আইএসএল-এর ইতিহাসে প্রথমবার ইস্টবেঙ্গলকে হারাল চেন্নাইয়িন এফসি। যুবভারতীতে ভাফার গোলে ১-০ ব্যবধানে জিতল চেন্নাইয়িন এফসি।
ইস্টবেঙ্গলকে প্রথমবার হারাল চেন্নাইয়িন
ইতিহাস তৈরি করল ভাফা। তাঁর করা গোলে ইস্টবেঙ্গলকে ১-০ ব্যবধানে হারাল চেন্নাইয়িন এফসি।
৯০ মিনিট- ইস্টবেঙ্গল:০-চেন্নাইয়িন:১
পাঁচ মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। এখন দেখার এই পাঁচ মিনিটে কী হয়।
চেষ্টা চালাচ্ছেন ক্লেটন
ইস্টবেঙ্গলের হয়ে বারবার ক্লেটন আক্রমণ চালাচ্ছেন।
৮৭ মিনিট- ইস্টবেঙ্গল:০-চেন্নাইয়িন:১
হাতে আর তিন মিনিট রয়েছে, ইস্টবেঙ্গল কি গোল শোধ করতে পারবে। নাকি এটিকে মোহনবাগানের পরে ইস্টবেঙ্গলকের বিরুদ্ধেও জিতবে চেন্নাইয়িন এফসি।
ইস্টবেঙ্গল কি গোল শোধ করতে পারবে?
চেন্নাইয়িন এখন এক-শূন্য গোলে এগিয়ে রয়েছে।
মাঠের বাইরে গেলেন সার্থক
সার্থক গোলুই দুটো হলু কার্ড দেখে মাঠের বাইরে গেলেন। ফলে দশ জনে খেলছে ইস্টবেঙ্গল।
দশ জনে খেলছে চেন্নাইয়িন
ভাফা গোল করার পরে হলুদ কার্ড দেখলে। দুটো হলুদ কার্ড দেখেন তিনি।
গোল…….
আকাশের কর্ণার থেকে গোল করলেন ভাফা।
আবারও মিস…
৬৭ মিনিটে আক্রমণ করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু ক্লেটন ভুল করে ব
বাকি আর ৩০ মিনিট
গোল
৫৯ মিনিট- ইস্টবেঙ্গল: ০, চেন্নাইয়িন এফসি: ০
৫৮ মিনিটে কিরিয়াকু সুযোগ তৈরি করেছিল। উইং প্লে দরকার, ফিনিশ করা দরকার। কমলজিৎ একটি হলুদ কার্ড দেখলেন।
মাঝ মাঠের খেলা ধরতে পারছে না ইস্টবেঙ্গল
হিমাংশু জাঙ্গ লাল হলুদ জার্সিতে নিজেকে প্রমাণ করতে চান।
৫০ মিনিট- ইস্টবেঙ্গল: ০, চেন্নাইয়িন এফসি: ০
দ্বিতীয়ার্ধের শুরু থেকে ইস্টবেঙ্গল
সুযোগ করেছিল চেন্নাইয়িন
প্রশান্ত গোলের কাছে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু ইভানের বুদ্ধিতে বিপদ মুক্ত করল ইস্টবেঙ্গল।
শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা
ইস্টবেঙ্গল দলে পরিবর্তন। মহেশ সিংকে বসিয়ে দিলেন লাল হলুদ কোচ। হিমাংশু নামলেন মাঠে।
শেষে ৪৫ মিনিটে কি গোল করতে পারবে ইস্টবেঙ্গল?
প্রথম ৪৫ মিনিট খেলার গতি থাকলেও, ম্যাচে কোনও গোল দেখতে পাওয়া যায়নি। তবে চেন্নাইয়িনের গোলের কাছে অনেকটা পৌঁছে গিয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু গোল পায়নি ক্লেটন-সুহের। ঘরের মাঠে কি তিন পয়েন্ট পাবে ইস্টবেঙ্গল!
