HT বাংলা থেকে সেরা খবর পড়ার জন্য ‘অনুমতি’ বিকল্প বেছে নিন
বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > ISL 2022-23: ম্যাকহিউ, হ্যামিল নেই, বৌমাস অনিশ্চিত, তবু ডার্বি জয় ছাড়া ভাবছে না ATKMB কোচ

ISL 2022-23: ম্যাকহিউ, হ্যামিল নেই, বৌমাস অনিশ্চিত, তবু ডার্বি জয় ছাড়া ভাবছে না ATKMB কোচ

ডার্বির আগের দিনই দুঃসংবাদ সবুজ-মেরুন শিবিরে। গত ডার্বির নায়ক হুগো বৌমাস এই ম্যাচে অনিশ্চিত। পাশাপাশি খেলতে পারবেন না গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জোড়া গোলের নায়ক কার্ল ম্যাকহিউও। দু’জনেরই চোট। কার্ড সমস্যার কারণে  অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলও শনিবার মাঠে নামতে পারবেন না।

জুয়ান ফেরান্দো।

শনিবার ডার্বির আবহ, পরিবেশ, লড়াই যেমনই হোক না কেন, এটিকে মোহনবাগানের একটাই লক্ষ্য, তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া। কলকাতা ডার্বি মানেই যে একটা বিশাল ফুটবল উৎসব, তা খুব ভালো করেই জানেন সবুজ-মেরুন শিবিরের স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। এই নিয়ে আইএসএলে তৃতীয় ডার্বিতে দলকে প্রশিক্ষণ দিচ্ছেন কোচ। এ ছাড়াও এই বছর ডুরান্ড কাপেও তাঁর তত্ত্বাবধানে বড় ম্যাচ খেলেছে এটিকে মোহনবাগান। গত মরশুমে ফাঁকা গ্যালারির সামনে খেলতে হয়েছিল। কিন্তু এই মরশুমে টের পেয়ে গিয়েছেন কলকাতা ডার্বি কী!

শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে ভিড়ে ঠাসা কনফারেন্স রুমে ডার্বির সাংবাদিক বৈঠকে ডার্বির অনুভূতি নিয়ে তিনি বলছিলেন, ‘কলকাতা ডার্বি অবশ্যই স্পেশ্যাল। এত মানুষ খেলা দেখতে আসে, তারা সর্বক্ষণ হইচই করে, অসাধারণ একটা পরিবেশ তৈরি হয় সারা স্টেডিয়াম জুড়ে। ম্যাচের আগে থেকেই এই ম্যাচকে ঘিরে প্রচুর আগ্রহ দেখা যায়, যেটা ফুটবলের পক্ষে একেবারে আদর্শ আবহ। আমি খুব উপভোগ করি এই পরিবেশটা। কোভিড-পরবর্তী সময়ে সমর্থকেরা গ্যালারি ভরিয়ে তুলছেন, এটা দারুণ ব্যাপার। আর ডার্বির দুই দলই যথেষ্ট ঐতিহ্যবাহী। দুই ক্লাবেরই জমজমাট ইতিহাস আছে, যা সারা ভারতের মানুষ জানে। তবে আমাদের কাছে শনিবারের ম্যাচে জয়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’

ফেরান্দো আরও বলছিলেন, ‘এখানে ডুরান্ড কাপের ম্যাচ এবং আইএসএলের প্রথম লিগের ম্যাচ খেলেছি ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে। অসাধারণ একটা পরিবেশ তৈরি হয়। এই ম্যাচটা যেহেতু ইস্টবেঙ্গলের হোম ম্যাচ, তাই হয়তো ওদের সমর্থক বেশি থাকবে গ্যালারিতে। তবে আমি এ সব নিয়ে খুব একটা ভাবছি না। আমাদের তিন পয়েন্ট পেতে হবে, লিগ টেবলে যথাসম্ভব ওপরে থেকে শেষ করতে হবে, এর বাইরে আর কিছু ভাবনা নেই আমার মাথায়।’

আরও পড়ুন: ISL 2022-23 ফাইনাল হবে গোয়াতেই, দিনক্ষণ জানিয়ে দিল টুর্নামেন্ট কর্তৃপক্ষ

কিন্তু ডার্বির আগের দিনই দুঃসংবাদ সবুজ-মেরুন শিবিরে। গত ডার্বির নায়ক হুগো বৌমাস এই ম্যাচে অনিশ্চিত। পাশাপাশি খেলতে পারবেন না গত ম্যাচে কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে জোড়া গোলের নায়ক কার্ল ম্যাকহিউও। দু’জনেরই চোট। বৌমাসকে নিয়ে ফেরান্দো বলেন, ‘বৌমাস আগে দিন কুড়ি দলের সঙ্গে অনুশীলন করেনি। ফলে ওর পক্ষে এখন পুরো ম্যাচ খেলা কঠিন। এখন ও দলের সঙ্গে অনুশীলন শুরু করেছে ঠিকই, কিন্তু দু'-তিনদিনের অনুশীলনে আহামরি কিছু হয় না। ওকে ধাপে ধাপে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে হবে। কার্ল ম্যাকহিউ খেলতে পারবে না। ওর যা চোট, তাতে ওর পক্ষে মাঠে নামা সম্ভব হবে না। সুমিতেরও (রাঠি) সংক্রমণ হয়েছে। জানি না, কালকের মধ্যে ও ম্যাচের জন্য তৈরি হতে পারবে কি না।’

