এবারের মরশুমটা মোটেই ভালো যায়নি ইস্টবেঙ্গলের। শুধু এই মরশুম নয়, গত কয়েক মরশুম ধরেই খারাপ পারফরম্যান্স বজায় রেখেছে লাল হলুদ। দল গঠন নিয়ে ইনভেস্টরদের কাঠগড়ায় তুলেছেন ক্লাব কর্তারা। এবার ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে একটি চিঠি পাঠানো হল ইমামি ইস্টবেঙ্গল প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর আদিত্য আগারওয়াল এবং মনীশ গোয়েঙ্কার কাছে।
আগামী মরশুমের জন্য দল গোছাতে এখন নেমে পড়তে চাইছেন কর্তারা। সেই জন্য ইনভেস্টরকে লম্বা তালিকা পাঠালেন দেবব্রত সরকাররা। আগামী মরশুমে কোচ এবং ফুটবলারদের বদলে ফেলতে চাইছেন তারা। ক্লাবের কার্যকর সমিতি এবং প্রাক্তন ফুটবলারদের সঙ্গে আলোচনা করে, কোন ফুটবলারদেরকে নেওয়া উচিত তাদের একটি তালিকা পাঠানো হয়েছে। এছাড়াও ইস্টবেঙ্গল ক্লাব ইমামির কাছে ৬ জন কোচের নামও পাঠিয়েছে।
ইস্টবেঙ্গল ক্লাবের পক্ষ থেকে যে চিঠি পাঠানো হয়েছে, তাতে বলা হয়েছে, ‘এই মরশুমে ইস্টবেঙ্গল ক্লাবের পারফরম্যান্সের জন্য অনেক সদস্য ও সমর্থকদের আবাগে আঘাত হয়েছে। ক্লাবের এই ভুল সংশোধন করার জন্যই বারবার মেইল ও চিঠি পাঠিয়ে অনুরোধ করা হয়েছে। এই বিষয়কে মাথায় রেখেই ১৮ ফেব্রুয়ারি ক্লাবের সদস্যদের সঙ্গে কথা বলা হয়েছে। ক্লাবের সদস্য এবং কর্তারা মিলে বিদেশি এবং স্বদেশী ফুটবলারদের একটি তালিকা তৈরি করেছে। এছাড়াও এখানে অনুরোধ করা হয়েছে মুম্বই সিটি, হায়দরাবাদ, এটিকে মোহনবাগান ইত্যাদি দলগুলির সাথে চ্যাম্পিয়নশিপের লড়াই করার মতো শক্তিশালী দল গড়ার। এখানে যে ফুটবলারদের তালিকা তৈরি করা হয়েছে তাদের মধ্যে কিছু কিছু ফুটবলার অন্য ক্লাবের সাথে চুক্তিবদ্ধ আছে। তবে তাদের ট্রান্সফার ফি দিয়ে আনার ব্যবস্থা করতে হবে। আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি এই প্রক্রিয়া শুরু হবে।’
আইএসএলের সেমিফাইনাল এবং ফাইনাল এখনও বাকি রয়েছে। এই খেলা শেষ হওয়ার আগেই ইস্টবেঙ্গল পরের বছরের জন্য দল গোছানোর ভাবনা শুরু করে দিয়েছে। গত বছরের মতো দেরিতে দল গোছাতে রাজি নন তারা। তবে ইমামি সিদ্ধান্ত নেবে ফুটবলারদের নেওয়া বা না নেওয়া নিয়ে। তাই এখনই বলার সম্ভব নয় ইমামি ইস্টবেঙ্গলের দেওয়া তালিকা মানবে কি মানবে না।
ইস্টবেঙ্গল ক্লাবের তরফ থেকে যে ৬ জন কোচে নাম দেওয়া রয়েছে তার মধ্যে বাদ দেওয়া হয়েছে স্টিফেন কনস্ট্যান্টাইনের নাম। সূত্রের খবর, ইস্টবেঙ্গল ক্লাব অ্যান্টনিও লোপেজ হাবাস, সার্জিয় লোবেরা, ওয়ারেন জয়েস, অ্যান্তোনিয়ো কামাচো, টমাস ব্রাডরিচ এবং মানোলো মারকুয়েজের মধ্যে কাউকে আনতে চাইছে। এবারে যে ২৫ জন ফুটবলার ছিল তার মধ্যে ৯ জনকে রাখতে চাইছে পরের বছরের জন্য। বিদেশি ক্লেটন সিলভা ছাড়া আর কাউকে রাখতে চাইছে না তারা। বাকি আট জন হলেন গোলরক্ষক কমলজিৎ সিং, মহম্মদ রাকিপ, সার্থক গোলুই, নুংগা, সৌভিক, মোবাসির এবং মহেশ ও ভিপি সুহের।
সূত্রের খবর যেসব ভারতীয় ফুটবলারদের দলে নেওয়ার কথা এই চিঠিতে বলা হয়েছে তারা হলেন-অমরিন্দর সিং, ব্র্যান্ডন ফার্নান্ডেজ, আকাশ মিশ্র, অনিরুদ্ধ থাপা, শমিক মিত্র চাংতে, ঋত্বিক দাস এবং রহিম আলি।