শুভব্রত মুখার্জি
চলতি আইএসএল মরশুমটা একেবারেই ভাল যাচ্ছে না এসসি ইস্টবেঙ্গলের। আইএসএলে পয়েন্ট তালিকায় একেবারে নীচের দিকে রয়েছে দল। এখনও পর্যন্ত মাত্র একটি ম্যাচেই জয় পেয়েছে লাল-হলুদ বাহিনী। চলতি আইএসএলে লাল হলুদের আর মাত্র দু'টি ম্যাচ খেলতে বাকি রয়েছে। এমন সময়ে দাড়িয়েই বুধবার নেপালের জাতীয় দলের ডিফেন্ডার অনন্ত তামাঙ্গকে চুক্তিবদ্ধ করল এসসি ইস্টবেঙ্গল।
চলতি মরশুম শেষ হওয়া পর্যন্ত ইস্টবেঙ্গলে থাকবেন অনন্ত। নেপালের থ্রি স্টার ক্লাব থেকে তাকে সই করানো হয়েছে।২৪ বছর বয়সী অনন্ত ২০২০ সালে নেপালের এ-ডিভিশন লিগে সেরা ডিফেন্ডার নির্বাচিত হয়েছিলেন। ২০১৫ সালে ভারতের বিরুদ্ধে ম্যাচে আন্তর্জাতিক ফুটবল আঙিনায় অভিষেক হয়েছিল তাঁর। আন্তর্জাতিক মঞ্চে ইতিমধ্যেই তাঁর ৪৩টি ম্যাচ খেলা হয়ে গিয়েছে। জাতীয় দলের হয়ে তিনটি গোলও রয়েছে অনন্তর। চুক্তি প্রসঙ্গে অনন্ত জানিয়েছেন, ‘এসসি ইস্টবেঙ্গলে যোগ দিতে পেরে খুশি। ক্লাবকে সবরকমভাবে সাহায্য করতে চাই।'
প্রসঙ্গত, ২০১৫ সালে নেপালের অনুর্ধ্ব-১৯ ফুটবল দলের সহ-অধিনায়কের দায়িত্বও পালন করেছেন অনন্ত। তাঁর নেতৃত্বে নেপাল অনূর্ধ্ব-১৯ সাফ চ্যাম্পিয়নশিপ জেতার কৃতিত্ব অর্জন করেছিল। ২৮ ফেব্রুয়ারি আইএসএলে এসসি ইস্টবেঙ্গলের পরের ম্যাচ নর্থইস্ট ইউনাইটেড এফসি-র সঙ্গে। ৫ই মার্চ বেঙ্গালুরু এফসি-র বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইএসএল অভিযান শেষ হবে লাল হলুদের। এই দুই ম্যাচের একটিতেও মাঠে নামলেই প্রথম নেপালি ফুটবলার হিসাবে আইএসএল খেলার কৃতিত্ব অর্জন করবেন অন্তত।