প্রথমার্ধের খেলা শেষ
দুই দলই বেশকিছু সুয়োগ তৈরি করেছিল কিন্তু কেউই সেটাকে কাজে লাগাতে পারেনি। ফলে খেলার ফল এখনও গোলশূন্য।
৪৫ মিনিট- ইস্টবেঙ্গল: ০, চেন্নাইয়িন এফসি: ০
খেলার বিচারে চেন্নাইয়িন কিছুটা এগিয়ে থাকলেও, গোলের কাছে পৌঁছেও গোল পেল না।
৪০ মিনিট- ইস্টবেঙ্গল: ০, চেন্নাইয়িন এফসি: ০
দুটো নিশ্চিত গোল করার সুযোগ পেয়েছিল ইস্টবেঙ্গল।
আবারও মিসসসস
ক্লেটন ফাঁকা গোল মিস করেন।
৩৪ মিনিট দুরন্ত সেভ..
অনিরুদ্ধ থাপার শট দারুণ ভাবে সেভ দিলেন কমলজিৎ সিং। অনিরুদ্ধ থাপা সেই সময়ে ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু বিপদ হয়নি ইস্টবেঙ্গলের। চলতি মরশুমে ১২তম সেভ করলেন কমলজিৎ।
৩৩ মিনিট- ইস্টবেঙ্গল: ০, চেন্নাইয়িন এফসি: ০
দুই দল বেশকিছু সুযোগ তৈরি করলেও শেষ পর্যন্ত কোনও দলই সুযোগ কাজে লাগাতে পারেননি।
ইস্টবেঙ্গলের প্রতি আক্রমণ চলছে…
বারবার প্রতি আক্রমণ চালাচ্ছে ইস্টবেঙ্গল। কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কেউ।
ফ্রি কিক পেয়েছে চেন্নাইয়িন
ম্যাচের ২৯ মিনিটে চেন্নাইয়িনের ফ্রি-কিক সেখান থেকে প্রতি আক্রমণ করেছিল ইস্টবেঙ্গল। কিন্তু আক্রমণকে কাজে লাগাতে পারছেন না ভিপি সুহের।
২৫ মিনিটে কারা কতগুলো ফাউল করলেন?
এখনও পর্যন্ত চারটি ফাইল করেছে চেন্নাইয়িন, ইস্টবেঙ্গল একটি ফাউল করেছেন। ৬৬ শতাংশ বল পজিশন রয়েছে চেন্নাইয়িনের, ৩৪ শতাংশ বল দখল করে রেখেছে ইস্টবেঙ্গল।
২৩ মিনিট- ইস্টবেঙ্গল: ০, চেন্নাইয়িন এফসি: ০
ভিপি সুহের সুযোগের সদ ব্যবহার করলে হয়তো ফল অন্য হতেই পারত। কিন্তু সফল না হয়ে লাল হলুদ সমর্থকদের মুখে হাসি ফোটাতে পারলেন না সুহের।
মিসসসস…
ভিপি সুহের প্রায় ফাঁকা গোল মিস করলেন। ২১ মিনিটে সহজ সুযোগ হাতছাড়া করলেন সুহের। প্রশ্ন উঠছে সুহের কি ম্যাচ ফিট। গোলের সামনে গিয়ে দেবজিৎ-কে একা পেয়েও তিন কাঠিতে বল রাখতে পারলেন না সুহের।
১৫ মিনিট- ইস্টবেঙ্গল: ০, চেন্নাইয়িন এফসি: ০
শুরুতে ইস্টবেঙ্গল আক্রমণ চালালেও পরের দিকে ম্যাচে আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছে চেন্নাইয়িন। দুই দলই কিছু সুযোগ তৈরি করেছে, কিন্তু গোলের মুখ খুলতে পারেনি কোনও দল। কোনও দলই ম্যাচের রাশ নিজেদের হাতে নিতে পারেনি।
ইস্টবেঙ্গল রক্ষণে আক্রমণ চালাচ্ছে চেন্নাইয়িন
ম্যাচের প্রায় দশ মিনিট হয়ে গিয়েছে। বারবার ইস্টবেঙ্গলের বক্সে ঘুরে বেড়াচ্ছেন চেন্নাইয়িনের ফুটবলার। পিটার স্লিচকোভিচও সুযোগ কাজে লাগালে ফল অন্য হতে পারত।
রহিমের আক্রমণ…
ম্যাচের ৭ মিনিটের পরেই রহিম ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে পড়েছিলেন। কিন্তু অল্পের জন্য পোস্টের উপর থেকে বল বেড়িয়ে গেলেন।
আবারও ইস্টবেঙ্গলের আক্রমণ
৬ মিনিটে চেন্নাইয়িনের বক্সের বাইরে থেকে ফ্রি কিক পেয়েছিল ইস্টবেঙ্গল। কিন্তু শেষ পর্যন্ত গোলের মুখ খুলতে পারল না ইস্টবেঙ্গল।
২ মিনিটেই সুযোগ নষ্ট করল ইস্টবেঙ্গল
সুহেরের পাশ দেওয়া বল গোলে রাখতে পারলেন না দোহাটি। শুরু থেকেই ঘরের মাঠে আক্রমণ শুরু করেছে ইস্টবেঙ্গল।
শুরু হয়ে গেল ম্যাচ
ইস্টবেঙ্গল সমর্থক প্রয়াত জয় শঙ্কর সাহার উদ্দেশ্যে এক মিনিট নিরবতা পালন করে আজকের ম্যাচ শুরু হল।
এটিকে মোহনবাগানের পরে কি এবার ইস্টবেঙ্গল!
