শুভব্রত মুখার্জি: চিনের মতো শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেও হারতে হল ভারতের অনূর্ধ্ব-২৩ দলকে। অনূর্ধ্ব-২৩ এশিয়া কাপের কোয়ালিফায়ারের ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত এবং চিন। ম্যাচের ৯৬ মিনিটে গোল হজম করে হৃদয় বিদারক হারের সম্মুখীন হতে হল ক্লিফোর্ড মিরান্ডার প্রশিক্ষণাধীন ভারতীয় দলকে। ম্যাচে শেষ পর্যন্ত ২-১ গোলে হেরে গেল ভারত। ভারতকে হারিয়ে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট নিশ্চিত করল চিন। এদিন ম্যাচের প্রথম থেকেই একেবারে সমানে সমানে টক্কর দেয় ভারতীয় দল। চিনকে এক ইঞ্চি জমি ছাড়তেও নারাজ ছিলেন ভারতীয় ফুটবলাররা।
ম্যাচের প্রথমার্ধে এদিন কোনও গোল হয়নি। আক্রমণ, প্রতি আক্রমণ নির্ভর খেলা খেলে এদিন দুই দল। বিরতিতে যাওয়ার সময়ে খেলার স্কোর ছিল ০-০। বিরতি থেকে ফিরে আসার পরে ভাঙে ডেডলক। ম্যাচের ৬৮ মিনিটে আসে প্রথম গোল। প্রথম গোল করে ভারতের বিরুদ্ধে দলকে লিড এনে দেন তাও কুইঙ্গলঙ্গ। পেনাল্টি বক্সের ভিতর ভারতীয় ডিফেন্ডাররা ভুল করার ফলে পেনাল্টি পায় চিন। সেই পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি তাও। ম্যাচ ১-০ থাকা অবস্থাতেই শেষ হয় নির্ধারিত সময়ের খেলা। এমন অবস্থায় ম্যাচে যোগ করা অতিরিক্ত সময়ে সমতা ফেরায় ভারত।
ম্যাচের ৯৩ মিনিটে ১-১ করে ভারতীয় দল। চিনের ফুটবলারের ভুলের ফায়দা তোলে ভারতীয় দল। হু হেতাও আত্মঘাতী গোল করে ভারতকে সমতায় ফেরান। যখন মনে হচ্ছিল ম্যাচ থেকে মূল্যবান একটি পয়েন্ট নিয়ে ফিরবে ভারতীয় দল সেই সময়েই ঘটে যায় অঘটন। ভারতীয়দের সমস্ত সেলিব্রেশন একার হাতে পন্ড করে দেন মোহেমাইতি। ম্যাচের যোগ করা সময়ের ৬ মিনিটের মাথায় অর্থাৎ ৯৬ মিনিটের মাথায় গোল করে দলকে অবিশ্বাস্যভাবে ম্যাচ জেতান মোহেমাইতি। এমন সময় ভারত গোলটি খায় যে তাদের হাতে গোল শোধ করারও আর সময় ছিল না। ফলে একেবারে ড্র'র দোড়গোড়াতে দাঁড়িয়ে ও হারের মুখ দেখতে হয় ভারতকে।
ডানপ্রান্ত থেকে যখন ৯৬ মিনিটে ভারতীয় বক্সে একটি ক্রস আসে তখন বক্সের বাম প্রান্তে ফাঁকা মার্কারহীন অবস্থায় দাঁড়িয়ে ছিলেন নাইবিজিয়াং মোহেমাইতি। তিনি সেখান থেকে বল পেয়ে গোলের ঠিকানা খুঁজে নিতে ভুল করেননি। ভারত তাদের পরবর্তী ম্যাচ খেলবে মঙ্গলবার। এই ম্যাচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। চিনের বিরুদ্ধে ম্যাচে হারের ফলে এই ম্যাচ ভারতের কাছে কার্যত মরণ বাঁচন ম্যাচ হয়ে দাঁড়াল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।