বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > আমরা তেমন কোনও ভালো সুযোগ তৈরি করতে পারিনি- EB কোচ খেলায় সন্তুষ্ট হলেও, নিজেদের খামতি নিয়ে রাখঢাক করলেন না ক্লেটন সিলভা

আমরা তেমন কোনও ভালো সুযোগ তৈরি করতে পারিনি- EB কোচ খেলায় সন্তুষ্ট হলেও, নিজেদের খামতি নিয়ে রাখঢাক করলেন না ক্লেটন সিলভা

ক্লেটন সিলভা।

শনিবার পঞ্জাব এফসি-র বিরুদ্ধে গোলশূন্য ড্র হলেও, ক্লেটন সিলভারা এক পয়েন্ট পাওয়াটাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন। তবে লাল-হলুদের তারকা প্লেয়ার ক্লেটন কিন্তু নিজেদের খামতির কথা গোপন করেননি।

আগের ম্যাচে নর্থইস্ট ইউনাইটেডকে ৫-০ হারানোর পর ইস্টবেঙ্গলকে নিয়ে আশা অনেকটাই বেড়ে গিয়েছিল সমর্থকদের। কিন্তু পরের ম্যাচে পঞ্জাব এফসি-র বিরুদ্ধে আটকে গেল লাল-হলুদ। সেই ম্যাচে এক পয়েন্ট নিয়েই খুশি থাকতে হল তাদের। তবে এর পরেও ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখছেন ইস্টবেঙ্গল এফসি-র তারকা ফরোয়ার্ড ক্লেটন সিলভা।

গোলশূন্য ড্র হলেও, এক পয়েন্টকেই যে বেশি গুরুত্ব দিচ্ছেন ক্লেটন। শনিবার ম্যাচের পর indiansuperleague.com কে তিনি বলেছেন, ‘ক্লিন শিট রাখতে পারাটা তো খুবই ভালো। ভালো খেলেছি আমরা। প্রচুর লড়াই করেছি। এই ধরনের ম্যাচগুলো খুব কঠিন হয়। সবচেয়ে ইতিবাচক ব্যাপার হল, আমরা কোনও গোল খাইনি এবং প্রথম ছয়ে চলে এসেছি। এই মরশুমে এটাই তো আমাদের লক্ষ্য। তাই এই ম্যাচে আমাদের খুব একটা খারাপ কিছু হয়নি।’

আরও পড়ুন: শেষমেশ তিন পয়েন্ট হারাতে হয়নি- ১১ নম্বর দলের সঙ্গে ড্র করেও স্বস্তিতে ইস্টবেঙ্গল কোচের

সঙ্গে তিনি যোগ করেন, ‘আমাদের ইতিবাচক হওয়া উচিত। পঞ্জাবের বিরুদ্ধে আমরা এক পয়েন্ট পেয়েছি। শেষ তিন ম্যাচে কিন্তু আমরা অপরাজিত রয়েছি। লিগ টেবলে প্রথম ছয়ে চলে এসেছি। এটাই বড় কথা। পরের ম্যাচ আমাদের কাছে কঠিন হবে। মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে খেলতে হবে আমাদের। দেখা যাক কী হয়।’

তবে ক্লেটন নিজেদের খামতি প্রসঙ্গে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘আমরা এই ম্যাচে তেমন কোনও ভালো সুযোগ তৈরি করতে পারিনি। কয়েকটা ক্রস তুলেছিলাম, বিপক্ষের কাছে বিপজ্জনকও হয়ে উঠেছি। কিন্তু সত্যি বলতে বিষ্ণুর তৈরি সুযোগটা ছাড়া আর কোনও সত্যিকারের ভালো সুযোগ আমরা তৈরি করতে পারিনি। বিষ্ণু (পুথিয়া) বক্সের মধ্যে খুবই ভালো খেলেছে।’

আরও পড়ুন: ধারাবাহিকতাই নেই লাল-হলুদের, অসংখ্য গোলের সুযোগ নষ্ট করে ১১ নম্বরে থাকা পঞ্জাবের সঙ্গে ড্র করল ইস্টবেঙ্গল