চেন্নাইন এফসি যারা সপ্তাহ তিনেক আগে সল্টলেকের যুবভারতী স্টেডিয়ামের মাঠে নেমেছিল। তারা সেই ম্যাচে হারিয়েছিল কলকাতার দল এটিকে মোহনবাগানকে। তবে সেটাই এখন পর্যন্ত চেন্নাইন এফসি-র প্রথম ও শেষ জয়। বাকি দুটি ম্যাচের একটিতে হার ও ড্রয়ের পর তারা চার পয়েন্ট নিয়ে সাত নম্বরে। শুরুটা যতটা সাড়া জাগিয়ে করেছিল জার্মান কোচ থমাস ব্রদারিচের দল, পরের দুই ম্যাচে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারেনি তারা।
মাঠে ওর্য়াম আপ করছে দুই দল
দুই দলই মাঠে নেমে গিয়েছে। খেলা শুরু হতে বাকি আর কিছুক্ষণ, ততক্ষণে ওয়ার্ম করছে দুই দলের ফুটবলাররা।
চেন্নাইন এফসি-র বিরুদ্ধে পরিকল্পনা নিয়ে কী বলেছিলেন স্টিফেন?
চার-পাঁচ নম্বর ম্যাচ খেলছি আমরা। এখন পর্যন্ত দলের পরিকল্পনা জানাইনি। ওদের দলে নারায়ণ দাস, অনিরুদ্ধ থাপার মতো কয়েকজন ভারতীয় খেলোয়াড় আছে, যাদের নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে। ভাল লাগছে, ওরা যথেষ্ট গুরুত্ব পাচ্ছে। তবে আমাদের এই ম্যাচে জিততেই হবে।
দেখে নিন চেন্নাইয়িনের একাদশ
গোলে ফিরলেন দেবজিৎ। নাসিরও দলে ফিরেছেন। এই প্রথম দলে জায়গা পেলেন সাজিদ।
দেখে নিন ইস্টবেঙ্গলের একাদশ
কমলজিৎ সিং, সার্থক গলুই, লালচুঙনুঙ্গা, ভান গঞ্জালেজ, চারালাম্বোস কিরিয়াকু, জেরি লালরিনজুয়ালা, জর্ডান ও’ডোহার্টি, মহেশ সিং নাওরেম, ক্লেটন সিলভা, সেম্বয় হাওকিপ, ভিপি সুহের
হেড টু হেডের রেকর্ড
হিরো আইএসএলে চেন্নাইন এফসি ও ইস্টবেঙ্গল এফসি-র মধ্যে অদ্ভূত একটা সম্পর্ক রয়েছে। আজ পর্যন্ত কোনও দলই একে অপরের বিরুদ্ধে জিততে পারেনি। চারবারের মুখোমুখিতে প্রতিবারই ড্র হয়েছে। দুই দলই চারটি করে গোল করেছে। শুক্রবার দুই দলের মুখোমুখিতে অন্যরকম কোনও ইতিহাস তৈরি করতে পারবে কি না, সেটাই দেখার।