শুভব্রত মুখার্জি:- চলতি ওডিআই বিশ্বকাপ শেষ হওয়ার পরপরেই ভারতে আসছেন তারকা ফুটবল কোচ আর্সেন ওয়েঙ্গার। ভারতীয় ফুটবল সার্কিটে অত্যন্ত জনপ্রিয় আর্সেন ওয়েঙ্গার। প্রিমিয়র লিগে দীর্ঘদিন সাফল্যের সঙ্গে কোচিং করিয়েছেন আর্সেন ওয়েঙ্গার। তাঁর প্রশিক্ষণেই আর্সেনাল তাদের ক্লাব ইতিহাসে বেশ কিছু সাফল্য পেয়েছে।সেই তিনিই আসছেন ভারতে। ক্রিকেট বিশ্বকাপ শেষ হলেই তিনি ভারতে আসছেন ফুটবল অ্যাকডেমি উদ্বোধনে। এআইএফএফ এবং ফিফার সঙ্গে যৌথ উদ্যোগে এই অ্যাকাডেমি স্থাপন করা হচ্ছে ভারতে। আর সেই অ্যাকাডেমির উদ্বোধনেই ভারতে আসছেন আর্সেন ওয়েঙ্গার।
ফিফার প্রতিভা অন্বেষণ করে সেই প্রতিভার উন্নতি ঘটানোর যে স্কিম রয়েছে সেই স্কিমের অন্তর্ভুক্ত এই অ্যাকাডেমি। ভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফের সঙ্গে গাঁটছড়া বেঁধে ভারত থেকে নয়া প্রতিভা তুলে আনতেই এই উদ্যোগ ফিফার। উদ্দেশ্য ভারতীয় ফুটবলকে আরও বেশি প্রতিযোগিতামূলক করে তোলা। ২১ নভেম্বর উদ্বোধন হবে এই অ্যাকাডেমির। ওড়িশার ভুবনেশ্বরে স্থাপন করা হবে এই অ্যাকাডেমির। ভারত থেকে নতুন নতুন প্রতিভা তুলে আনাই এই অ্যাকাডেমির লক্ষ্য। ভারতকে বিশ্ব ফুটবলে সুপার পাওয়ার করে তোলার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছে কল্যান চৌবের নেতৃত্বাধীন এআইএফএফ। তাদের ভবিষ্যৎ পরিকল্পনার অঙ্গ এই অ্যাকাডেমি।
ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট যে প্রোগ্রাম রয়েছে তার প্রধান হিসেবে দায়িত্বে রয়েছেন আর্সেন ওয়েঙ্গার। তিনি ভারতে পা রাখছেন ১৯ নভেম্বর। ঘটনাচক্রে ওইদিন আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল। ১৯ নভেম্বর থেকে ২৩ নভেম্বর ভারতে থাকছেন আর্সেন ওয়েঙ্গার। আইএসএল এবং আই লিগের সমস্ত ক্লাব এবং তাদের ফুটবল কর্তাদের সঙ্গে দেখা করবেন আর্সেন ওয়েঙ্গার।
উল্লেখ্য ১৯৯৬-২০১৮ টানা ২২ বছর আর্সেনালের ম্যানেজার হিসেবে কাজ করেছেন আর্সেন ওয়েঙ্গার। জিতেছেন তিনটি প্রিমিয়র লিগের খেতাব। পাশাপাশি সাতটি এফ এ কাপের শিরোপা। ৪৯ টি ম্যাচে টানা অপরাজিত থাকার নজির ও রয়েছে তাঁর। ফিফা এই অ্যাকাদেমির জন্য কোচ হিসেবে পাঠাচ্ছেন সার্জি আমেজকুয়া ফন্ত্রোডোনাকে। যিনি পাকাপাকিভাবে এখন ভারতেই থাকছেন। প্রতিভাকে খুঁজে এনে তাদের উন্নতি ঘটানোর কাজ করবেন তিনি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।