বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > অনেক বেশি টাকার টিম করেও হারছে মোহনবাগান, লাগাতার অপরাজিত ইস্টবেঙ্গল, দুই প্রধানের চলতি মরশুমের রিপোর্ট কার্ড

অনেক বেশি টাকার টিম করেও হারছে মোহনবাগান, লাগাতার অপরাজিত ইস্টবেঙ্গল, দুই প্রধানের চলতি মরশুমের রিপোর্ট কার্ড

ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান! এগিয়ে কারা? (ছবি-টুইটার)

চলতি মরশুমে কারা ভালো দল গড়েছে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? এর উত্তরে সকলেই এক কথায় বলবে অবশ্যই মোহনবাগান। খাতায় কলমে এগিয়ে রয়েছে তারা। তবে এখন প্রশ্ন হল এখনও পর্যন্ত চলতি মরশুমে সফল দল কোনটি। এর উত্তরে মিশ্র প্রতিক্রিয়া আসতেই পারে।

চলতি মরশুমে কারা ভালো দল গড়েছে, ইস্টবেঙ্গল নাকি মোহনবাগান? এর উত্তরে সকলেই এক কথায় বলবে অবশ্যই মোহনবাগান। খাতায় কলমে এগিয়ে রয়েছে তারা। তবে এখন প্রশ্ন হল এখনও পর্যন্ত চলতি মরশুমে সফল দল কোনটি। এর উত্তরে মিশ্র প্রতিক্রিয়া আসতেই পারে। বাগান সমর্থকরা সবুজ মেরুনকে এগিয়ে রাখলেও এখানে খাতায় কলমে অবশ্য এখনও পর্যন্ত এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। এর কারণ কলকাতা লিগ, ডুরান্ড কাপ।

একদিকে যেখানে মোহনবাগান কলকাতা লিগ, ডুরান্ড কাপের সঙ্গে এএফসি কাপের লড়াই চালাচ্ছে, সেখানে ইস্টবেঙ্গল কলকাতা লিগ, ডুরান্ড কাপের জন্য লড়াই চালাচ্ছে। এখনও পর্যন্ত চলতি মরশুমে জয়ের নিরিখে মোহনবাগানের থেকে এগিয়ে রয়েছে ইস্টবেঙ্গল। কারণ ডুরান্ড থেকে কলকাতা লিগ, সব মিলিয়ে চলতি মরশুমে এখনও অপরাজিত ইস্টবেঙ্গল। ডুরান্ডে এখনও তিনটি ম্যাচ খেলেছে তারা। লাল হলুদ বাহিনী তিনটের মধ্যে দুটি ম্যাচ জিতেছে এবং একটি ম্যাচ ড্র করেছে। ফলে ডুরান্ড কাপে তিন ম্য়াচে সাত পয়েন্ট নিয়ে নিজেদের গ্রুপে শীর্ষে রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগান ডুরান্ড কাপের তিম ম্যাচে দুটি ম্যাচ জিতলেও একটি ম্যাচ হেরেছে এবং গ্রুপে দ্বিতীয় হয়ে নক আউটে পৌঁছে গিয়েছে ফেরান্দোর ছেলেরা।

এরমাঝেই এবার রয়েছে কলকাতা লিগের কথা। সাদার্ন সমিতির বিরুদ্ধে হারের পর সুপার সিক্সে যাওয়ার রাস্তা বেশ কঠিন হয়ে গেছে মোহনবাগানের সামনে। এখনও হাতে তিনটি ম্যাচ রয়েছে। সুপার সিক্সে যেতে হলে তিন ম্যাচই জিততে হবে সবুজ মেরুনকে। সাদার্নের বিরুদ্ধে ম্যাচ হারের পর তা মেনে নিয়েছেন বাগান কোচ। কলকাতা লিগে এখনও পর্যন্ত ৯ ম্যাচে ছটিতে জিতে ও ২টি ম্যাচে ড্র করে পয়েন্ট নষ্ট করেছে মোহনবাগান। এর মাঝেই হেরেছে একটি ম্যাচে। ফলে চলতি মরশুমে কলকাতা লিগেও একটি ম্য়াচে হেরেছে মোহনবাগান। এর মাঝেই অবশ্য এএফসি কাপের ম্যাচ খেলেছে মোহনবাগান। এএফসি কাপের সাউথ জোনের বাছাই পর্বের প্রথম ম্যাচে নেপালের মাচিন্দ্রা এফসিকে ৩-১ ব্যবধানে হারিয়েছে মোহনবাগান।

এরমাঝেই একটি তথ্য সামনে এসেছে যেখানে শেষ ১৬টি ম্যাচ এখনও অপরাজিত রয়েছে ইস্টবেঙ্গল। অন্যদিকে মোহনবাগান নিজেদের শেষ চারটি ম্যাচের মধ্যে দুটি ম্যাচে হেরেছে। যারমধ্যে একটি ডুরান্ড কাপ ও একটি কলকাতা লিগের ম্যাচে হয়েছে। এখন প্রশ্ন হল তাহলে কি এবারের ইস্টবেঙ্গল দল লাল হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারবে? এর উত্তর অবশ্য আগামীতে জানা যাবে। ডুরান্ড কাপের নক আউট পর্ব ও আইএসএল শুরু হলেই বোঝা যাবে। তবে তার আগে কলকাতা লিগেও এর উত্তর পাওয়া যেতে পারে। তবে এএফসি কাপে বাংলাদেশের আবাহনী ক্লাবের বিরুদ্ধে কেমন খেলে তার মাধ্যমেও এর উত্তর পাওয়া যাবে। তবে এই মুহূর্তে মরশুমের প্রথম ডার্বি জিতে যে ইস্টবেঙ্গলের আত্মবিশ্বাস অনেকটাই তুঙ্গে সেটা বলাই যায়। তবে ইস্টবেঙ্গলকে এই ধারাবাহিকতাটা ধরে রাখতে হবে।

Haryana and JNK Election Haryana and JNK Election

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

এক ‘ঘায়ে’ কুপোকাত গুন্ডা! রতন টাটার মতো সাহসী আর বীর শিল্পপতি কমই এসেছেন বসন্ত এসেছিল তাঁর জীবনেও, ৪ বার বিয়ে ভেস্তে যায় রতন টাটার! কে ছিলেন প্রেমিকা ‘সমাজের অপূরণীয় ক্ষতি হল’, ‘ভালো মানুষ’ রতন টাটার প্রয়াণে শোকস্তব্ধ মোদী ও মমতা প্রয়াত রতন টাটা! তাঁর সম্পর্কে এই ১০টি তথ্য জানলে শ্রদ্ধা অনেকটাই বেড়ে যাবে যুগের অবসান কর্পোরেট জগতে, প্রয়াত রতন টাটা, চিরকাল থেকে যাবেন ‘রতন’ হয়েই ‘এই প্রথম দুর্গাপূজা.... ষষ্ঠীর দিন নতুন জামা পরলাম না’, কথা রাখলেন সুদীপ্তা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করে পয়েন্ট তালিকার সেরা দুইয়ে ভারত, চওড়া হল সেমির রাস্তা ৬১-তে পা দিলেন শিলাজিৎ, হইচই করে জন্মদিন পালন ৬৫-তে এসে চতুর্থবার বিয়ের পিঁড়িতে সঞ্জয় দত্ত, মান্য়তাকে 'ভুলে' কার হাত ধরলেন? আজ থেকে বক্রী গুরু, ভাগ্য হবে বিমুখ, ৪ রাশির এই ১১৯ দিন কাটবে দুঃস্বপ্নের মতো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.