এর ওপর আবার কার্ড সমস্যা থাকায় অস্ট্রেলীয় ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলও শনিবার মাঠে নামতে পারবেন না। সব মিলিয়ে ডার্বি এবং আইএসএল প্লে অফে নামার আগে সবুজ-মেরুন শিবিরের অবস্থা মোটেই ভালো নয়।

কোচ অবশ্য সমর্থকদের আশ্বস্ত করে বলেছেন, ‘দলের সবাই আমাদের পরিকল্পনা, কৌশল ভালো ভাবে জানে। যে-ই মাঠে নামুক, তার খেলতে অসুবিধা হওয়ার কথা নয় বা ভালো না খেলারও কোনও কারণ নেই। চূড়ান্ত দল বাছার সিদ্ধান্ত আমিই নিই এবং সেটা জেনেবুঝেই নেব। এই মুহূর্তে যারা দলের কাজে লাগবে, তাদেরই মাঠে নামাব। কে খেলল না, তার অনুপস্থিতিতে কী হবে, এ সব ভেবে মাথা খারাপ করে লাভ নেই। দলের সবার প্রতি আস্থা আছে আমার। তিন বিদেশি না খেলতে পারলেও যারা আছে, তাদের নিয়েই লড়ে যাব। এর আগেও আমাদের ছেলেরা কঠিন সময় কাটিয়ে উঠেছে। নিজেদের চারিত্রিক দৃঢ়তার পরিচয় দিয়েছে। আশা করি, এ বারও সফল হবে।’

আরও পড়ুন: ডার্বিও জিততে চাই- মুম্বইকে হারানোর পর আত্মবিশ্বাস চুঁইয়ে পড়ছে EB কোচের গলায়

তিনি নিজের দলের দু-একজন খেলোয়াড়কে আলাদা করে গুরুত্ব দিতে রাজি নন, তেমনই প্রতিপক্ষের বিশেষ কোনও তারকাকে বাড়তি গুরুত্ব দিচ্ছেন না বলে জানিয়ে দিলেন। ক্লেটন সিলভা, জেক জার্ভিস, নাওরেম মহেশদের জন্য বিশেষ পরিকল্পনা আছে কি না জিজ্ঞাসা করায় ফেরান্দো জবাব দেন, ‘আমাদের আক্রমণ বা রক্ষণ, যাই হোক না কেন, তার কৃতিত্ব বা দায় পুরো দলের। কোনও দু-একজন খেলোয়াড়কে এ জন্য আলাদা করে কোনও কৃতিত্ব দেওয়া ঠিক না। দলের সবাই যদি গোল করার লক্ষ্য নিয়ে মাঠে নামে, তা হলে তা দলের পক্ষেই ভাল। বিপক্ষের দু-একজন খেলোয়াড়কে নিয়েও ভাবি না, পুরো দলটার ১১ জনের বিরুদ্ধে খেলতে হবে। তাই সবাইকে নিয়ে ভাবতে হচ্ছে। ক্লেটন খুবই ভাল ফুটবলার। ভাল ফর্মে আছে। কিন্তু ওর জন্য আলাদা বা বিশেষ পরিকল্পনা করার প্রশ্নই ওঠে না।’

প্রতিপক্ষ ইস্টবেঙ্গল এফসি গত ডার্বিতে দু’গোলে হারলেও কড়া চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। এ ছাড়া তাদের সাম্প্রতিক পারফরম্যান্সও বেশ ভালো। লিগশিল্ড চ্যাম্পিয়ন মুম্বই সিটি এফসি-কে তাদের মাঠে হারিয়ে ডার্বিতে নামছে তারা। ফলে রীতিমতো আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে লাল-হলুদ। চিরপ্রতিদ্বন্দীদের নিয়ে সবুজ-মেরুন কোচের ধারণা, ‘ইস্টবেঙ্গল ডুরান্ড কাপের দু’সপ্তাহ আগে প্রস্তুতি শুরু করেছিল। ফলে ওদের দলটাকে দাঁড় করাতেও দেরি হয়ে যায়। তবে গত সপ্তাহে ওরা যে ভাবে মুম্বই সিটি এফসি-কে হারিয়েছে, তার প্রশংসা করতেই হবে। গত ছ-সাতটা ম্যাচ ধরে দেখা যাচ্ছে ওরা খুব ভালো পরিকল্পনা নিয়ে খেলছে। রক্ষণ, আক্রমণে সবেতেই পরিকল্পনার ছাপ রয়েছে। তাই ওদের সমীহ করতেই হবে।’

