বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: ডার্বি সবচেয়ে কঠিন ম্য়াচ- তবু ATKMB-কে হারিয়েই বাকি ব্যর্থতা ভোলাতে চান EBFC কোচ

ISL 2022-23: ডার্বি সবচেয়ে কঠিন ম্য়াচ- তবু ATKMB-কে হারিয়েই বাকি ব্যর্থতা ভোলাতে চান EBFC কোচ

আত্মবিশ্বাসী স্টিফেন কনস্ট্যান্টাইন।

আইএসএলে এখনও ডার্বি জয়ের স্বাদ পায়নি ইস্টবেঙ্গল এফসি। তবু শনিবারের মহা দ্বৈরথ নিয়ে বেশ আত্মবিশ্বাসী স্টিফেন কনস্ট্যান্টাইন। তাঁর ধারণা, সম্প্রতি তাঁর দলের যা পারফরম্যান্স এবং সারা লিগে তারা যে রকম খেলেছে, তার পরে এটিকে মোহনবাগানের টানা ডার্বি জয়ের ধারাবাহিকতায় এ বার দাঁড়ি পড়তে পারে।

প্রথমে কেরালা ব্লাস্টার্স ও পরে মুম্বই সিটি এফসি। সম্প্রতি হেভিওয়েট দুই দলের বিরুদ্ধে পাওয়া সাফল্যই লাল-হলুদ শিবিরের চেহারা অনেকটা বদলে দিয়েছে। শনিবার বহু প্রতিক্ষিত ডার্বি, যে ম্যাচে গত দুই মরশুমে, এমন কী চলতি মরশুমেও, একটিও জয় নেই ইস্টবেঙ্গলের। তবু শনিবারের মহা দ্বৈরথ নিয়ে বেশ আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল এফসি-র ব্রিটিশ কোচ স্টিফেন কনস্ট্যান্টাইন। তাঁর ধারণা, সম্প্রতি তাঁর দলের যা পারফরম্যান্স এবং সারা লিগে তারা যে রকম খেলেছে, তার পরে এটিকে মোহনবাগানের টানা ডার্বি জয়ের ধারাবাহিকতায় এ বার দাঁড়ি পড়তে পারে।

শুক্রবার সাংবাদিক বৈঠকে এসে লাল-হলুদ কোচ বলেন, ‘আইএসএলে সব ম্যাচই কঠিন। তবে ডার্বির চেয়ে কঠিন কোনও ম্যাচই নয়। দু’পক্ষের সমর্থকদেরই আকাশছোঁয়া প্রত্যাশা থাকে। এই ম্যাচের জন্য যথাসম্ভব প্রস্তুতি নিয়েছি আমরা। গত সপ্তাহে মুম্বইয়ের বিরুদ্ধে দুর্দান্ত একটা ম্যাচ খেলেছি। ওদের ঘরের মাঠে ওদের হারানো, সত্যিই দিনটা আমাদেরই ছিল। ডার্বিতেও আমরা আত্মবিশ্বাসী হয়েই নামব। তিন পয়েন্টের জন্য লড়াই করব।’

চলতি মরশুমে দলের পারফরম্যান্স নিয়ে কনস্ট্যান্টাইন বলেন, ‘মুম্বইয়ের দু'-তিন জন সেরা খেলোয়াড় সে দিন খেলেনি। তা সত্ত্বেও ওদের মাঠে ওদের হারানোটা যথেষ্ট কৃতিত্বের বলে মনে করি আমি। আমার মনে হয়, ওটা আমাদের অন্যতম সেরা পারফরম্যান্স। এই মরশুমে কয়েকটা ম্যাচের কথা যদি মনে করা যায়, যেমন গত ডার্বিতে প্রথমার্ধে আমরাই আধিপত্য বিস্তার করেছিলাম। এফসি গোয়া, ওড়িশা এফসি-র বিরুদ্ধেও দাপট দেখিয়েছিলাম আমরা। হায়দরাবাদ আমাদের বিরুদ্ধে দুই ম্যাচেই কার্যত হাঁটু গেড়ে বসে পড়েছিল। ওদের কোচই বলেছে এ কথা। আমাদের প্রচুর সমস্যা সত্ত্বেও অনেকগুলো ম্যাচেই আমরা ভালো খেলেছি। কিন্তু লোকে এগুলো মনে রাখে না।’

আরও পড়ুন: ম্যাকহিউ, হ্যামিল নেই, বৌমাস অনিশ্চিত, তবু ডার্বি জয় ছাড়া ভাবছে না ATKMB কোচ

