ্যাম্পিয়ন ২০১৪ সালের জানুয়ারিতে রেসলিং রিং ছাড়ার পর প্রথমবারের মতো রেসলিং-এ ফিরে আসেন ২০১৯ সালে। সেই বছর ফক্স নেটওয়ার্কের 'দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড' WWE ব্যাকস্টেজ শোতে অতিথি বিশ্লেষক হিসেবে প্রত্যাবর্তন করেছিল সিএম পাঙ্ক। তবে এটি কখনই রিং রিটার্ন ছিল না। এ বার তিনি স্বমহিমায় নিজের চেনা রিং-এ ফিরলেন।

শনিবার, শিকাগোতে ইউনাইটেড সেন্টারে AEW Rampage এর হয়ে পাঙ্ক AEW তে নিজের অভিষেক করলেন। AEW মালিক টনি খান ১৫ হাজার দর্শকের সামনে নিজের কথা রাখার পরে নাচের অনুষ্ঠান হয়, তারপরেই নিজের চেনা ছন্দে রিং-এ প্রবেশ করেন পাঁচবারের WWE Champion সিএম পাঙ্ক।

পাঙ্কের আগমনের সঙ্গে সঙ্গে ভক্তরা চিৎকার করতে থাকেন। তাদের কণ্ঠের শীর্ষে ছিল সিএম পাঙ্কের নাম। পাঙ্কের চারপাশে গিয়ে ভিড় জড়িয়ে ধরেছিল। পাঙ্ক দ্রুত মাইকটি বেছে নিয়েছিলেন এবং ঘোষণা করেন যে তিনি একটি ম্যাচে উপস্থিত থাকতে আসেননি। পাঙ্ক বলেন তিনি দীর্ঘদিন ধরে কোম্পানিতে থাকবেন বলেই এসেছেন। ৫ সেপ্টেম্বর শিকাগোতে অনুষ্ঠিত একটি ম্যাচে নামতে চলেছেন তিনি। সেই কারণে এ দিন তিনি ডার্বি অ্যালিনকে AEW অল আউট পে-পার-ভিউর একটি ম্যাচের জন্য চ্যালেঞ্জ জানান। পাঙ্ক এ দিন ডব্লিউডাব্লিউই-র সমালোচনা করেন।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন