চলতি আইএসএলে 'প্লে অফ' খেলার রাস্তা কার্যত বন্ধ কার্লেস কুয়াদ্রাতের ছেলেদের। সুপার কাপ জেতার পর আইএসএল শুরু হওয়ার পর সেই পুরনো ছন্দ দেখা যায়নি দলের ফুটবলারদের মধ্যে। এমনকী দোরগোড়ায় এসেও হারের মুখোমুখি হতে হয় লাল-হলুদ শিবিরকে। অন্যদিকে মাঝে তাল কেটে গেলেও আবার ফর্মে ফিরে আসতে সফল হয় অ্যান্তোনিও লোপেজ হাবাসের ছেলেরা। জিতে চলেছে একের পর এক ম্যাচ।
তবে এই সবকিছুর মাঝেও রবিবারের, অর্থাৎ ১০ মার্চের আইএসএলের ফিরতি ডার্বি ম্যাচ নিয়ে উন্মাদনা একই রয়ে গেছে দুই দলের সমর্থকদের মধ্যে। দুই পক্ষেরই সমর্থকেরা নিজেদের দলের জন্য গলা ফাটাতে প্রস্তুত যুবভারতী ক্রীড়াঙ্গনে। কিন্তু মাঝে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের ব্রিগেডের জন্য এই ডার্বি ম্যাচ খেলা হবে কিনা তা নিয়ে ছিল সংশয়। যদিও বিধান নগর পুলিশ কমিশনারেটের সঙ্গে এবারের আয়োজক ইস্টবেঙ্গল আলোচনায় বসে এবং অবশেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে ম্যাচে নির্ধারিত সময়ের এক ঘন্টা বাদে শুরু হবে, যাতে নিরাপত্তা দিক থেকে কোনও রকমের কোনও খামতি না থাকে।
কিন্তু এরপরেও ম্যাচ নিয়ে জটিলতা শেষ হওয়ার কোনও নামই নেই। মোহনবাগান গ্যালারি টিকিটের দাম ইস্টবেঙ্গল গ্যালারির চেয়ে বেশি হওয়ায় ক্ষুব্ধ হয়ে পড়ে সবুজ-মেরুন সমর্থকেরা। এরপর সেই পক্ষের অনেকেই প্রশ্ন তোলেন যে বড় ম্যাচের দিনে এমন বৈষম্য কেন লাল-হলুদ শিবিরের তরফ থেকে। স্বাভাবিকভাবেই এই ঘটনা চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি করে ফুটবল মহলে এবং হইচই পড়ে যায় চারিদিকে।
তবে অবশেষে এই বিষয় নিয়ে নিজের অবস্থান সবার সামনে আনেন ইস্টবেঙ্গল এফসি। একটি বিবৃতির মাধ্যমে ক্লাব সমস্ত কারণগুলি তুলে ধরেন। তাতে লেখা, 'টিকিটের দাম নিয়ে অনেকের মনে ভুল ধারণা জন্মেছে এবং আমরা চাই সেটা দূর করতে। আমরা ভালো করেই জানি যে এটার জন্য একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে। তবে আমরা বলে রাখার প্রয়োজন মনে করি যে টিকিটের দাম নিয়ে সব জায়গাতেই এমন উপর-নিচ হয়। এটা খুবই স্বাভাবিক ব্যাপার। আমরা মনে করিয়ে দিতে চাই যে এর আগে ৩ ফেব্রুয়ারি যখন ডার্বি ম্যাচ খেলা হয়েছিল, সেই সময় মোহনবাগান সমর্থকদের জন্য দামে ছাড় দেওয়া হয়েছিল। আমরাও একইভাবে নিজেদের সমর্থকদের জন্য ছাড় দিয়েছি। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে আলোচনা করার পর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সব টিকিটেরই দাম এক রাখা হবে এবং সেটা কার্যকর করা হবে এখন থেকেই। ফুটবলারদের স্বার্থেই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি।'
পালটা মোহনবাগান বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে, গত ডার্বিতে দুই দলের সমর্থকদের জন্য টিকিটের দাম সমান ছিল। সেই দাম ছিল ২০০, ৩০০, ৪০০ এবং ৫০০ টাকা। ইস্টবেঙ্গল যা দাবি করছে তা পুরোপুরি ভিত্তিহীন। স্বাভাবিক ভাবে ডার্বির আগেই দুই দলের কর্তাদের মধ্য়ে সংঘাত উত্তাপ ছড়িয়েছে। যদিও নিজেদের সমর্থকদের জন্য সেই টিকিটের দামে ছাড় বজায় রাখল ইমামি। একেবারে ভিন্ন কায়দায়। শুধুমাত্র ইস্টবেঙ্গল গ্যালারির জন্য থাকল স্পেশাল প্রোমোকোড বা ডিসকাউন্ট কোড। যে কোডটা অ্যাপ্লাই করলে আগের দামেই টিকিটের দাম চলে আসবে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।