মুম্বইয়ে ইন্ডিয়ান সুপার লিগের (আইএসএল) ম্যাচ। আর সেই ম্যাচের দেখতে আসা মুম্বই সিটি এফসির সমর্থকরা শিবাজি ছত্রপতি মহারাজের ব্যানার নিয়ে আসেন। স্মোক বম্ব জ্বালিয়ে সেই ব্যানার নিয়ে চলে উচ্ছ্বাস। কিন্তু সেই ভিডিয়ো আইএসএলের অফিসিয়াল অ্যাকাউন্টে পোস্ট করতেই নেটিজেনদের মধ্যে কথার যুদ্ধ শুরু হয়ে গেল। তাতে জড়িয়ে পড়লেন আইএসএলের বিভিন্ন ক্লাবের সমর্থকরা। একদল নেটিজেন দাবি করেন, ছত্রপতি শিবাজির ভিডিয়ো পোস্ট করে ফুটবলের সঙ্গে ধর্মকে মিশিয়ে দিচ্ছে আইএসএল। অপরপক্ষের অবশ্য দাবি, ছত্রপতি শিবাজির সঙ্গে ধর্মের কোনও যোগই নেই। তিনি মহারাষ্ট্রের সংস্কৃতির মূর্ত প্রতীক। তাই অহেতুক বিতর্ক তৈরি করা হচ্ছে।
আর যে ভিডিয়ো নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথার যুদ্ধ শুরু হয়েছে, তা রবিবার মুম্বই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসির ম্যাচে হয়েছিল। ছত্রপতি শিবাজির জন্মবার্ষিকীর একদিন আগে মুম্বইয়ের ঘরের মাঠে সেই ম্যাচ হয়। গ্যালারিতে কয়েকজন দর্শক ছত্রপতি শিবাজির ব্যানার নিয়ে আসেন। আর গেরুয়া স্মোক বম্ব জ্বালিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে থাকেন। সঙ্গে গেরুয়া পতাকা ওড়াতে থাকেন।
যে ভিডিয়ো রবিবার রাতের দিকে আইএসএলের ইনস্টাগ্রাম পেজে পোস্ট করা হয়। সঙ্গে লেখা হয়, 'মুম্বই ফুটবল এরিনায় শিবগর্জন। আজ রাতে ঘরের মাঠে জয় এল। আর আগামিকাল শিবাজি জয়ন্তী। মুম্বই সিটি এফসি ফ্যানদের জন্য ডবল সেলিব্রেশন।' তাতে মুম্বই সিটি এফসির ইনস্টাগ্রাম পেজের তরফেও ‘লাভ’ ইমোজি দেওয়া হয়।
আর সেই পোস্ট নিয়েই তুমুল কথার যুদ্ধ শুরু হয়। আইএসএলের পোস্টের তলায় কমেন্ট বক্সে এক নেটিজেন বলেন, 'ফুটবল থেকে ধর্মকে দূরে রাখুন।' একইসুরে অপর এক নেটিজেন বলেন, 'বিউটিফুল গেমকে নষ্ট করবেন না।' নিজেদের মুম্বই সিটির ফ্যান হিসেবে দাবি করা কয়েকজন নেটিজেন দাবি করেন যে কেরালা ব্লাস্টার্স এফসি এবং চেন্নাইয়িন এফসির ফ্যানরাই নাকি সেই মন্তব্য করছেন। তাঁরা দাবি করেন যে ছত্রপতি শিবাজির সঙ্গে ধর্মের কোনও যোগই নেই।
তেমনই একজন বলেন, 'কীভাবে ধর্মের সঙ্গে ছত্রপতি শিবাজি মহারাজের যোগসূত্র খুঁজে পেলেন আপনি? উনি মহারাজা ছিলেন।' অপর এক নেটিজেন আবার সরাসরি আক্রমণ শানিয়ে বলেন, ‘ছত্রপতি শিবাজি মহারাজ তো রাজা ছিলেন। তাঁর সঙ্গে ধর্মের কোনও যোগই নেই। তাও কয়েকজন কাঁদছেন।’ একজন আবার বলেন, 'এটা কেন আপনাদের সহ্য হচ্ছে না? উনি একজন ধর্মনিরপেক্ষ নেতা ছিলেন। ১৯ ফেব্রুয়ারি তাঁর জন্মবার্ষিকী। তাই আমরা আমাদের খেলায় তাঁর জন্মবার্ষিকী উদযাপন করছি। এটাকে সংস্কৃতি বলে। এখানে ঘৃণার কোনও জায়গা নেই। আমি বলছি, ছত্রপতি শিবাজি মহারাজ ধর্মনিরপেক্ষ নেতা এবং শাসক ছিলেন। প্রত্যেক ধর্মের প্রতি তিনি শ্রদ্ধাশীল ছিলেন।'
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।