বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > AFC Women's Olympic qualifier: কিরঘিজস্তানকে ৫-০ উড়িয়ে শুরু হল ভারতের অভিযান

AFC Women's Olympic qualifier: কিরঘিজস্তানকে ৫-০ উড়িয়ে শুরু হল ভারতের অভিযান

বছরের প্রথম জয় পেল ভারতীয় মহিলা দল (ছবি-এএফসি)

এএফসি আয়োজিত মহিলাদের অলিম্পিক কোয়ালিফায়ারে শুরুটা ভালো করল ভারতীয় দল। বিসকেকে কিরঘিজস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচেই ৫-০ গোলের বিরাট ব্যবধানে জয় পেল ভারতীয় দল। ফলে চলতি বছরে একটি ম্যাচেও জয় না পাওয়ার বাঁধাকে শেষ পর্যন্ত ভেঙে ফেলতে সক্ষম হল তারা।

শুভব্রত মুখার্জি: চলতি বছরে মহিলা ফুটবলে একটি ম্যাচও জেতেনি ভারতীয় সিনিয়র মহিলা ফুটবল দল। তবে মঙ্গলবারেই সেই খরা কেটে গেল। এএফসি আয়োজিত মহিলাদের অলিম্পিক কোয়ালিফায়ারে শুরুটা ভালো করল ভারতীয় দল। বিসকেকে কিরঘিজস্তানের মুখোমুখি হয়েছিল ভারত। সেই ম্যাচেই ৫-০ গোলের বিরাট ব্যবধানে জয় পেল ভারতীয় দল। ফলে চলতি বছরে একটি ম্যাচেও জয় না পাওয়ার বাঁধাকে শেষ পর্যন্ত ভেঙে ফেলতে সক্ষম হল তারা।

এএফসি আয়োজিত মহিলাদের অলিম্পিক কোয়ালিফায়ারের গ্রুপ-জি'র ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। প্রসঙ্গত দুই লেগ এই পদ্ধতিতে খেলা হবে ম্যাচটি। যেখানে রাউন্ড-১'র ম্যাচে কিরঘিজস্তানকে উড়িয়ে দিল ভারতীয় মেয়েরা। গ্রুপ-জি'র এই ম্যাচে ৫-০ গোলের বিরাট ব্যবধানে জয় পেয়েছেন আশালতা দেবীরা। চলতি ক্যালেন্ডার বর্ষে এর আগে ভারত তিন মাসে খেলেছে পাঁচটি ম্যাচে।আজকের আগে একটিতেও ম্যাচে জেতেনি ভারতীয় দল। ডোলন ওমুরজাকভ স্টেডিয়ামে এ দিন প্রথম থেকেই আক্রমণাত্মক খেলতে শুরু করেছিল ভারত।

আরও পড়ুন…. DC vs GT IPL 2023: 'আগামী দু'বছরেই ভারতীয় ক্রিকেটে দাপিয়ে বেড়াবে', তরুণ ক্রিকেটারকে নিয়ে ভবিষ্যদ্বাণী হার্দিকের

এই জয়ের ফলে পরের রাউন্ডে ভারতের যাওয়ার আশা অনেকটাই উজ্জ্বল হল। শুক্রবার দ্বিতীয় লেগে ফের মুখোমুখি হবে দুই দল। তবে তাঁর আগে এই জয়ের ফলে অ্যাডভান্টেজ থাকবে ভারতের কাছে। এ দিন ভারতের হয়ে জোড়া গোল করেন অঞ্জু তামাং। প্রথমার্ধেই দুরন্ত আরও একটি গোল করেন সৌম্য গুগুলথ। হলে ৩-০ ফলে এগিয়ে বিরতিতে যায় ভারত। দ্বিতীয়ার্ধে আরও দুটি গোল করে ভারতের হয়ে ব্যবধান বাড়ানোর পাশাপাশি জয় নিশ্চিত করেন সিল্কি দেবি এবং রেনু।

আরও পড়ুন…. IPL 2023: ধোনি জানে, কোন বোলারকে কখন ব্যবহার করতে হয়- প্রথম ম্যাচে বল না পাওয়া নিয়ে ঘুরিয়ে উত্তর মইনের

ম্যাচের ছয় মিনিটের মধ্যে ভারতের হয়ে গোল করেন অঞ্জু। ভারতের হয়ে দ্বিতীয় গোলটিও করেন অঞ্জু। এবার হেডে গোল করেন তিনি। এর ঠিক চার মিনিট বাদে অনবদ্য একটি ভলিতে গোল করেন সৌম্য। ৬১ মিনিটে ভারতের হয়ে ৪-০ করেন সিল্কি দেবি। একটি মাটি ঘেঁষা শটে গোল করেন তিনি। ৬২ মিনিটে সন্ধ্যার বদলে মাঠে আসেন রেনু। এর ঠিক এক মিনিটের মাথায় ভারতের হয়ে পঞ্চম গোলটি করেন তিনি। ফলে ৫-০ গোলের বড় ব্যবধানে নিশ্চিত হয় ভারতের জয়।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন