জ্যোতিষী বিতর্কের মধ্যেই নিজেকে ভারতীয় ফুটবলের ‘প্রকৃত যোদ্ধা’ হিসেবে তুলে ধরার চেষ্টা করলেন ইগর স্টিমাচ। সরাসরি বিষয়টি নিয়ে মুখ না খুললেও ঘুরিয়ে ভারতীয় ফুটবল দলের কোচ দাবি করলেন, তাঁকে অহেতুক ‘টার্গেট’ বা নিশানা করা হচ্ছে। তবে তাতে তিনি একেবারেই টলে যাচ্ছেন না। বরং ভারতীয় ফুটবলের উন্নতির জন্য তিনি যে স্বপ্ন দেখেছিলেন, সেই স্বপ্ন এখনও তাঁর মধ্যে ‘জীবন্ত’ আছে বলে দাবি করেছেন ক্রোয়েশিয়া ফুটবল দলের প্রাক্তন তারকা। যদিও জ্যোতিষী বিতর্ক নিয়ে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের (এআইএফএফ) তরফে এখনও মন্তব্য করা হয়নি।
মঙ্গলবার সন্ধ্যার দিকে সুনীল ছেত্রী, সন্দেশ ঝিঙ্গান, অনিরুদ্ধ থাপা, সাহাল আবদুল সামাদদের মতো তারকাদের সঙ্গে নিজের একটি ছবি পোস্ট করেন ‘হেডস্যার’ স্টিম্যাচ। যে ছবিটা ‘এডিট’ করে বানানো হয়েছে। ওই ছবির সঙ্গে ভারতীয় ফুটবল দলের কোচ লেখেন, ‘(আমি কি) টার্গেট নাকি ভারতীয় ফুটবলের উন্নতির জন্য প্রকৃত যোদ্ধা? সবাইয়ের সবকিছু সামনে নিয়ে আসার সময় আসছে।’
ভারতীয় ফুটবল দলের কোচ আরও বলেন, 'এই দেশে কারা, কতটা ফুটবল নিয়ে চিন্তিত, তা দেখার সময় আসছে। নিজের সিদ্ধান্তে উপনীত হওয়ার আগে একবার ভালো করে ভেবে নিন। আপনাদের সমর্থনের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। ভারতকে ফুটবলের দেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখেছি আমি, সেটা এখনও আমার মধ্যে জীবিত আছে।'
জ্যোতিষী বিতর্কের বিষয়টা ঠিক কী?
সর্বভারতীয় ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অনুযায়ী, ২০২২ সালে মে-জুনে এশিয়ান কাপের কোয়ালিফায়ার পর্বের ম্যাচে টিম গঠনের জন্য জ্যোতিষীর পরামর্শ নিতেন স্টিম্যাচ। কারা দলে থাকবেন, সেটার একটি তালিকা ম্যাচের আগে পাঠিয়ে দিতেন। তারপর জ্যোতিষী বলে দিতেন যে কোন খেলোয়াড় ভালো খেলবেন, কোন খেলোয়াড়ের দিন ভালো যাবে না, কারা ভালো খেললেও মাঠে আগ্রাসী থাকবেন। সেই পরামর্শ মতো নিজের দল বেছে নিতেন স্টিম্যাচ।
আরও পড়ুন: ক্লাব বনাম দেশ যুদ্ধ- সুনীল, গুরপ্রীত, সন্দেশদের ছাড়াই Asian Games-এর টিম গড়ার ভাবনা
ওই রিপোর্ট অনুযায়ী, দিল্লির ওই জ্যোতিষীর পরামর্শ মেনে চলতে গিয়ে ২০২২ সালের ১১ জুন আফগানিস্তানের বিরুদ্ধে দল নামিয়েছিলেন ভারতীয় কোচ। সেজন্য দু'জন তারকা ফুটবলারকে বসতে হয়েছিল। সেই ম্যাচের পর জ্যোতিষী মেসেজ করে জানতে চেয়েছিলেন যে তাঁর ভবিষ্যদ্বাণী মিলেছে কিনা। তাতে স্টিম্যাচ জানিয়েছিলেন যে হুবহু মিলে গিয়েছে তাঁর ভবিষ্যদ্বাণী। পরবর্তী ম্যাচের জন্যও তাঁর থেকে পরামর্শ নিয়ে টিম তৈরি করেছিলেন বলে ওই রিপোর্টে জানানো হয়েছে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।