সোনি লাইভের (Sony LIV) সাবস্ক্রিপশন নেই। তাহলে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল-মোহনবাগান সুপার জায়ান্টের মহারণ দেখা যাবে না ভেবে কি মন খারাপ করছেন? একেবারেই মন খারাপের কোনও বিষয় নেই। কারণ সোনি লাইভের সাবস্ক্রিপশন না থাকলেও বিনামূল্যে ডুরান্ড কাপের ফাইনাল দেখতে পারবেন। সেজন্য কোনও টাকা দিতে হবে না। আর সেই সুযোগটা পাবেন জিয়ো টিভি অ্যাপে (Jio TV)। যাঁদের জিয়োর সিম আছে, তাঁরা নিজেদের স্মার্টফোনে জিয়ো টিভি অ্যাপ ডাউনলোড করে বিনামূল্যে ডুরান্ড কাপের ফাইনালে ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের মহারণ দেখতে পারবেন। তাঁদের Sony Sports 2 চ্যানেল খুঁজে নিতে হবে। সেখানেই ডুরান্ডের ফাইনাল দেখা যাবে।
আজ বিকেল চারটে থেকে কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গন ডুরান্ড ফাইনাল শুরু হচ্ছে। এমনিতেই এরকম ঐতিহ্যবাহী টুর্নামেন্টের ফাইনাল বলে বাড়তি উন্মাদনা থাকে। আর এবার সেই উন্মাদনা বহুগুণ বাড়িয়ে দিয়েছে কলকাতা ডার্বি। ১৯ বছর পর ডুরান্ড ফাইনালে মুখোমুখি হয়েছে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল। তাই বিকেল চারটে পুরো বাংলার নজর একটা দিকেই থাকবে - যুবভারতী ক্রীড়াঙ্গনের দিকে।
যাঁরা অনেক কষ্টে ম্যাচের টিকিট জোগাড় করতে পেরেছেন, তাঁরা তো ইতিমধ্যে মাঠে পৌঁছে গিয়েছেন বা মাঠের ধারেকাছে চলে এসেছেন। যাঁরা টিকিট পাননি, তাঁরা ছুটির দিনে বাড়িতে বসে ডার্বি দেখার অপেক্ষায় আছেন। অনেকে আবার দুর্গাপুজোর কেনাকাটি করতে বেরিয়েছেন। তাঁরা ম্যাচের সময়টুকু কেনাকাটি ভুলে ম্যাচের দিকে নজর রাখবেন বলে পরিকল্পনা সেরে রেখেছেন। আর ডুরান্ড কাপের সম্প্রচারকারী হওয়ায় Sony Sports 2 চ্যানেল এবং সোনি লাইভ অ্যাপে সেই মেগা ফাইনাল দেখা যাবে। যাঁদের জিয়োর সিম আছে, তাঁরা বিনামূল্যেই জিয়ো টিভি অ্যাপেই ডুরান্ড কাপের ফাইনাল দেখতে পারবেন।
আর যাঁরা সোনি লাইভ অ্যাপ থেকে ডুরান্ডের ফাইনাল দেখতে চান, তাঁদের সাবস্ক্রিপশন নিতে হবে। সোনি লাইভের মোট চারটি প্ল্যান আছে - ৫৯৯ টাকা, ৯৯৯ টাকা, ৬৯৯ টাকা এবং ২৯৯ টাকা। বিভিন্ন প্ল্যানের বিভিন্ন ভ্যালিডিটি আছে। কোন প্ল্যানের আওতায় কতগুলি ডিভাইস থেকে সোনি লাইভ খোলা যাবে, সেই সংক্রান্ত নিয়মও রয়েছে। নিজের পছন্দ মতো প্ল্যানের রিচার্জ করতে হবে। তারপর সোনি লাইভ থেকে ডুরান্ডের ফাইনাল দেখতে পারবেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।