প্রায় অভিযোগের সুরে ক্লেটন সিলভাদের কোচ বলেন, ‘যে ভাবে মাত্র ১২ জন ফুটবলার নিয়ে প্রস্তুতি শুরু করেছিলাম আমরা, তা সবাই জানে। ৪ অগস্ট যে জায়গায় ছিলাম, আর এখন কোন জায়গায় আছি আমরা, সেটা সবাইকে বুঝতে হবে। সবার চেয়ে বেশি আমি চেয়েছিলাম, দল সেরা ছয়ে থাকুক। কিন্তু সে জন্য সঠিক পরিকল্পনা এবং তা কার্যকর করা দরকার। আমি বিশ্বাস করি, সুপার কাপেও পরবর্তী মরশুমে আমরা এর চেয়ে অনেক ভালো খেলব।’

আইএসএলে টানা পাঁচ বার ডার্বিতে হেরেছে তাঁর দল। তবে এই বিষয়টাকে বেশি গুরুত্ব দিতে চান না ভারতীয় দলের প্রাক্তন কোচ। বলেন, ‘টানা পাঁচ ডার্বি হারের মধ্যে চারটি হয়েছিল জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। সেগুলো এক একটা ফ্রেন্ডলি ম্যাচের মতো ছিল। গত দু'বছরে আমরা বলয়ের মধ্যে খেলে তিনটি ম্যাচ জিতেছি। আর এ বার স্বাভাবিক পরিবেশ ও পরিস্থিতির মধ্যে খেলে ছ’টা ম্যাচ জিতেছি। এ বছর প্রথম ডার্বিতে প্রথমার্ধে আমরাই আধিপত্য বিস্তার করেছিলাম। সম্প্রতি মুম্বই ছাড়াও কেরালা ব্লাস্টার্সকে হারিয়েছি। এখন আমাদের আত্মবিশ্বাসের স্তর সঠিক জায়গায় রয়েছে। তবে আমাদের ঔদ্ধত্য নেই। কাল আমরা তিন পয়েন্টের জন্য অবশ্যই লড়ব।’

সাম্প্রতিক পারফরম্যান্স ভালো বলে শনিবারের ফুটবল-যুদ্ধে নিজেদের এগিয়ে রাখতে নারাজ কনস্ট্যান্টাইন। বলেন, ‘ডার্বিতে কেউ এগিয়ে বা পিছিয়ে থেকে নামে না। এটা এমন একটা বিশেষ ম্যাচ, যেখানে কে কী রকম ফর্মে আছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। আইএসএলে এটাই আমাদের সেরা মরশুম। আমরা যা খেলেছি, তাতে সেরা ছয়ে থাকা উচিত ছিল আমাদের। এ বছর আমরা শুধু ভিত তৈরি করেছিলাম। পরের মরশুমে এই ভিতের ওপর আমরা সাফল্যের ইমারত তৈরি করব। সে জন্য আরও খেলোয়াড় দরকার। তরুণ ও তাজা খেলোয়াড় দরকার।’

আরও পড়ুন: ISL 2022-23 ফাইনাল হবে গোয়াতেই, দিনক্ষণ জানিয়ে দিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ

শনিবারের ম্যাচে কোন বিষয়গুলি ফ্যাক্টর হয়ে উঠতে পারে, তা জানতে চাওয়া হলে কনস্ট্যান্টাইন বলেন, ‘জেতার অদম্য ইচ্ছা, প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াইয়ের ক্ষমতা এগুলোই এই ম্যাচে বেশি গুরুত্বপূর্ণ। এগুলোই দুই দলের মধ্যে ফারাক গড়ে দেয়। যে লিগ টেবলের যেখানেই থাকুক না কেন, তাতে কিছু এসে যায় না। একটা ডার্বি জয়ের গৌরব, যা নিয়ে তার পরের দু'-তিন মাস পর্যন্ত চর্চা চলে, তা অনন্য। আমরা সেই চেষ্টাই করব।’

এটিকে মোহনবাগানের তিন বিদেশি হুগো বৌমাস ও কার্ল ম্যাকহিউ এই ডার্বিতে অনিশ্চিত। কার্ড সমস্যার জন্য নেই ব্রেন্ডন হ্যামিলও। তবে এ সব খবরে খুব একটা আগ্রহী নেই বলেই জানান লাল-হলুদ শিবিরের হেডস্যার। সাফ জানিয়ে দেন, ‘প্রতিপক্ষের কোনও খেলোয়াড় খেলবে বা খেলবে না, এই নিয়ে আমার কোনও আগ্রহ নেই। আমাদের কে কে খেলছে আর আমরা কতটা প্রস্তুত, এই নিয়েই আমাদের আগ্রহ বেশি। এটিকে মোহনবাগান প্লে অফে জায়গা করে নিয়েছে, সে জন্য ওদের অভিনন্দন। কিন্তু ওরা কাদের কাদের খেলাবে না, তার পরোয়া করি না। আমার লক্ষ্য এই ম্যাচ জেতা। এর চেয়ে বেশি কিছু নয়।’

