HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > FIFA World Cup 2022 Quarter-final: মরক্কোর বিরুদ্ধে অপরিবর্তিত একাদশই রাখছেন স্যান্টোস, ফের রিজার্ভ বেঞ্চে রোনাল্ডো

FIFA World Cup 2022 Quarter-final: মরক্কোর বিরুদ্ধে অপরিবর্তিত একাদশই রাখছেন স্যান্টোস, ফের রিজার্ভ বেঞ্চে রোনাল্ডো

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোকে ছাড়াই যে ভাবে আক্রমণাত্মক মেজাজে খেলেছে পর্তুগাল, সেই ছন্দটা নষ্ট করতে চাইছেন না স্যান্টোস। মরক্কোর বিরুদ্ধেও প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান তিনি। যে কারণে তরুণ ফুটবলারদের নামিয়ে শুরুতে গোল তুলে নিতে চাইছেন পর্তুগাল কোচ।

কোয়ার্টার ফাইনালেও প্রথম একাদশে নেই রোনাল্ডো।

শুক্রবার মরক্কোর বিরুদ্ধে ম্যাচের প্রথম একাদশ অপরিবর্তিত রেখেছেন পর্তুগাল কোচ ফার্নান্দো স্যান্টোস। যার জেরে শেষ আটের লড়াইয়েও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর জায়গা হচ্ছে রিজার্ভ বেঞ্চে। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে যে ১১ জন শুরু করেছিলেন, মরক্কোর বিরুদ্ধে তাঁরাই শুরু করতে চলেছেন।

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোর জায়গায় তরুণ গনসালো রামোসকে খেলিয়েছিলেন ফার্নান্দো স্যান্টোস। আর বিশ্বকাপের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিক করে চমকে দেন তিনি। শেষ আটের লড়াইয়ে তাই রামোসকে বাইরে রাখার কোনও প্রশ্নই উঠছে না। আর সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে রোনাল্ডোকে ছাড়াই যে ভাবে আক্রমণাত্মক মেজাজে খেলেছে পর্তুগাল, সেই ছন্দটা নষ্ট করতে চাইছেন না স্যান্টোস।

মরক্কোর বিরুদ্ধেও প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলাতে চান তিনি। যে কারণে তরুণ ফুটবলারদের নামিয়ে শুরুতে গোল তুলে নিতে চাইছেন স্যান্টোস। আর তাই রোনাল্ডোর ফের জায়গা হয়েছে রিজার্ভ বেঞ্চে। অবশ্য পরিবর্তে নামবেন সিআরসেভেন।

আরও পড়ুন: রিজার্ভ বেঞ্চে থাকাটা মোটেও ভালো ভাবে নেয়নি রোনাল্ডো- মেনে নিলেন পর্তুগালের কোচ

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে পর্তুগাল ৬-১ জেতে। যার মধ্যে একটি গোলও রোনাল্ডো করেননি। স্বাভাবিক ভাবেই রোনাল্ডোকে ছাড়াই আত্মনির্ভর দেখিয়েছে পর্তুগালকে। এ দিকে সুইৎজারল্যান্ড ম্যাচে তাঁকে প্রথম একাদশে না রাখার জন্য, রোনাল্ডো নাকি দল ছেড়ে দেশে ফেরার বিমান ধরতে চেয়েছিলেন, সেই খবরের সত্যতা অবশ্য স্বীকার করেননি স্যান্টোস।

তিনি উল্টে বলেছেন, ‘রোনাল্ডো আমাকে কোনও দিন বলেনি যে ও দল ছেড়ে দেশে ফিরতে চায়। এ বার আমাদের এই নিয়ে কথা বলা বন্ধ করতে হবে। দয়া করে ওকে একা ছেড়ে দিন। রোনাল্ডো পর্তুগালের ফুটবলের জন্য কী করেছে সেটা মনে রাখুন।’

এ দিকে প্রথম একাদশে যে রোনাল্ডোকে রাখা হবে না, সেই বিষয়ে নাকি তারকা ফুটবলারকে আগে থেকেই জানিয়ে দিয়েছিলেন স্যান্টোস। তিনি বলেছেন, ‘ম্যাচের আগে আমাদের কথা হয়েছিল। এমন নয় যে, প্রথম একাদশের বাইরে থাকা সব ফুটবলারের সঙ্গে কথা বলি। কিন্তু রোনাল্ডো দলের অধিনায়ক। তাই ম্যাচের আগে ওকে ডেকে আমার পরিকল্পনার কথা বলেছিলাম। প্রথমে ওর খারাপ লেগেছিল। কিন্তু পরে দলের স্বার্থে আমার সিদ্ধান্ত মেনে নিয়েছিল। আমাদের মধ্যে কোনও সমস্যা হয়নি।’

