সেই জুলাই থেকে টানা খেলে চলেছেন। ৩৬ বছর বয়সে কি তিনি ঝুঁকিটা বেশিই নিয়ে ফেলছেন? বারবার প্রশ্ন উঠছিল। শেষ পর্যন্ত চোট নিয়ে এখন তীব্র অস্বস্তিতে মেসি। বলিভিয়ার বিরুদ্ধে আর্জেন্তিনার ম্যাচে খেলতে দেখা যায়নি মেসিকে। ক্লাব ফুটবলে ফেরার পর আটলান্টা ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচেও খেলেননি তিনি। সেই ম্যাচ মায়ামি হারে ২-৫ গোলে।
তবে জাতীয় দল থেকে ফেরার পর বুধবার রাতে টরন্টো এফসির বিরুদ্ধে প্রথম ইন্টার মায়ামির হয়ে নেমেছিলেন মেসি। তবে সেই ম্যাচেও ৩৭ মিনিটের বেশি খেলতে পারলেন না তিনি। মেসি উঠে গেলেও অবশ্য ইন্টার মায়ামি জিতেই মাঠে ছাড়ে। তারা ৪-০ গোলে হারায় টরন্টোকে।
ডেইলি মেইলের দাবি, এই নিয়ে অষ্টম বারের মতো ম্যাচের বিরতির আগে লিওনেল মেসিকে প্রতিস্থাপন করতে হয়েছিল। আর ২০১৮ সালের অক্টোবরের পর থেকে মেসি কখনও বিরতির আগে মাঠে ছাড়েননি। গত ৫ বছরে এই প্রথম এমন ঘটনা ঘটল। বিরতির আগেই মাঠে ছাড়তে বাধ্য হলেন লিও মেসি। শুধু একা মেসি নন। লিও মাঠ ছাড়ার মিনিট তিনেক আগে খোঁড়াতে খোঁড়াতে মাঠ ছাড়তে দেখা গিয়েছে জর্ডি আলবাকেও।
ম্যাচ শেষে জেরার্ডো মার্তিনো দাবি করেছেন, ররিবার অরল্যান্ডো সিটির বিপক্ষে ‘ফ্লোরিডা ডার্বি’তে মেসি এবং আলবাকে পাওয়ার কোনও সম্ভাবনা নেই। আর আগামী সপ্তাহে ইউএস ওপেন কাপের ফাইনালেও দু'জনকে পাওয়া যাবে কি না, সেই বিষয়ে নিশ্চিত করতে পারেননি মার্তিনো। সংবাদমাধ্যমকে মায়ামি কোচ বলেছেন, ‘আমাদের প্রতিটা দিন ধরে ধরে পর্যবেক্ষণ করতে হবে। চিকিৎসকদের রিপোর্ট দেখতে হবে। তারা যা বলবেন, তার উপর ভিত্তি করে আমরা সিদ্ধান্ত নেব। হ্যাঁ, অবশ্যই রবিবারে ওদের খেলার কোনও সম্ভাবনা নেই। আমার মনে হয়, এটা বড় কিছু নয়। শুধু ক্লান্তির কারণেও হতে পারে। মাংসপেশিতে কোনও চোট পেয়েছে বলে মনে হয়নি।’
আরও পড়ুন: সব কিছু ঠিকঠাক থাকলে, পুজোর ঠিক আগেই তিলোত্তমা মাতাতে আসছেন রোনাল্ডিনহো
মেসি যদি ক্লান্তিতেই ভোগেন, তবে তাঁকে এই ম্যাচে জোর করে খেলানো হয়েছে কি না, এমন প্রশ্নেরও উত্তরে মার্তিনো বলেন, ‘খেলোয়াড়দের খেলার জন্য সবকিছুই ঠিকঠাক করে রাখা হয়েছিল...(জোর করে খেলানো প্রসঙ্গে) না, এমন কোনো সম্ভাবনাই নেই। ওরা ফিট বলেই খেলানো হয়েছে। ওদের (মাঠ থেকে) তুলে নেওয়ার সময় যতটা হতাশ লেগেছিল, কথা বলার পর আর তেমন লাগেনি। আর ওরা যদি কম বয়সী হত, তাহলে হয়তো বলা যেত, হ্যাঁ জোর করে খেলানো হয়েছে। আমি কিন্তু মেসি এবং আলবার বিষয়ে কথা বলছি।’
আর্জেন্তাইন তারকার চোটটা আসলে কী, তা নিয়েও ধারণা দেওয়ার চেষ্টা করলেন মার্তিনোষ তাঁর দাবি, ‘ওর চোটটা পুরনো। অনেক দিন ধরেই ঝামেলা করছে। জাতীয় দলের হয়ে খেলার সময়েও স্ক্যান করিয়ে অবশ্য কিছু ধরা পড়েনি। আমরা ওকে সাবধানে রাখারই চেষ্টা করছি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।