খুব তাড়াতাড়িই মুখোমুখি হতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এবং লিওনেল মেসি। তাও ক্লাব ফুটবলের হাত ধরেই। যদিও রোনাল্ডো সৌদি আরবে খেলেন। আর মেসি যুক্তরাষ্ট্রে। তবে কী ভাবে ফুটবলে বিশ্বের দুই প্রান্তে থাকে দুই মহাতারকার দেখা হবে? আসলে সব কিছু ঠিক থাকলে আগামী ১ ফেব্রুয়ারি সৌদি আরবের রিয়াদ সিজন কাপে হয়তো মুখোমুখি হবেন মেসি–রোনাল্ডো।
জানা গিয়েছে, রোনাল্ডোর আল নাসের এবং মেসির মায়ামির মধ্যে ম্যাচটি হবে। আর সেই ম্যাচেই দেখা যাবে, রোনাল্ডো-মেসি দ্বৈরথ। এর আগে ২৯ জানুয়ারি মায়ামি খেলবে আল হিলালের বিপক্ষে। সোমবার একটি বিবৃতি দিয়ে এই বিষয়টি নিশ্চিত করেছে মেসির ক্লাব ইন্টার মায়ামি। মায়ামির ইতিহাসে প্রথম বারের মতো আন্তর্জাতিক সফর হবে এটি।
নেইমারের আল হিলালের বিপক্ষে মেসিরা খেলবেন রিয়াদের কিংডম অ্যারেনায়। চোটের কারণে নেইমার এখনও মাঠের বাইরে। এই ম্যাচের আগে তাঁর মাঠে ফেরার কোনও সম্ভাবনা নেই। এখনও পর্যন্ত সৌদি প্রো লিগে শীর্ষে রয়েছে এশিয়ার সর্বোচ্চ ৬৬টি শিরোপা জেতা আল হিলাল।
অন্যদিকে মেসি বনাম রোনাল্ডো দ্বৈরথ দু'দিন পর, কিংডম অ্যারেনাতেই। মেসি এবং রোনাল্ডো এর আগে ৩৫ বার মুখোমুখি হয়েছেন। মেসির দল জিতেছে ১৬টি ম্যাচ, রোনাল্ডোর দলি জয় পেয়েছে ১০টিতে। এই ম্যাচগুলিতে মেসির গোলের সংখ্যা ২১টি, গোলে সহায়তা করেছেন ১২ বার। রোনাল্ডোর গোল রয়েছে আবার ২০টি, গোলে সহায়তা করেছেন ১ বার।
মায়ামির বিবৃতিতে আরও জানিয়েছে যে, উইবুক ওয়েবসাইটে গিয়ে এই ম্যাচের টিকিটি কাটা যাবে। এ ছাড়া কোথায় ম্যাচটি সম্প্রচার করা হবে, সঙ্গে আরও নতুন তথ্য পরে জানানো হবে। অন্য প্রাক মরশুম সফর সম্পর্কেও জানানো হয়েছে নতুন তথ্য। জানুয়ারিতে মেসির মায়ামি খেলবে এল সালভাদরের বিপক্ষে। ফেব্রুয়ারিতে হংকংয়ের বিপক্ষে প্রীতি ম্যাচও খেলবে তারা।
আরও পড়ুন: শেষমেশ তিন পয়েন্ট হারাতে হয়নি- ১১ নম্বর দলের সঙ্গে ড্র করেও স্বস্তিতে ইস্টবেঙ্গল কোচের
ইন্টার মায়ামির প্রধান বিজনেস অফিসার জাভিয়ের আসেনসি বলেছেন, ‘এটা ফুটবল পাগল সমর্থকদের সঙ্গে স্থায়ী সম্পর্ক তৈরি করার বড় একটা সুযোগ। সৌদি আরবের নতুন সমর্থকদের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য আমরা রোমাঞ্চিত। এই ম্যাচ আমাদের গুরুত্বপূর্ণ পরীক্ষা নেবে, যেটা নতুন মরশুমে আমাদের কৌশল ঠিক করতে বড় ভূমিকা রাখবে। আমরা আমাদের গ্রুপের দুই ম্যাচ আল নাসের এবং আল হিলালের বিপক্ষে খেলতে রোমাঞ্চিত।’
রোনাল্ডো আল নাসেরে যোগ দেওয়ার পর, গত জানুয়ারিতে রিয়াদ অলস্টার একাদশের হয়ে পিএসজির মুখোমুখি হয়েছিলেন তিনি। ম্যাচটি রোনাল্ডোরা ৪-৫ গোলে হেরেছিলেন। পিএসজির হয়ে সেই ম্যাচে মেসি, নেইমার এবং কিলিয়ান এমবাপে খেলেছিলেন। সেই ম্যাচে জোড়া গোল করেছিলেন রোনাল্ডো। গোল করেছিলেন মেসিও।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।