আরও পড়ুন: মেসি-ম্যাজিক আর টিমগেম- দুইয়ের যুগলবন্দিতে স্বপ্ন সাজাচ্ছে আর্জেন্তিনা

তবে মরক্কো যে ভাবে স্পেনকে আটকে দিয়েছে, তাতে কিন্তু চাপে থাকতে হবে পর্তুগালকে। শুরুতে গোল তুলতে না পারলে চাপ বাড়তে থাকবে। কারণ মরক্কো যেটা করছে, সেটা হল নিজেদের বক্সে বুটের জঙ্গল তৈরি করে বিপক্ষের গোলমুখ আটকাচ্ছে। সেই সঙ্গে কাউন্টার অ্যাটাকে উঠে গোলের চেষ্টা করছে। আবার ডিফেন্স সামলাতে যখন তারা নামছে, খুব দ্রুত নেমে আসছে। মাঠে প্রচুর পরিশ্রম করছে মরক্কো। অন্তত স্পেনের বিরুদ্ধে ম্যাচে তাই দেখা গিয়েছে।

তাই মরক্কোর বিরুদ্ধে ম্যাচে দলে এমন একজন প্লেয়ার থাকা দরকার, যার ব্যক্তিগত নৈপুণ্য রয়েছে। যেমনটা রয়েছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর। তাই এই ম্যাচে তাঁকে কতক্ষণ বেঞ্চে বসিয়ে রাখাটা সম্ভব হবে, সেটা নিয়ে জল্পনা রয়েই যাচ্ছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড ‘ইশক মুঝে ভি…’! ৮ মাসের মেয়ের মৃত্যু, কবে আসবে কাবো-পূজার দ্বিতীয় সন্তান? ১১ দেশের প্রথম বোলার যাঁরা IPL-এর এক ম্যাচে ৪ উইকেট নিয়েছেন হতে পারে BCCI-ECB বোঝাপড়া, সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না মেয়র নির্বাচনে লেবার পার্টির জয়জয়কার! ধাক্কা ব্রিটেনের PM ঋষি সুনাকের শিবিরে দীপ্সিতা বিয়ে করেছে? আমি করেছি, তাই আমাকে ভোট দিন, বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় রামলালা যতটা গুরুত্ব পান, মা সরস্বতীও যেন পান, আদর্শ 'দেশ' হয়ে উঠুক আমার ভারত বিয়ের আগে চুপি চুপি ডিনার ডেট, এক প্লেট থেকেই খাবার খেলেন আদৃত-কৌশাম্বি! ঘুমিয়ে পড়েছিলেন স্টেশন মাস্টার! হর্ন বাজিয়ে জাগিয়ে আধ ঘণ্টা পর মিলল সিগনাল MLS- অবিশ্বাস্য রেকর্ড মেসির! ৫ অ্যাসিস্ট, ১ গোল, পিছিয়ে পড়েও দল জিতল ৬-২ গোলে

Latest IPL News

হার্দিক-জাদেজা নয়, রোহিতের পর ভারত অধিনায়ক হিসেবে শ্রেয়সকে চেয়েছিল বোর্ড হতে পারে BCCI-ECB বোঝাপড়া, সল্টের প্লে-অফ খেলার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না ICC Champions Trophy 2025: PCB বড় পদক্ষেপ, এবার IPL এর সঙ্গে সরাসরি সংঘাতে PSL IPL 2024- আইপিএল থেকেই ছিটকে গেলেন এলএসজির তারকা পেসার, জানালেন কোচ ল্যাঙ্গার IPl-এর ইতিহাসে সবচেয়ে ওভাররেটেড প্লেয়ার ম্যাক্সওয়েল- পার্থিবের মন্তব্যে বিতর্ক তাহলে কি সব দোষ ধারাভাষ্যকারদের- কোহলি ও স্টার স্পোর্টসকে একহাত নিলেন গাভাসকর অস্ট্রেলিয়ান হওয়ার পরেও ও অনেক বেশি ভারতীয়- ওয়ার্নারকে নিয়ে ফ্রেজারের দাবি সমালোচনাকে গুরুত্ব না দিলে,তার জবাব দাও কেন? ‘অন এয়ার’ কোহলিকে কটাক্ষ গাভাসকরের ওয়াংখেড়েতে কাউকে গালি দেননি, নিজের সন্তানকে রক্ষা করতেই রেগে গিয়েছিলেন শাহরুখ নারিনের বোলিং নিয়ে কিছু না বলেই কি অনেক কিছু বলে দিলেন অশ্বিন, শুরু জল্পনা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