এদিকে কার্লেস কুয়াদ্রাত বলেন, ‘আমার মনে হয় না আজ আমাদের কোনও সমস্যা ছিল বা আমরা খারাপ খেলেছি। আজ আমাদের প্রতিপক্ষ দুর্দান্ত রক্ষণাত্মক ফুটবল খেলেছে। আমাদের খেলোয়াড়দের আটকানোর যাবতীয় চেষ্টা ওরা করেছে। আমরা যেমন ওদের চেয়ে বেশি আক্রমণ করেছি, তেমনই ওদের বক্সে বেশি হানা দিয়েছি। কিন্তু শেষ পাস বা ক্রসের ক্ষেত্রে দুই দলই প্রায় সমান ছিল। এক্ষেত্রে আমরা কেউই ভাল কিছু করতে পারিনি।’

একাধিক আক্রমণ সত্ত্বেও গোল না পাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে কুয়াদ্রাত বলেন, ‘ওদের গোলের সামনে গিয়ে আমরা ভালো খেলতে পারিনি। গোল পেলে ম্যাচটা অন্য রকম দাঁড়াত। তবে দলের ছেলেদের চেষ্টায় আমি খুশি। আমরা যে অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিলাম না, তা আমরা বোঝাতে পেরেছি। তিন পয়েন্ট পাওয়ার জন্য যে লড়াই প্রয়োজন, তা শুরু থেকে শেষ পর্যন্ত আমরা করেছি। ফুটবলে তো গোলই আসল। সে জন্য আমরা অনেক চেষ্টা করেছি। তবে ক্লিন শিট বজায় রাখতে পেরেছি এবং তিন পয়েন্ট খোয়াইনি। গোল না পেলে গোল আটকাতে হবেই। জানুয়ারির অবকাশের আগে এখনও আমাদের সামনে ছ’পয়েন্ট অর্জন করার সুযোগ আছে। এই ছ’পয়েন্ট খুবই জরুরি। এই ভাবেই লড়ে যেতে হবে আমাদের।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

জুলাই থেকে বন্দে ভারত মেট্রোর ট্রায়াল রান, 'এমন সব জিনিস থাকবে...', জানুন ফিচার ভোটের মাঝে সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য বড় বদল, বিজ্ঞপ্তি রাজ্য অর্থ দফতরের স্পষ্ট নুসরতের বক্ষবিভাজিকা! স্ট্রেচমার্কস স্পষ্ট, কার নাম লেখালেন গোপন স্থানে মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- GT ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন একটু পরেই মাধ্যমিকের ফলপ্রকাশ! কীভাবে দেখবেন? এখানেই দেখা যাবে নিজের রেজাল্ট টুনা মাছ খাওয়া ভালো, কিন্তু অতিরিক্ত নয়! শরীরে কেমন প্রভাব পড়ে এর নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ১মে পার হয়ে গেলেও, T20 WC-এর জন্য দলই ঘোষণা করল না পাকিস্তান, কেন এমনটা করল PCB? ধনু-মকর-কুম্ভ-মীনের বৃহস্পতিবার কেমন কাটবে? জানুন রাশিফল

Latest IPL News

মায়াঙ্কের চোট নিয়ে আরও সাবধান হওয়া উচিত ছিল- GT ম্যানেজমেন্টকে একহাত নিলেন লি মাত্র ২ বল করেই চোটের কবলে চাহার, নেটপাড়ায় হলেন কটাক্ষের শিকার, প্রতিবাদী বোন নিজেদের পছন্দের ক্রিকেটার নিতেই বলির পাঁঠা করল রিঙ্কু সিংকে, বিস্ফোরক শ্রীকান্ত ভারতের বিরুদ্ধে সেঞ্চুরি করা তারকাকে স্ট্রাইকই দিলেন না ধোনি,তার পরে হাঁকালেন ছয় WC থেকে বাদ পড়া ক্রিকেটারদের নিয়ে ভারতীয় দল গড়া হলে কারা জায়গা পাবেন স্কোয়াডে? মিডল অর্ডারের ব্যর্থতাই ডোবাল চেন্নাইকে, ৭ উইকেটে জিতে অক্সিজেন পেল পঞ্জাব তোমার যখন অভিষেক হয়েছিল, ন্যাপিতে ছিলাম- অমিত মিশ্রর বয়স নিয়ে চরম কটাক্ষ রোহিতের IPL-এর বাকি ম্যাচে অনিশ্চিত মায়াঙ্ক, তবে পেতে পারেন BCCI-এর পেস বোলিং চুক্তি বোলাররাই বেকার! HT বাংলায় নিজের বানানো পিচকে সেরার তকমা ইডেনের কিউরেটরের জামাই আদর পাচ্ছেন IPL-এ, সেই ইংরেজ তারকাই কপাল পোড়াচ্ছে KKR, RR-র

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.