তবে দলের উন্নতি দেখে খুশি স্টিফেন কনস্ট্যান্টাইন বলেন, ‘গত তিন-চারটি ম্যাচে আমরা অনেকটা উন্নতি করেছি। ফুটবলাররা এখন বুঝতে পারছে, আমাদের ঠিক কী করা দরকার। তবে এগুলো নিয়মিত কার্যকর করতে হবে। আমাদের দলে অনেক অনভিজ্ঞ খেলোয়াড় আছে, যারা অনেক ভুল করেছে। সে জন্য আমরা একাধিক ম্যাচে হেরেছি। এই মরশুমের শেষে আমি ঠিক করে নেব, কারা দলে থাকবে আর কারা থাকবে না।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

WPL চ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেল MI? টুর্নামেন্টের সেরা কে? দেখুন পুরস্কার তালিকা খাবারের নমুনা পরীক্ষায় কলকাতা, শিলিগুড়ির পর ফুড সেফটি ল্যাবরেটরি হচ্ছে মালদায় আমে কার্বাইড ব্যবহার করলেই বিক্রেতাদের বিরুদ্ধে নেওয়া হবে কঠোর পদক্ষেপ ‘৭দিন জেলে থেকেছি’ নিজের ছাত্রাবস্থায় অসমে আন্দোলনের কথা মনে করালেন শাহ 'একটু দেখা করো!' ১৬ বছরের প্রেমিকের বাড়িতে হাজির ৪০ এর প্রেমিকা, সঙ্গে স্বামী মালদায় হারের জন্য দলের ‘ঝগড়ুটে’ নেতাদেরই তুলোধনা করলেন ক্ষিপ্ত অভিষেক! WPL-র ৩ মরশুমেরই ফাইনালে হার DC-র! ধসের পরে মরিয়া লড়াই কাপদের, তবে জিতল MI বাবা-মা সুপারস্টার, মেয়ের বেশিরভাগ ছবি ফ্লপ, কদিন আগে ডিভোর্স হয়, বলুন তো কে? ঠিক যেন 'ওম শান্তি ওম'-এর শান্তিপ্রিয়া! দীপিকার লুকে নজরকাড়া আরাত্রিকা ইমনের জন্য গান গেয়েছিল বাংলাদেশের সন্টু, মারা যাওয়ার পর এল ভিডিয়ো, চোখে জল সকলের

IPL 2025 News in Bangla

WPL-র ৩ মরশুমেরই ফাইনালে হার DC-র! ধসের পরে মরিয়া লড়াই কাপদের, তবে জিতল MI IPL 2025 শুরুর আগে দেখে নিন MI-এর সম্পূর্ণ স্কোয়াড, সূচি ও সম্ভাব্য প্রথম একাদশ বেঙ্কির পর প্র্যাকটিস ম্যাচে ঝড় তুললেন রাসেল,ডি কক! চিন্তায় রাখল অধিনায়কের ফর্ম Video- KKRর প্র্যাকটিস ম্যাচে অনামী লুবনিথের ব্যাটিং ঝড়! অর্ধশতরান বেঙ্কিরও! ক্রিকেট থেকে অবসরের পর কি করবেন, জানিয়ে দিলেন বিরাট! প্রচুর ঘুরে বেড়াতে চান! আসন্ন IPLএ ইতিহাস গড়বেন বাংলার আম্পায়ার! ধোনি-রোহিত টক্কর সামলাবেন অভিজিৎ 6,6,6,6,6,6: কোচের কথায় ছয় বলে ৬ ছক্কা, LSG শিবিরে যুবরাজকে মনে করালেন বাদোনি উইকেট কিপিংয়ে ছাড়পত্র না মিললেও, ব্যাট হাতে নামতে পারেন সঞ্জু,স্বস্তি RR শিবিরে ইডেনে KKR-এর ম্যাচের দিনে মোহনবাগানের সেমিফাইনাল, দেখে নিন ISL-এর প্লে-অফের সূচি IPL 2025 শুরুর আগে দেখে নিন CSK-র সম্পূর্ণ স্কোয়াড, সূচি ও সম্ভাব্য প্রথম একাদশ

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.