তবে দুই দলের মধ্যে তুলনার ধারে কাছেও থাকতে চাইলেন না প্রীতম কোটালদের কোচ। বলেন, ‘আমি নিজের দল নিয়েই শুধু ভাবি, অন্য দলের সঙ্গে নিজের দলের তুলনা করি না। কারণ, দুই দলের স্টাইল, মানসিকতা, ভাবনা, কৌশল সবেতেই পার্থক্য রয়েছে, তাই তুলনা চলে না। দুই দলের আবেগ, আত্মবিশ্বাস, সাজঘরের আত্মবিশ্বাসও অন্য রকমের হয়। তাই নিজের দল নিয়ে কথা বলতে পারি, অন্য দল নিয়ে নয়। আমার দলের কাছে সেরাটা চাই। অন্য দলের লক্ষ্য কী, সেটা তো বলতে পারব না।’

ডার্বিতে বাড়তি মোটিভেশনেরও প্রয়োজন নেই বলে মনে করেন কোচ। বলেন, ‘ডার্বির পরিবেশ থেকেই মোটিভেশন চলে আসে। তবে আমাদের কাছে এই ম্যাচে তিন পয়েন্ট খুবই জরুরি। সে দিকে তাকিয়েই শেষ মুহূর্ত পর্যন্ত লড়বে ছেলেরা।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

বহরমপুর লোকসভা কেন্দ্র ২০২৪: অধীর গড়ে কি হতে পারে অঘটন? ইতিহাস কী বলছে ঝাড়খণ্ডে ইডির হানা! মন্ত্রী ঘনিষ্ঠের বাড়িতে টাকার পাহাড় বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালেই মাথা ঘুরছে? এই রোগ থাকলে ভবিষ্যতে কী হতে পারে এমন মার হবে, TMCকে হুঁশিয়ারি শুভেন্দুর, মথুরাপুরে চাইলেন মুসলিম মহিলাদের ভোট পচা রুটি, নষ্ট ভাত, কাঠের গুড়ো দিয়ে তৈরি হচ্ছিল নকল মশলা, যাচাই না করলেই বিপদ! পিতৃপুরুষের আশীর্বাদ পেতে বৈশাখ অমাবস্যায় করুন এই কাজ, ঘর ভরে উঠবে সুখ সম্পদে শাড়ি পরা শান্তশিষ্ট মেঘের এ কেমন রূপ! শাড়ি ছেড়ে শর্টস, ক্যামেরায় উদ্দাম নাচ সুপ্রিম কোর্টে হল না SSC মামলার শুনানি, মঙ্গলবার সব পক্ষের বক্তব্য শুনবে আদালত ওপেনার নারিন, রাসেলের ছন্দ, টিম গেমে আস্থা- গম্ভীরের ছোঁয়ায় ফুল ফোটাচ্ছে KKR ‘যেদিন আমাকে ভালবাসা বন্ধ করে দেবে…সেদিনই আমার শেষ',ভাইরাল সলমনের হাতে লেখা চিঠি

Latest IPL News

'ধোনিকে খুব সম্মান করি', গোল্ডেন ডাকের পরেও উচ্ছাস করলেন না কিংসদের এই ক্রিকেটার IPL 2024-ম্যাচ বাঁচাতে ভোকাল টনিক ঋদ্ধির, বিরাটের কাছে খেলেন গালাগাল IPL 2024- নাইট রাইডার্সের হোটেলে হঠাৎ এরা কারা! গম্ভীর-শ্রেয়সের সঙ্গে দেখা করলেন টি২০ বিশ্বকাপে নাশকতার ছক পাকিস্তানের জঙ্গি সংগঠনের, কি ব্যবস্থা নিচ্ছে ICC? ঘরের মাঠে না জিতলে কিচ্ছু হবে না, পঞ্জাবের খেলায় হতাশ হয়ে হাল ছাড়লেন প্রীতি! বিরাট-রোহিত নয়, বিশ্বকাপে যশস্বীকে আউট করতে মুখিয়ে রাজস্থান দলের বিদেশি সতীর্থ ‘১৫-২০ রান কম উঠেছিল’,ধোনির দিকে আঙুল না তুললেও ব্যাটিং নিয়ে মুখ খুললেন জাড্ডু ‘ওর ৯ নম্বরে ব্যাট করতে আসার থেকে ফাস্ট বোলার নেওয়া ভালো’, ধোনিকে আক্রমণ ভাজ্জির IPL-সাপোর্ট স্টাফের সমর্থন প্রয়োজন লাগে, কারোর প্রশংসা নাকি কাউকে খোঁচা নারিনের? LSG v KKR ম্যাচে চোখ জুড়ানো ক্যাচ বল বয়ের, অটোগ্রাফ চাইলেন জন্টি রোডস- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.
প্রচ্ছদ ছবিঘর দেখতেই হবে ২২ গজ