বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > East Bengal Transfer News: রক্ষণ আরও শক্তিশালী হল লাল-হলুদের, জর্ডন, পারদোর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল ইস্টবেঙ্গল

East Bengal Transfer News: রক্ষণ আরও শক্তিশালী হল লাল-হলুদের, জর্ডন, পারদোর নাম আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করল ইস্টবেঙ্গল

ইস্টবেঙ্গলে সই করলেন দুই বিদেশি ডিফেন্ডার জোস আন্তোনিয়ো পারদো লুকাস এবং জর্ডন এলসে।

পারদো স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন। লা লিগা টু-এ ৭০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। জর্ডন এলসের আবার মোহনবাগানের অজি বিশ্বকাপার কামিন্সের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শেই এই দুই ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল।

আগে থেকেই জল্পনা ছিল। শিলমোহরও আগেই পড়ে গিয়েছিল। শনিবার সকালে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করা হল দুই তারকা বিদেশি ডিফেন্ডারের নাম। স্পেনের জোস আন্তোনিয়ো পারদো লুকাস এবং অস্ট্রেলিয়ার জর্ডন এলসের নাম শেষমেশ লাল-হলুদের তরফে ঘোষণা করা হল। পারদো স্পেনের একাধিক ক্লাবে খেলেছেন। লা লিগা টু-এ ৭০টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। জর্ডন এলসের আবার মোহনবাগানের অজি বিশ্বকাপার কামিন্সের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা রয়েছে। কোচ কার্লেস কুয়াদ্রাতের পরামর্শেই এই দুই ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল।

মোহনবাগানের বড় নামের পাশে এবার থমকে যেতে রাজি নয় ইস্টবেঙ্গলও। গত চার বছর ধরে কলকাতা ডার্বি হারের চাকা এবার ঘোরাতে মরিয়া লাল হলুদ। সেই সঙ্গে আইএসএলের ব্যর্থতা কাটাতে মুখিয়ে রয়েছে তারা। যে কোনও মূল্যে এবার সমর্থকদের ভালো ফল উপহার দিতে চায় মশাল ব্রিগেড। আর বাগানের শক্তিশালী ফরোয়ার্ড-লাইনকে আটকাতে বুনো তেতুঁল নিয়ে চলে এল লাল-হলুদ ব্রিগেড।

অজি তারকা সেন্ট্রাল ব্যাক জর্ডন এলসে গত গত বছর খেলেছিলেন পার্থ গ্লোরিতে। এর আগে এ লিগের ক্লাব অ্যাডিলেড ইউনাইটেডের হয়ে ১২৪টি ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তাঁর। নিউ ক্যাসল জেটস-এর হয়ে ৩৪টি ম্যাচ খেলেন তিনি। এবার ইস্টবেঙ্গলে খেলতে আসছেন জর্ডন। বাগানের বিশ্বকাপার কামিন্সের বিরুদ্ধেও খেলার অভিজ্ঞতা রয়েছে জর্ডন এলসের।

২৯ বছরের তারকার উত্থান অ্যাডিলেড ইউনাইটেডের যুব দল থেকে। যুব দলের সঙ্গে চুক্তিবদ্ধ থাকার সময়েই লোনে পারা নাইট হিলসের জার্সিতে সিনিয়র পর্যায়ে অভিষেক ঘটে। জানা গিয়েছে, হয়তো কয়েক দিনের মধ্যেই সরকারি ভাবে জর্ডনের নাম ঘোষণা করা হবে ইস্টবেঙ্গলের তরফে। জানা গিয়েছে, অস্ট্রেলিয়ান ডিফেন্ডার ভিসার আবেদনও করে দিয়েছেন।

আরও পড়ুন: গর্ভবতী স্ত্রীর পাশে থাকতে পারবেন সুনীল, ছুটি মঞ্জুর করে দিলেন স্নেহবৎসল ইগর

স্পেনের জোস আন্তোনিয়ো পারদো লুকাসের উত্থান আবার স্পেনের ভিয়ারিয়াল এবং ভ্যালেন্সিয়ার যুব ফুটবল টিম থেকে। গত মরশুমে খেলেছেন এলডেনসের হয়ে। চলতি বছরের জুন মাসে ৬১ বছর পর দলটিকে তৃতীয় ডিভিশন থেকে দ্বিতীয় ডিভিশনে তুলে আনতে সাহায্য করেছেন।

আরও পড়ুন: কোলাসোর সঙ্গে চুক্তি হয়ে গিয়েছে ওড়িশার, বড় অঙ্কের ট্রান্সফার-ফি পাচ্ছে বাগান- রিপোর্ট

