বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > কোনও ফুটবলারই খেলতে পারেনি- দলের পারফরম্যান্স নিয়ে বিরক্ত হলেও, ISL-এর সেমির দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের আশ্বাস হাবাসের

কোনও ফুটবলারই খেলতে পারেনি- দলের পারফরম্যান্স নিয়ে বিরক্ত হলেও, ISL-এর সেমির দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের আশ্বাস হাবাসের

কোনও ফুটবলারই খেলতে পারেনি- দলের পারফরম্যান্স নিয়ে বিরক্ত হলেও, ISL-এর সেমির দ্বিতীয় লেগে প্রত্যাবর্তনের আশ্বাস হাবাসের।

Odisha FC vs Mohun Bagan SG: ওড়িশার বিরুদ্ধে সেমির প্রথম লেগে হেরে বসে থাকায়, দ্বিতীয় লেগে মোহনবাগানের সমীকরণটা বেশ কঠিনই হয়ে গিয়েছে। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ শুধু জিতলেই হবে না, কম করে দু'গোলের ব্যবধানে জিততেই হবে।

আইএসএলে প্রথম বার ওড়িশা এফসি-র কাছে হার। তাও কিনা সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে। সেমির প্রথম লেগের ম্যাচে হেরে নিঃসন্দেহে বড় ধাক্কা খেয়েছে মোহনবাগান। তাও ম্যাচের শুরুতে এগিয়ে গিয়েও ১-২ হারতে হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডকে। আর ম্যাচ হারের পর বিরক্ত বাগানের স্প্য়ানিশ কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাস। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, তাঁর দল মোটেও ভালো খেলেনি।

সেমির প্রথম লেগে হেরে বসে থাকায়, দ্বিতীয় লেগে মোহনবাগানের সমীকরণটা বেশ কঠিনই হয়ে গিয়েছে। ঘরের মাঠে দ্বিতীয় লেগের ম্যাচ শুধু জিতলেই হবে না, দু'গোলের ব্যবধানে জিততেই হবে। অর্থাৎ ওড়িশাকে তাদের ২-০ বা ৩-১ বা ৪-২- এ রকম ব্যবধানে জিততে হবে। তবেই ফাইনালে ওঠার ছাড়পত্র পাবে মোহনবাগান। আর এক গোলের ব্যবধানে জিতলে টাইব্রেকারে খেলার নিষ্পত্তি হবে। তবে ম্যাচ ড্র হলে বা ওড়িশা ফের জিতলে তারাই ফাইনালে উঠবে।

আরও পড়ুন: হাবাসের 'মিডাস টাচ'কে কৃতিত্ব পেত্রাতোসের, ট্রিপলের ভাবনায় ডুবে কামিন্স

ওড়িশার কাছে এ দিন ম্যাচে হারের পর সাংবাদিক বৈঠকে এসে হাবাস অবশ্য দাবি করেছেন, সেমিফাইনালের দ্বিতীয় লেগে মোহনবাগানকে অন্য রূপে পাওয়া যাবে। বাগান কোচ বলেন, ‘আমরা ভালো খেলিনি। অনেক ভুল করেছে দলের ছেলেরা। এত ভুল করলে দল হিসেবে ভাল খেলা কঠিন হয়ে পড়ে। লিগশিল্ড জয়ের পর সম্ভবত আমাদের একটু গা ছাড়া ভাব এসে গিয়েছিল। এটা স্বাভাবিক। সেমিফাইনালে জিততে গেল একশো শতাংশ দিতেই হবে। তবে আমার মনে হয়, কলকাতায় এই ফল বদলানোর ক্ষমতা আমাদের আছে।’

আরও পড়ুন: ফুটবলারদের ছুটি বাতিল করলেন হাবাস, শুক্রবার থেকেই ISL ট্রফি জয়ের প্রস্তুতিতে নেমে পড়বে মোহনবাগান

মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে লিগের শেষ ম্যাচে যে রকম অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছিল সবুজ-মেরুন বাহিনী, এ দিন তার ধারেকাছেও ছিল তাদের পারফরম্যান্স। দলের নির্ভরযোগ্য সদস্যরাও এ দিন ছন্দে ছিলেন না। সে কথা স্বীকার করে হাবাস বলেন, ‘দলের কোনও ফুটবলারই সে সাদিকু বলুন, কাউকো বলুন, আমাদের কোনও খেলোয়াড়ই আজ সেরাটা দিতে পারেনি। যার জেরে এই ফল হয়েছে। পরের ম্যাচে সম্পূর্ণ অন্য মোহনবাগানকে দেখা যাবে। এই প্রতিশ্রুতি দিচ্ছি আমি।’

রক্ষণের ব্যর্থতার কথাও স্বীকার করে নিয়েছেন হাবাস। বলেন, ‘আমাদের রক্ষণে অনেক ভুল হয়েছে। বোঝাপড়া ছিল না। একেক জনের মধ্যে অতিরিক্ত দূরত্ব ছিল। দ্বিতীয় গোলটির ক্ষেত্রে সেই ভুলের মাশুল দিতে হয়েছে। ওই সময়ে হেক্টরের একজন সেন্ট্রাল মিডফিল্ডারের সাহায্যের প্রয়োজন ছিল। কিন্তু ওর ২৫ মিটারের মধ্যে কোনও সেন্ট্রাল মিডফিল্ডার ছিল না। থাকলে হয়তো গোলটা হত না।’

