নেদারল্যান্ডসের বিরুদ্ধে আদৌ কি খেলবেন অ্যাঞ্জেল ডি মারিয়া? এই প্রশ্ন আর্জেন্তিনার কোচ স্কালোনিকে ছুঁড়ে দিয়েছেন অনেকেই। তবে ডি মারিয়াকে নিয়ে ধীরে চলো নীতি নিয়েছে আর্জেন্তিনা শিবির। নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে নামার আগে স্কালোনি বলেন, 'সব দলের ফুটবলারদের মধ্যে কোনও না কোনও চোট রয়েছে। লম্বা টুর্নামেন্টে এটা হতেই পারে। আমাদের শিবিরেও হয়েছে। তবে সবাই জানতে চাইছে ডি মারিয়ার কথা। আমি বলব, আগের থেকে ও এখন অনেক ভালো আছে। তবে নেদারল্যান্ডসের বিরুদ্ধে খেলতে পারবে কিনা সেটা এখনই বলা সম্ভব নয়। ফিটনেস দেখে সিদ্ধান্ত নেওয়া হবে।'
বৃহস্পতিবার মেসিদের ক্লোজ ডোর অনুশীলন করান স্কালোনি। অনুশীলন শেষে বেরিয়ে এসে মেসিদের হেডস্যার বলেন, 'নেদারল্যান্ডস কঠিন প্রতিপক্ষ। কে ফেভারিট তা বলা উচিত নয়। অনেকেই বলবে বিপক্ষের থেকে আমরা অনেকটাই এগিয়ে রয়েছি। আমি একেবারেই মানতে চাই না। ফুটবল এমন একটা খেলা যেখানে যা কিছু হতে পারে। ফলে আমাদের বুঝেশুনে এগোতে হবে।'
নক আউটে একাধিক ম্যাচ পেনাল্টি শুট আউটে গিয়ে ফলাফল হয়েছে। এ প্রসঙ্গে স্ক্যালোনি বলেন, 'নক আউট এমন একটা পর্যায়, যেখানে কেউ এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। দুই দলই জিততে চাইবে। ফলে অতিরিক্ত সময় খেলা গড়াতেই পারে। ১২০ মিনিট খেলে যাওয়া ফুটবলাদের কাছে সত্যিই কঠিন কাজ। তবে আমরা চাইব নির্ধারিত সময়ের মধ্যেই নিজেদের ফলাফল গুছিয়ে নিতে। ডাচদের বিরুদ্ধে উপভোগ্য ম্যাচ হতে চলেছে।'