বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Champions League: সত্যি হল জল্পনা, রাশিয়ার বদলে ফ্রান্সে অনুষ্ঠিত হবে ফাইনাল

Champions League: সত্যি হল জল্পনা, রাশিয়ার বদলে ফ্রান্সে অনুষ্ঠিত হবে ফাইনাল

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ছবি- উয়েফা।

জায়গা বদলালেও ফাইনালের দিনক্ষণে কোনোরকম বদল করা হয়নি।

২৮ মে রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের গ্যাজপ্রম এরিনায় এ মরশুমের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল অনুষ্ঠিত হওয়ার ছিল। তবে বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) ইউক্রেনের ওপর রাশিয়ার হামলার পরেই পরিস্থিতি সম্পূর্ণ বদলে যায়। সেই ফলস্বরূপই রাশিয়ার পিটার্সবার্গ থেকে সরল ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতার ফাইনাল।

ইউরোপিয়ান পার্লামেন্টের সদস্যদের চাপে পড়েই শুক্রবার তড়িঘড়ি জরুরি বৈঠক ডাকে ইউরোপের ফুটবল নিয়ামক সংস্থা উয়েফা। উয়েফার এক্সিকিউটিভ কমিটির এই জরুরি বৈঠকের পরেই পিটার্সবার্গের বদলে সেন্ট ডেনিসে অবস্থিত স্টাড দে ফ্রান্সে ফাইনাল স্থানান্তরিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জায়গা বদলালেও ম্যাচের দিনক্ষণ কিন্তু বদলাচ্ছে না। পূর্বনির্ধারিত ২৮ মেতেই চ্যাম্পিয়ন্স লিগের মেগা ফাইনাল অনুষ্ঠিত হবে।

জরুরি পরিস্থিতিতে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ফ্রান্সে স্থানান্তরিত করার সুযোগ করে দেওয়ার জন্য ফরাসি রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁকে ধন্যবাদও জানানো হয় উয়েফার তরফে। তবে শুধু চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নয়, মার্চে রাশিয়াতে বিশ্বকাপ যোগ্যতাপর্বের ম্যাচ খেলার জন্যও আপত্তি জানানো হয়েছিল সুইডেন, পোল্যান্ড ও চেক প্রজাতন্ত্রের এফএর তরফে। সেই নিয়ে কোনো কিছু জানানো না হলেও, উয়েফা জানিয়ে দেয় রাশিয়া এবং ইউক্রেনের ক্লাব তথা জাতীয় দলের কোনো ম্যাচ হলে, আপাতত তা নিরপেক্ষ কোনো স্থানেই খেলা হবে। 

বন্ধ করুন