Delhi Premier League Match Fixing: দিল্লি প্রিমিয়ার লিগে গড়াপেটা! আরও একবার ভারতীয় ফুটবলের অন্ধকার দিকটা সকলের সামনে চলে এসেছে। এর আগে বহুবার জানা গিয়েছিল ফুটবলে গড়াপেটা হয়ে থাকে। কখনও কলকাতা ময়দান থেকে তো কখনও গোয়ার মাঠ থেকে এই গড়াপেটার শব্দটা শোনা গিয়েছিল। এবার ফুটবলের এই কালো দিকটা দিল্লি ফুটবলে দেখা গেল। দিল্লি প্রিমিয়ার লিগ ২০২৩-২৪ ম্যাচের সময় এই ঘটনাটি দেখা গিয়েছে। আহবাব এফসি এবং রেঞ্জার্স এফসির ম্যাচে ফুটবলের এই গড়াপেটার প্রশ্নটা উঠেছে।
আসলে এই ম্যাচে কিছু আবাক করা দৃশ্য দেখা গিয়েছে। এই ম্যাচের দুটো গোলের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে বেশ ভাইরাল হচ্ছে। যেখানে দেখলেই বোঝা যাবে যে এই ম্যাচটি গড়াপেটা করা হয়েছে। আসলে খেলার শেষ মিনিটে দুটি আপাতদৃষ্টিতে ইচ্ছাকৃত ওন গোল দেখা গিয়েছে। আহবাব এফসি খেলাটি ৪-০ ব্যবধানে জিতেছিল। সেই সময়ে দেখা যায় কোন এক দলের ডিফেন্ডার এবং গোলরক্ষক সন্দেহজনক আচরণ করতে শুরু করেছেন। এবং নিজেদের মধ্যে পাস খেলার আগে একজন ডিফেন্ডার তাদের নিজের জালে বল জড়ান। এটি একবার নয়, দুবার ঘটে ছিল, একবার ম্যাচের ৮৭তম মিনিটে এবং একবার ম্যাচের ৮৯তম মিনিটে হয়েছিল। ম্যাচটি ৬-০ তে আহবাব এফসি জিতে যায়। ম্যাচটি দেখেই বোঝা যাচ্ছিল আহবাব এফসি কীভাবে ম্যাচটি ৬-০ তে জেতে।। কিন্তু এই কাজটি নিশ্চিতভাবেই সমর্থকদের মনে ভারতীয় ফুটবল নিয়ে অনেক প্রশ্ন তুলেছিল। এরপরেই ম্যাচটি ফিক্সড ছিল বলে অভিযোগ করা হয়েছিল।
পঞ্জাব এফসির কর্ণধার রঞ্জিত বাজাজ তাঁর এক্স (আগে টুইটার) অ্যাকাউন্টে কিছু ভিডিয়ো পোস্ট করেন। এই ভিডিয়োগুলিতে, রেঞ্জার্স এসসি খেলোয়াড়রদের সন্দেহজনকভাবে নিজের গোলে গোল করতে দেখা গিয়েছে। রঞ্জিত বাজাজ সহ অনেকেই অভিযোগ করেছেন যে গেমটি গড়াপেটা করা হয়েছে। রঞ্জিত বাজাজ টুইটারে গোলগুলির ভিডিয়োগুলি শেয়ার করে লিখেছেন, ‘আমি গ্যারান্টি দিতে পারি যে @FootballDelhi সিনিয়র প্রিমিয়ার বিভাগে ফিক্সিং ব্যাপকভাবে চলছে। সেজন্য আমরা এটিতে আবার খেলতে সত্য যতক্ষণ না তারা ব্যবস্থা নেয়। আমি আবারও বলছি এবং আবার- দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত লিগ- @ILeague_aiff পিছিয়ে নেই - রেফারি - দলের মালিকরা - পাঁচটি দল জড়িত এবং সমস্ত খেলোয়াড় এটি সম্পর্কে জানে - কেউ পাত্তা দেয় না।’
রঞ্জিত বাজাজ আরও লিখেছেন, ‘অনুমান করুন কে দিল্লি সকার অ্যাসোসিয়েশনের প্রধান অংশীদার- একটি বাজি সংস্থা। আমি এক মাস আগে এই সম্পর্কে টুইট করেছি কেউ আমার সঙ্গে যোগাযোগও করেনি - যারা এই ম্যাচটি দেখতে চাইবে - দয়া করে এটিকে ভাইরাল করুন - এটি আসলে আমাদের লিগের তৃতীয় বিভাগ।’
এই বিষয়ে এবার মুখ খুলেছেন সর্ব ভারতীয় ফুটবল ফেডারেশনের সভাপতি কল্যান চৌবে। তিনি নিজের ফেসবুকে লিখেছেন, ‘দিল্লি প্রিমিয়ার লিগের উপর গুরুতর সন্দেহ উত্থাপন করে, এসএম-এ প্রচারিত ভিডিয়োগুলির বিষয়ে আমাদের সচেতন করা হয়েছে। প্রাথমিকভাবে, এটা খুবই উদ্বেগজনক। বিগত কয়েক মাস ধরে আমরা সন্দেহজনক ম্যাচের বিষয়ে শক্ত প্রমাণ সংগ্রহ করছি এবং এই ধরনের ঘটনা নির্মূল করার জন্য ক্রমাগত তদন্ত করছি এফএম।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।