বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Champions League: ৭ গোল দিল বায়ার্ন, ১০ জনের ইন্টারের কাছে হেরেও কোয়ার্টারে লিভারপুল

Champions League: ৭ গোল দিল বায়ার্ন, ১০ জনের ইন্টারের কাছে হেরেও কোয়ার্টারে লিভারপুল

মুলারের পঞ্চম গোলের পর বায়ার্ন ফুটবলারদের সেলিব্রেশন। ছবি- রয়টার্স। (REUTERS)

লেওয়ানডোস্কি সালজবার্গের বিরুদ্ধে হ্যাটট্রিক করলেও, ইন্টারের বিরুদ্ধে লিভারপুলের হয়ে সালাহ দুইবার পোস্টে মারেন।

রাউন্ড অফ ১৬-র প্রথম লেগে আরবি সালজবার্গের বিরুদ্ধে বায়ার্ন মিউনিখ ১-১ করায় অনেকেই হতবাক হয়েছিল। তবে ঘরের মাঠে দ্বিতীয় লেগে অস্ট্রিয়ার দলকে একেবারে ৭-১ উড়িয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করল বায়ার্ন মিউনিখ। এই নিয়ে সাত নম্বর বার ইউরোপের সেরা ক্লাব প্রতিযোগিতায় এক ম্যাচে অন্তত সাত গোল দিল বায়ার্ন।

রবার্ট লেওয়ানডোস্কির সম্পর্কে নতুন করে লেখার আর তেমন কিছুই নেই। গত লেগে একটু শান্ত থাকলেও এই ম্যাচে একেবারে স্বমহিমায় ছিলেন পোল্যান্ডের তারকা স্ট্রাইকার। ১২ মিনিটে পেনাল্টি থেকে বায়ার্নকে ম্যাচে এগিয়ে দেওয়ার পর, ২১ ও ২৩ মিনিটে আরও দুটি গোল করে লেওয়ানডোস্কি চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। ৩১ মিনিটে সার্জ ন্যাবরি গোল করায় ৪-০ এগিয়ে প্রথমার্ধ শেষ করে জার্মান জায়ান্টসরা।

দ্বিতীয়ার্ধে থমাস মুলার ৫৪ ও ৮৩ মিনিটে গোল করার পাশপাশি লিরয় সানেও ৭০ মিনিটে একটি গোল করেন। সালজবার্গের হয়ে কিয়েগার্ড ৭০ মিনিটে একটি গোল করেন। তবে সেই গোল সান্ত্বনা ছাড়া আর কিছুই ছিল না। ঘরের মাঠে বায়ার্ন দাপট দেখালেও লিভারপুল কিন্তু ঘরের মাঠে ০-১ ব্যবধানে হেরে বসল, তাও আবার ১০ জনের ইন্টার মিলানের বিরুদ্ধেই। 

এনফিল্ডে প্রথমার্ধে দুই দলের মধ্যে সবচেয়ে বড় সুযোগটা লিভারপুলই পায়। ফ্রি হেডারে জোয়েল মাটিপ বলের সঙ্গে ভাল সংযোগ ঘটালেও, তাঁর হেডার বারে লেগে ফিরে আসে। ভার্জিল ভ্যান ডাইকের আরেকটি হেডারও অল্পের জন্য গোলের বাইরে দিয়ে চলে যায়। গোটা ম্যাচে লিভারপুলের ভাগ্যটা একেবারে এমনই ছিল। দ্বিতীয়ার্ধে মহম্মদ সালাহ কার্যত যে সুযোগগুলিকে চোখ বুজেও গোলে রূপান্তরিত করেন, তেমন দুই সুযোগ পেয়ে বল পোস্টে মারেন। 

ইন্টারের হয়ে লাউতারো মার্টনেজ কিছুক্ষণ আগেই একটা সুযোগ নষ্ট করার পর ৬১ মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ একটি শটে গোল করে ইন্টারের কামব্যাকের আশা জাগান। তবে তাঁর মাত্র দুই মিনিট পরেই, কিছুটা দুর্ভাগ্যবশত ইন্টারের অ্যালক্সিস স্যাঞ্চেজ লাল কার্ড দেখেন। তিনি ৫০-৫০ চ্যালেঞ্জে বল জিতলেও তাঁর ফলো থ্রুতে পা গিয়ে ফ্যাবিনহোর পায়ে খানিকটা উঁচুতেই লাগে। রেফারি তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড ও লাল কার্ড দেখান।

