বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Saudi Pro League: ১৪ নম্বরে থাকা দলকেও হারাতে পারল না রোনাল্ডোর ক্লাব, খেল জোর ধাক্কা

Saudi Pro League: ১৪ নম্বরে থাকা দলকেও হারাতে পারল না রোনাল্ডোর ক্লাব, খেল জোর ধাক্কা

ড্র করে হতাশ রোনাল্ডো। ছবি- এএফপি  (AFP)

১৪ নম্বরে থাকা আল খালিজের বিরুদ্ধে ড্র করল আল নাসের। গোল করতে পারলেন না রোনাল্ডো।

সৌদি প্রো লিগে বড়সড় অঘটন। পয়েন্ট টেবিলের ১৪ নম্বর স্থানে থাকা আল খালিজের বিরুদ্ধে ড্র আল নাসেরের। রোনাল্ডো থাকলেও গোল করতে পারলেন না। দাঁড়িয়ে থেকে দলের ড্র দেখতে হল তাঁকে। অবশ্য এদিন শুরুতেই পিছিয়ে যায় আল নাসের। কারণ ম্যাচের একেবারে শুরুতেই ধাক্কা খায় ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দল। ম্যাচ শুরুর ৪ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন আল খালিজের ফ্যাবিও মার্টিনস।

ম্যাচের একেবারে শুরুতে গোল হজম করায় স্বাভাবিক ভাবেই চাপে পড়ে যায় আল নাসের। এমনটা হতে পারে তা কল্পনাও করতে পারেনি তারা। কোনও কিছু বুঝে ওঠার আগেই পিছিয়ে পড়ে রোনাল্ডোর দল। অবশ্য সেখান থেকে ঘুরে দাঁড়াতে খুব একটা সময় লাগেনি তাদের। তবে শুরুতেই ধাক্কা খাওয়ায় কিছুটা হলেও প্রশ্ন উঠে যায়।

ম্যাচের ১৭ মিনিটের মাথায় আল নাসেরের হয়ে গোল করে সমতা ফেরান আলভারো গঞ্জালেজ। আল ঘারিবের অ্যাসিস্ট থেকে গোল করেন তিনি। সমতা ফেরালেও চাপেই থাকে আল নাসের। সমতা ফেরাতেই ম্যাচ জিততে মরিয়া হয়ে হয়ে ওঠে তারা। কিন্তু কোনও ভাবেই তারা গোলের মুখ দেখতে পারেনি। বলা ভালো গোলের সুযোগ করে দেননি আল খালিজের ফুটবলাররা। বরং বিপক্ষকে চাপে রাখতে সক্ষম হয় পয়েন্ট টেবিলের ১৪ নম্বরে থাকা এই দল।

আর তাতে তারা লাভবানই হয়। কারণ এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে রয়েছে আল নাসের। সেই হেভিওয়েট দলের বিরুদ্ধে এই ভাবে লড়াই করে আটকে দেওয়া একেবারেই সহজ কথা নয়। অনেকেই বলতে শুরু করেছেন, এই ম্যাচ ড্র হলেও আক্ষরিক অর্থে যে আল নাসেরের হারেরই সমান তা বলার অপেক্ষা রাখে না। আর এই ড্রয়ের ফলে রোনাল্ডোদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। এই ম্যাচে গোল তো করতেই পারেননি, বরং একেবারেই ছন্দে দেখা যায়নি সিআর সেভেনকে। এই ম্যাচে যে দুটি গোল হয়েছে তা প্রথমার্ধেই। দ্বিতীয়ার্ধে কোনও দলই আর গোল করতে পারেনি।

এই ম্যাচ ড্র হওয়ার ফলে চাপ বাড়ার পাশাপাশি ২৬ ম্যাচে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানেই রইল আল নাসের। অন্যদিকে ২৬ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে ১৪ নম্বর স্থানে আল খালিজ। আই এই ম্যাচ ড্র হওয়ার ফলে জমে উঠল সৌদি প্রো লিগ।

বন্ধ করুন