বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > EPL 2022: ২৭ বছর পর ভিলা পার্কে হার ম্যান ইউয়ের, চেলসিকে হারাল আর্সেনাল, জয় লিভারপুলের

EPL 2022: ২৭ বছর পর ভিলা পার্কে হার ম্যান ইউয়ের, চেলসিকে হারাল আর্সেনাল, জয় লিভারপুলের

হতাশ ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। (ছবি সৌজন্যে রয়টার্স)

EPL 2022: ভিলা পার্কে লজ্জার মুখে পড়তে হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। হেরে যায় ৩-১ গোলে। তারইমধ্যে জিতে গিয়েছে আর্সেনাল এবং লিভারপুর। হেরেছে চেলসি এবং টটেনহ্যাম।

সেই ১৯৯৫ সালের পর আবার ভিলা পার্কে অ্যাস্টন ভিলার কাছে হারল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ৩-১ গোলে লজ্জার হার হজম করতে হয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোদের। তারইমধ্যে লন্ডন ডার্বিতে চেলসিকে ১-০ গোলে হারিয়েছে আর্সেনাল। টটেনহ্যামকে ২-১ গোলে হারিয়েছে লিভারপুল।

রবিবার ভিলা পার্কে লজ্জার মুখে পড়তে হয় ম্যাঞ্চেস্টার ইউনাইটেডকে। হেরে যায় ৩-১ গোলে। ভিলার হয়ে গোল করেন ব্যালি, ডিগনে এবং র‌্যামসে। ম্যান ইউয়ের একমাত্র গোলটিও আসে র‌্যামসের আত্মঘাতী গোলের সৌজন্যে। রোনাল্ডোদের পারফরম্যান্স এতটাই খারাপ ছিল যে ১৯৯৫ সালের পর ভিলা পার্কে এই প্রথম হারছে ম্যান ইউ। 

এরিক টেন হ্যাগের অপরাজিত পাঁচটি প্রিমিয়ার লিগ ম্যাচের দৌড়ে ইতি টানে অ্যাস্টন ভিলা। রোনাল্ডোর অধিনায়কত্বে মাঠে নামেন ম্যান ইউ। কয়েকজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে মাঠে দেখা যায়নি। মাঠে ছিলেন না ব্রুনো ফার্নান্দেজ। ভিলার হয়ে লিওন ব্যালে দারুণ খেলেন। ক্রমাগত আক্রমণ বিপর্যস্ত করে তোলেন রেড ডেভিলসকে। অ্যাস্টন ভিলার হয়ে সাত মিনিটে গোল করেন ব্যালি। ১১ মিনিটে গোল করেন ডিগনে এবং ৪৯ মিনিটে গোল করেন র‌্যামসে। তারইমধ্যে ৪৫ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন র‌্যামসে।

অন্যদিকে, চেলসিকে ১-০ গোলে হারিয়ে দেয় আর্সেনাল। ৬৩ মিনিটে ম্যাচের একমাত্র গোল করেন গ্যাব্রিয়াল। অপর ডার্বিতে মহম্মদ সালাহের জোড়া গোলে টটেনহ্যামকে হারিয়ে দিয়েছে লিভারপুরল। ১১ মিনিট এবং ৪০ মিনিটে গোল করেন লিভারপুলের তারকা। ৭০ মিনিটে গোল করলেও টটেনহ্যামকে রক্ষা করতে পারেননি হ্যারি কেন।

সাউথহ্যাম্পটনের বিরুদ্ধে আবার সহজ জয় পেয়েছে নিউক্যাসেল ইউনাইটেড। জয় এসেছে ৪-১ গোলে। নিউক্যাসেলের হয়ে গোল করেন আলমিরন, উয়ুড, উইলক এবং গুইমারেজ। ৩৫ মিনিটে গোল করেন আলমিরন। ৫৮ মিনিটে উয়ুড, ৬২ মিনিটে উইলক, ৯১ মিনিটে গুইমারেজ। সাউথহ্যাম্পটনের হয়ে একমাত্র গোল করেন পেরোড। আবার পিছিয়ে পড়েও ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে ২-১ গোলে জিতেছে ক্রিস্টাল প্যালেস। ওয়েস্ট হ্যামের হয়ে ২০ মিনিটে গোল করেন বেনরাহামা। ৪১ মিনিটে গোল করেন জাহা এবং ৯৪ মিনিটে গোল করেন ওলিসে।

বন্ধ করুন