এ মরশুমের আইলিগের শুরুটা একেবারে দারুণভাবেই করেছিল মহামেডান এফসি। তবে যতদিন যাচ্ছে, ততই শীর্ষস্থান দখলের আশা ক্ষীণ হচ্ছে সাদা-কালো ব্রিগেডের। মঙ্গলবার (২৬ এপ্রিল), নাগাড়ে নিজেদের দ্বিতীয় ড্রয়ের ফলে শীর্ষস্থান থেকে পাঁচ পয়েন্টে পিছিয়ে রইল মহামেডান।
নৈহাটি স্টেডিয়ামে রাউন্ডগ্লাস পঞ্জাবের মুখোমুখি হয়েছিল মহামেডান এফসি। ম্যাচে দুই দুইবার লিড নিয়েও, ড্র করেই সন্তুষ্ট থাকতে হল তাদের। ২২ মিনিটে ফৈজল আলির গোলে মহামেডান প্রথমবার ম্যাচে লিড নেয়। তবে ময়দানের পরিচিত মুখ জোসেবা বেইতিয়া পেনাল্টি স্পট থেকে মাত্র দুই মিনিট পরেই পঞ্জাবকে সমতায় ফেরান। প্রথমার্ধ শেষে ১-১ স্কোরলাইনে। দ্বিতীয়ার্ধে মহামেডানের তারকা স্ট্রাইকার মার্কাস জোসেফ, ৭২ মিনিটে ফের একবার নিজের দলকে এগিয়ে দেন। তবে ৮২ মিনিটে কার্টিস গুথরাইয়ের গোলে মহামেডানের জয়ের আশা ভন্ডুল হয়ে যায়। ম্যাচ শেষ হয় ২-২ সমতায়।
বর্তমানে শীর্ষে থাকা গোকুলাম কেরালার থেকে এক ম্যাচ বেশি খেলে পাঁচ পয়েন্ট কম, ২৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে মহামেডান। কলকাতার ক্লাবের পরেই, ২৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে রাউন্ডগ্লাস পঞ্জাব এফসি। এদিনের আরেক ম্যাচে, ১০ জনে নেমে যাওয়া সত্ত্বেও রাজস্থান ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে দেয় চার্চিল ব্রাদার্স। এটি তাদের নাগাড়ে পঞ্চম জয় ছিল। এর ফলে তারা ২৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় পাঁচে রয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।