শুভব্রত মুখার্জি: এশিয়ার ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ দক্ষিণ কোরিয়া। সদ্য শেষ হওয়া এএফসি এশিয়ান কাপের সেমিফাইনালে উঠেছিল তারা। যদিও সেখানে সেমিফাইনালে হেরে যেতে হয় তাদের। আর তারপরেই জল্পনা বাড়ছিল দলের হেড কোচ জুর্গেন ক্লিন্সম্যানকে নিয়ে। দাবি উঠেছিল তাঁকে ছাঁটাইয়ের। বাস্তবেও ঘটল তাই।
দক্ষিণ কোরিয়ার কোচের পদ থেকে ছাঁটাই হতে হল জার্মানির প্রাক্তন তারকা জুর্গেন ক্লিন্সম্যানকে। ঘটনাচক্রে এশিয়ান কাপের সেমিফাইনালে জর্ডনের কাছে দক্ষিণ কোরিয়া হেরে যায়। এই ম্যাচে হারের পর তাঁকে ছাঁটাইয়ের সুপারিশ করেছিল দক্ষিণ কোরিয়া ফুটবল ফেডারেশনের (কেএফএ) জাতীয় দল পরিচালনা কমিটি।
প্রসঙ্গত জর্ডনের বিরুদ্ধে ম্যাচের আগে দক্ষিণ কোরিয়া দলের তারকা ফুটবলারদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে যায়। যার ফলে প্রবলভাবে সমালোচিত হতে হয়েছিল জুর্গেন ক্লিন্সম্যানকে। উল্লেখ্য জার্মানির বিশ্বকাপজয়ী প্রাক্তন স্ট্রাইকার দক্ষিণ কোরিয়া দলের হেড কোচের দায়িত্ব নিয়েছিলেন গত বছরের ফেব্রুয়ারি মাসে। আর ঠিক তারপরের বছরেই ফেব্রুয়ারিতে ৫৯ বছর বয়সী কোচকে ছাঁটাই করার কথা জানানো হল। কেএফএ সভাপতি চুং মং-গাইয়ু বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ‘বিশদ পর্যালোচনার পর জাতীয় দলের কোচ পাল্টানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেএফএর তরফে। দলে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে নেতৃত্ব, ব্যবস্থাপনা এবং কৌশলগত জায়গায় জাতীয় দলের কোচ হিসেবে যেমনটা তাঁর থেকে প্রত্যাশা ছিল ক্লিন্সম্যান তাতে ব্যর্থ হয়েছেন। প্রধান কোচ হিসেবে ক্লিন্সম্যখনের আচরণ এবং তাঁর সময়ে দলের প্রতিদ্বন্দ্বিতামূলক মানসিকতা দেশের মানুষের প্রত্যাশা পূরণ করতে পারেনি। ভবিষ্যতেও তা পূরণ হবে না বলে দেশের প্রত্যেক ফুটবলপ্রেমী মানুষ মনে করছেন। এই কারণে ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের আগে আমরা দলের প্রশিক্ষক পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছি।’
এই ঘটনার আগেই সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স'এ দক্ষিণ কোরিয়ার ফুটবলার এবং সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন ক্লিন্সম্যান। তিনি লেখেন, ‘সব ফুটবলার, কোচিং স্টাফ এবং কোরিয়ার সব ফুটবল সমর্থকদের প্রতি কৃতজ্ঞতা আমার থাকল। আমাদেরকে সমর্থনের জন্য আপনাদেরকে ধন্যবাদ। আমরা এশিয়ান কাপের সেমিফাইনালে উঠেছি। গত ১২ মাসের সফরও অবিশ্বাস্য ছিল। টানা ১২ ম্যাচে হারিনি। লড়াই চলুক।’ উল্লেখ্য বায়ার্ন মিউনিখ এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের প্রাক্তন এই কোচ প্রশিক্ষক হিসেবে বিশ্ব ফুটবলে খুব বেশি সাফল্য পাননি। যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে ২০১৩ সালে একমাত্র গোল্ড কাপ জিতেছিলেন তিনি। জার্মানির হয়ে ১০৮ ম্যাচে ৪৭টি গোল রয়েছে তাঁর। ২০০৪ সালে খেলা ছাড়ার পরপরই জার্মানির সিনিয়র দলের কোচের দায়িত্ব পান। তাঁর প্রশিক্ষণে ২০০৬ বিশ্বকাপে সেমিফাইনাল থেকে বিদায় নেয় জার্মানি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।