আরও পড়ুন: সেমির প্রথম লেগেই অ্যাওয়ে ম্যাচ খেলতে হবে মোহনবাগানকে,জেনে নিন ISL প্লে-অফের পূর্ণাঙ্গ সূচি

এ দিন দ্বিতীয়ার্ধে দ্বিতীয় হলুদ তথা লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয় আলবানিয়ার ফরোয়ার্ড আর্মান্দো সাদিকুকে। এই প্রসঙ্গ উঠলে কোচ বলেন, ‘আমাদের দলের অভিজ্ঞ খেলোয়াড়দের কঠিন সময়ে মাথা ঠাণ্ডা রাখতে হবে। কারণ, দলের জুনিয়ররা ওদের থেকেই শেখে। তবে খেলায় যদি বারবার বিরক্তিকর পরিস্থিতি তৈরি হয়, তা হলে মেজাজ ধরে রাখাটাও কঠিন হয়। তবে আমাদের এখন পরের ম্যাচে ফোকাস করতে হবে এবং ম্যাচটা জিততেই হবে।’

ম্যাচের সেরা খেলোয়াড়, মোহনবাগানের প্রাক্তন তারকা রয় কৃষ্ণা কার্যত একাই এ দিন লন্ডভন্ড করে দেন প্রতিপক্ষের রক্ষণ। তাঁর সম্পর্কে কোনও মন্তব্য করতে চাননি সবুজ-মেরুন কোচ। শুধু বলেন, ‘রয় এখন আর মোহনবাগানের খেলোয়াড় নয়, ও এখন ওড়িশার খেলোয়াড়। তাই ওর সম্পর্কে আমার কিছু বলার নেই। ও আজ ভালো খেলেছে, এটুকুই বলব শুধু।’

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

PBKS-এর বিরুদ্ধে ৩২ করেও, সচিন তেন্ডুলকরকে টপক গেলেন CSK অধিনায়ক রুতুরাজ সোম থেকে ক্রিজে নামছে বৃষ্টি! বর্ষণের সম্ভাবনা কোন কোন জেলায়? রইল আবহাওয়ার খবর ঘেঁটে ‘ঘ’ পয়েন্ট টেবল,RR-কে দুইয়ে নামাল KKR, তিনে লাফ CSK-এর, চাপে পড়ল LSG,PBKS রাত পেরোলেই ICSE ও ISC পরীক্ষার রেজাল্ট! কীভাবে ও কোথায় দেখবে? জানুন এক ক্লিকেই পঃ মেদিনীপুরকে হারিয়ে দাদাগিরি ১০-এর চ্যাম্পিয়ান হুগলি! টাকার পাহাড়ে বিজয়ীরা বিমানে ওঠা হল না, আচমকাই মাটিতে লুটিয়ে পড়লেন যাত্রী, একী হল কলকাতা বিমানবন্দরে ১ম সপ্তাহে ফাটিয়ে ব্যবসা আলাপ, এটা আমাদের গল্পর, কোন অঙ্কে হার ‘মির্জা’ অঙ্কুশের নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR ৩ সেকেন্ডেরও কম সময়ে এই কাজ করে বিশ্ব রেকর্ড ব্যক্তির! অবাক হবেন ভিডিয়ো দেখলে নার্সকে ধাক্কা দেওয়ার অভিযোগ চিকিৎসকের বিরুদ্ধে,কোচবিহার মেডিকেলে নার্স বিক্ষোভ

Latest IPL News

নারিন ঝড়ের পর,বরুণ-হর্ষিতের তাণ্ডব- LSG-কে ৯৮ রানে উড়িয়ে লিগ টেবলের শীর্ষে KKR বিশ্বকাপ ফাইনালের হেডকে মনে করালেন রমনদীপ, স্টার্কের বলে নিলেন অবিশ্বাস্য ক্যাচ জাদেজার অলরাউন্ড পারফরম্যান্স, বোলারদের নিখুঁত স্ট্র্যাটেজি, ২৮ রানে জিতল CSK আইপিএলে চতুর্থবার গোল্ডেন ডাক ধোনির, হার্ষালের বলে আউট, ভিডিয়ো IPL- দুরন্ত বলে বিরাটকে করেছিলেন আউট, সেই নূরকেই ম্যাচের পর উপহার ‘দাদা’ কোহলির ‘এসব দলের বিরুদ্ধে খেলে বিশ্বকাপের স্বপ্ন দেখা উচিত নয়’, বিস্ফোরক শাকিব আল হাসান ৩৫ বছর বয়সেও এমন ফিল্ডিং, নিখুত থ্রো! কোহলিকে দেখে গ্রিনও অবাক হয়ে গেলেন IPL 2024- লাস্ট বয়ের কাছে হেরে ৯ নম্বরে দল, কি সাফাই দিলেন গুজরাট অধিনায়ক শুভমন? সামনে WC,তাই অসুস্থতা উপেক্ষা করে খেলেছেন ম্যাচ,সেরার পুরস্কার পেয়ে বললেন সিরাজ পার্পেল ক্যাপ জিতে মেয়েকে নিলেন কোলে,সোমবার ফের ক্যাপ পুনর্দখল করতে মরিয়া নটরাজন

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.