চলতি আইএসএলে শুরুর দিকে দুর্দান্ত ছন্দে থাকা সত্ত্বেও মাঝে তাল কাটে মোহনবাগানের। পরপর তিনটি ম্যাচে হারের মুখ দেখতে হয় তাদের। এরপরই দলের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন ওঠার পর বদলানো হয় কোচ। জুয়ান ফেরেন্দর পরিবর্তে দলের নতুন হেড কোচ করা হয় অ্যান্তোনিও লোপেজ হাবাসকে। তারপরই ফের ঘুরে দাঁড়াতে সফল হয় সবুজ-মেরুন শিবির। সুপার কাপ শেষ হওয়ার পরই আইএসএল খেলতে নামে তারা এবং তাদের প্রথম ম্যাচই ছিল ডার্বি। ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ড্র করার পর অবশেষে তারা ঘুরে দাঁড়িয়েছে। এই মুহূর্তে বেশ ছন্দেই রয়েছে হাবাসের দল।
কিন্তু এবার মোহনবাগানকে নিয়ে মুখ খুললেন দলের প্রাক্তন, তথা কিংবদন্তি ফুটবলার ব্যারেটো। কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেন যে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি ম্যাচে ড্র করাটাই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় মোহনবাগানের জন্য। এখানেই শেষ নয়, প্রাক্তন সবুজ-মেরুন ফুটবলার প্রশংসা করেছেন দলের তারকা স্ট্রাইকার দিমিত্রি পেত্রাতোসেরও। জানিয়েছেন যে পেত্রাতোস সর্বদাই নিজের দলের জন্য খেলেন, যা সমর্থকেরা চায়।
শুক্রবার, অর্থাৎ ১৬ ফেব্রুয়ারি, কুশল এডুকেশন ফাউন্ডেশনের তরফ থেকে 'রান ফর ট্রাইবালস' ট্যাগলাইনকে সামনে রেখে ৫, ১০ এবং ২১ কিলোমিটারের একটি দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়। সেখানে এসে উপস্থিত হয়েছিলেন মোহনবাগানের প্রাক্তন ফুটবলার ব্যারেটো। একটি সাংবাদিক সম্মেলনেও যোগ দেন তিনি। সেখানে তাঁকে প্রশ্ন করা হয় সবুজ মেরুন দলের বর্তমান পারফরম্যান্স সম্পর্কে।
সেই প্রশ্নের উত্তরে ব্যারেটো বলেন, 'দেখুন আমি মনে করি মোহনবাগানের জন্য টার্নিং পয়েন্ট ছিল ডার্বি ম্যাচে ড্র করাটা। আইএসএলের শুরুর দিকে বেশ ভালই খেলছিল ওরা কিন্তু হঠাৎ মধ্যেখানে তিনটি ম্যাচে পরপর হারে। কিন্তু আবার আগের ফর্মে ফিরে আসে, যেটা দলের জন্য খুব ভালো ব্যাপার।' এরপরই কিংবদন্তি ফুটবলারকে প্রশ্ন করা হয় ডার্বি ম্যাচে পেত্রাতোসের গোল প্রসঙ্গে। তাতে তিনি বলেন, 'দিমিত্রি অত্যন্ত প্রতিভাশালী এবং পরিশ্রমই ফুটবলার। ও বরাবরই দলের জন্য খেলে আর সমর্থকরা তো এটাই চায়। সেটাই ও করে দেখায়।' জানা গিয়েছে, সাংবাদিক সম্মেলনের পর ব্যারেটো ইডেন গার্ডেন্স যান এবং সেখানে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায়ের সেই জার্সিটি দেখেন যেটা তিনি ইংল্যান্ডের বিরুদ্ধে ন্যাটওয়েস্ট ট্রফির ফাইনালে উড়িয়েছিলেন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।