বক্সের বাইরে থেকে মার্টনেজের গোলসূচক শট। ছবি- রয়টার্স।
বক্সের বাইরে থেকে মার্টনেজের গোলসূচক শট। ছবি- রয়টার্স। (Action Images via Reuters)

ইন্টারের জয়ের আশা এরপরেই কার্যত কমে যায়। লিভারপুলও গোল করার খুব চেষ্টা করেনি। একেবারে ইনজুরি টাইমে ম্যাচের শেষ বড় সুযোগ পান পরিবর্ত হিসাবে নামা লুইজ ডিয়াজ। তবে লিভারপুল উইঙ্গারের শট দারুণভাবে স্লাইডিং ব্লক করে রেডসদের গোল করা থেকে রুখে দেন আর্তুরো ভিদাল। শেষমেশ ইন্টার ১-০ স্কোরলাইনেই ম্যাচ জিত নেয়। তবে সান সিরোতে ইন্টারকে ২-০ হারানোর ফলে দুই লেগ মিলিয়ে ২-১ ব্যবধানে জিতে, জুরগেন ক্লপের লিভারপুল চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে পৌঁছে যায়।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হেরেও দুইয়ে কলকাতা, KKR vs PBKS ম্যাচের পরে IPL 2024-এর পয়েন্ট তালিকা ছক্কার ছড়াছড়ি, ৪ ওপেনারের ৫০, ইডেনের KKR vs PBKS ম্যাচের ৫টি সর্বকালীন রেকর্ড প্রথম সল্ট-নারিন ঝড়, পরে প্রভসিমরন-বেয়াস্টো সুনামি, চার ওপেনার মিলে লিখলেন নজির ২৬২ তাড়া করে জয়, T20-তে ইতিহাস PBKS-এর, IPL-এও RR-এর নজির ভেঙে হল নয়া রেকর্ড সাজেশন পড়া ক্যাপ্টেন্সি, জঘন্য বোলিং- কোন কোন কারণে ২৬১ রান তুলেও হারল KKR? মোদীকে ভোটপ্রক্রিয়া থেকে দূরে রাখুন, আবেদন দিল্লি হাইকোর্টে, কারণটা কী? সামনেই আদৃত-কৌশাম্বির বিয়ে, এদিকে সৌমিতৃষা লিখলেন, ‘মনে খারাপ, মুখে মিষ্টি…' AI-র অভিশাপে ১ বছরে বন্ধ হবে অনেক কলসেন্টার, বললেন TCS-র কর্তা, চাকরি যাবে? জয়েন্টে ১০০ পেয়েও রেহাই নেই, জানুয়ারির রেজাল্ট দেখিয়ে খোঁটা দিচ্ছেন নেটিজেনরা 4-6-4-4-6-W-অনুকূলকে ছাতু করলেন বেয়ারস্টো,শেষ বলে রানআউট প্রভসিমরন,স্বস্তি KKR-এ

Latest IPL News

স্বার্থপর পুরো! রিঙ্কুর আগে নেমে রোষের মুখে KKR-র শ্রেয়স, রেহাই পেলেন না গম্ভীরও গ্যালারিতে বল গেল ১৮বার, আইপিএলের ইতিহাসে ইডেনে সর্বোচ্চ ২৬১ রান তুলল কেকেআর একই IPL-এ প্রথমবার ৩ অর্ধশতরান নারিনের! অরেঞ্জ ক্যাপের তালিকায় দুইয়ে বয়স বাড়ছে,তাই তরুণদের সুযোগ দেওয়া উচিত, বিরাট-রোহিতদের বার্তা যুবরাজের বিশ্বকাপ ফাইনালের ব্যাটে স্প্রিং লাগানো ছিল? অবশেষে জবাব দিলেন রিকি পন্টিং IPL-এর গত মরশুমে ৯০০-এর কাছাকাছি রান করেও যদি দলে সুযোগ না পাই… বার্তা শুভমনের হার্দিক নয়, বিশ্বকাপে এই ধ্বংসাত্মক অল-রাউন্ডারকে চাইই চাই ভারতের, দাবি যুবরাজের আমাকে একটা বল তো খেলতে দাও:- বাবরদের অনুশীলনে কাতর আবেদন পাকিস্তানের নির্বাচকের নাইট রাইডার্সে নিশাচর প্রাণী,দিনে ঘুমোয়,রাতে জাগে, কাদের কথা বললেন ওয়াসিম আক্রম? বেটিং অ্যাপে IPL স্ট্রিমিং! তামান্নাকে সমন মহারাষ্ট্র সাইবার সেলের;এড়ালেন সঞ্জু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.