কাতারের কাছে হেরে কপাল পুড়ল ভারতের। ২০২৬ সালের বিশ্বকাপ এবং ২০২৭ সালের এশিয়ান কাপের যৌথ কোয়ালিফিকেশন পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ ‘এ’-তে দ্বিতীয় স্থান হাতছাড়া করল। নেমে গেল তিন নম্বরে। দুইয়ে উঠে এল কুয়েত। যে কুয়েতকে প্রথম ম্যাচে হারিয়েছিল ভারত। কুয়েতের থেকে ফের দুই নম্বর জায়গা দখল করে নিতে প্রায় পাঁচ মাস অপেক্ষা করতে হবে সুনীলদের। কারণ আবার আগামী বছর মার্চে ২০২৬ সালের বিশ্বকাপ এবং ২০২৭ সালের এশিয়ান কাপের যৌথ কোয়ালিফিকেশন পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ পর্যায়ের ম্যাচ হবে। সেইসময় কিছুটা ভালো খেলার চেষ্টা করবে পাকিস্তানও। প্রথম ম্যাচে হারের পরে দ্বিতীয় ম্যাচেও হেরে গিয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইনের দল। ঘরের তাজিকিস্তানের কাছে ১-৬ গোলে হেরেছে। তবে মঙ্গলবার ঘরের মাঠে এক পয়েন্ট ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। লেবাননকে ১-১ গোলে রুখে দিয়েছে। ফিফা র্যাঙ্কিং অনুযায়ী, লেবানন আপাতত ১০৪ নম্বরে আছে। সেখানে বাংলাদেশ আছে ১৮৬ নম্বরে।
গ্রুপ ‘এ’-র পয়েন্ট তালিকা
২০২৬ সালের বিশ্বকাপ এবং ২০২৭ সালের এশিয়ান কাপের যুগ্ম বাছাই-পর্বের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে ধাক্কা খেয়েছে ভারত। ঘরের মাঠে কাতারের কাছে ০-৩ গোলে হেরে গিয়েছেন সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গানরা। গ্রুপের অন্য ম্যাচে আফগানিস্তানকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে কুয়েত।
গ্রুপ ‘জি’-র পয়েন্ট তালিকা
২০২৬ সালের বিশ্বকাপের কোয়ালিফায়ার এবং ২০২৭ সালের এশিয়ান কাপের কোয়ালিফায়ারের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ 'জি'-র দ্বিতীয় ম্যাচেও হেরে গিয়েছে পাকিস্তান। তাজিকিস্তানের কাছে ১-৬ গোলে হেরেছে। গ্রুপের অন্য ম্যাচে জর্ডনকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে সৌদি আরব।
গ্রুপ ‘আই’-র পয়েন্ট তালিকা
২০২৬ সালের বিশ্বকাপ এবং ২০২৭ সালের এশিয়ান কাপের যৌথ কোয়ালিফিকেশন পর্বের দ্বিতীয় রাউন্ডের গ্রুপ 'আই'-র দ্বিতীয় ম্যাচে ড্র করেছে বাংলাদেশ। জর্ডনের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে ভারতের পড়শি দেশ। প্যালেস্তাইনকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে অস্ট্রেলিয়া।
ভারতের পরবর্তী ম্যাচের সূচি
১) আফগানিস্তান বনাম ভারত: ২০২৪ সালের ২১ মার্চ।
২) ভারত বনাম আফগানিস্তান: ২০২৪ সালের ২৬ মার্চ।
৩) ভারত বনাম কুয়েত: ২০২৪ সালের ৬ জুন।
৪) কাতার বনাম ভারত: ২০২৪ সালের ১১ জুন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।