৩৫ বছরের পারদোকে মূলত ইভান গঞ্জালেসের পরিবর্ত হিসেবেই নেওয়া হচ্ছে। প্রসঙ্গত, এই মরশুমে ইভানকে ছেড়ে দেওয়া হয়েছে। ৩৫ বছরের এই ডিফেন্ডার বর্তমানে ফ্রি এজেন্ট ছিল। ফলে তাঁকে সই করাতে খুব একটা সমস্যা হয়নি ইস্টবেঙ্গলের। তিনি ক্লাব ফুটবল ক্যারিয়ারে মোট ৩৭৪টি ম্যাচ খেলেছেন। ফলে তাঁর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে বাজিমাত করতে চায় লাল-হলুদ। এঁদের বাইরে লাল-হলুদে যোগ দিয়েছেন স্প্যানিশ জুটি স্ট্রাইকার সিভেরিও এবং মিডফিল্ডার ক্রেসপো। তাই এই মরশুমে ইস্টবেঙ্গলও কিন্তু ধামাকাদার প্রত্যাবর্তনের জন্য মুখিয়ে রয়েছে। এবার শেয়ানে শেয়ানে লড়াই করবে লাল-হলুদ।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

নিয়োগ দুর্নীতির পর্দাফাঁস হবে অবশেষে? CBI-এর হাতে 'অযোগ্যদের তালিকা', SSC-র ইমেল ‘নাগরিক সমাজ আমার সঙ্গে আছে’, ক্যানসার আক্রান্ত শিক্ষিকার বাড়ি গেলেন রাজ্যপাল ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিলেও রেহাই পাবেন না বোলাররা, বড় বার্তা পন্টিংয়ের ইরফান-পুত্রের বিচ্ছেদের জল্পনা! বাবিল আবার লিখলেন, ‘আমাকে এভাবেই বড় করা হয়েছে…’ ভোটের সাতকাহন- ও কিছুই জানে না, মেকআপ দিয়ে মেকওভার হয় না, রচনাকে বার্তা লকেটের চাবাহার নিয়ে ভারতকে 'নিষেধাজ্ঞা জুজু' দেখাল USA, জবাবে মুখ খুললেন জয়শংকর কংগ্রেসে যোগ দিলেন বিজেপি MP জয়ন্তের পুত্র আরিশ, অস্বীকার করলেন দাদু যশবন্ত প্রচারে বেরিয়ে বিয়ের প্রস্তাব পেলেন দেবাংশু, শুনে কী বললেন তৃণমূল প্রার্থী? আইপিএলের ম্যাচেই মধুরেণ সমাপয়েৎ, লোকেশ রাহুলের দুরন্ত ক্য়াচ, হাততালি LSG মালিকের বাংলাদেশ সিরিজে দুরন্ত পারফরম্যান্স, আইসিসির ক্রমতালিকায় উন্নতি হরমনপ্রীত-রিচার

Latest IPL News

ইমপ্যাক্ট প্লেয়ার নিয়ম তুলে দিলেও রেহাই পাবেন না বোলাররা, বড় বার্তা পন্টিংয়ের আইপিএলের ম্যাচেই মধুরেণ সমাপয়েৎ, লোকেশ রাহুলের দুরন্ত ক্য়াচ, হাততালি LSG মালিকের IPL 2024-আগামী বছরই নিলামে ঝড় তুলবেন, অজি তারকাকে নিয়ে আগাম বার্তা মহারাজের IPL-অরেঞ্জ ক্যাপের দৌড়ে শীর্ষে বিরাট, পার্পল ক্যাপে বুমরাহ,তবে আজই হতে পারে বদল অধিনায়কত্ব নিয়ে তুলোধনা গৌতির , প্রাক্তন অধিনায়ক স্বীকার করলেন নিজের ব্যর্থতা ঝোড়ো হাফ-সেঞ্চুরি বাংলার অভিষেকের, লখনউকে হারিয়ে লিগের অভিযান শেষ দিল্লির রাহুলের উপরে কি রেগে গিয়েছিলেন গোয়েঙ্কা? মুখ খুললেন LSG কোচ, সামনে এল আসল কারণ হার্দিকের সমর্থনে গম্ভীর, কার্যত ব্যক্তিগত আক্রমণ করলেন পিটারসেন ও এবিডি-কে আপনাকে মধ্যমা দেখাতে পারব না, হঠাৎ কেন হর্ষ ভোগলেকে এই কথা বললেন নীতীশ রানা দেখছি-আসছি-চাপ নেই: একাধিক বাংলা শব্দ বলে KKR ভক্তদের মন জিতলেন ফিল সল্ট

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.