মোহনবাগান কি পারবে লিগশিল্ড জিততে? আইএসএল চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পেলেও, কখনও লিগশিল্ড জেতেনি তারা। এই মরশুমে তাদের সামনে সুবর্ণ সুযোগ। আর বাগানের লিগশিল্ড জেতার অঙ্কটা জটিল কিছু নয়। সোমবার ঘরের মাঠে মুম্বই সিটি এফসি-কে হারাতে পারলেই, অধরা লিগশিল্ড পকেটে পুড়বে সবুজ-মেরুন ব্রিগেড। উল্টোদিকে মুম্বইয়ের অঙ্কটা একেবারে জলের মতোই সহজ। তারা ম্যাচ ড্র করলেই বাজিমাত করবে। জয়েরও প্রয়োজন নেই।
ঘরের মাঠে প্রায় ৫০ হাজার সমর্থকদের সামনে নামবেন জনি কাউকো, জেসন কামিন্সরা। এটাই বাগানের সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হতে চলেছে। ২১ ম্যাচে ৪৫ পয়েন্ট বাগানের। সমসংখ্যক ম্যাচ খেলে ৪৭ পয়েন্ট মুম্বইয়ের। অর্থাৎ ড্র করলেই পরপর লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে যাবে আইল্যান্ডাররা। সেক্ষেত্রে বাগানের স্বপ্নভঙ্গ হবে। মোদ্দা কথা, শতাব্দী প্রাচীন ক্লাবের জয় ছাড়া আর কোনও বিকল্প নেই। ম্যাচ অমীমাংসিত শেষ হলে দ্বিতীয় স্থানে শেষ করে সরাসরি সেমিফাইনালে খেলবে সবুজ মেরুন। হারলে প্লে অফ খেলতে হবে। সেই ভাবে দেখতে গেলে এই ম্যাচটি সবুজ-মেরুন ব্রিগেডের কাছে ‘ভার্চুয়াল ফাইনাল’ বলা যেতেই পারে।
আরও পড়ুন: ISL 2023-24-এর ফাইনাল ৪ মে, প্লে-অফ শুরু ১৯ এপ্রিল থেকে, জেনে নিন পুরো সূচি
মুম্বই ম্যাচের আগে মোহনবাগান সমর্থকদের স্বস্তি ফিরিয়েছেন কোচ অন্তোনিয়ো লোপেড হাবাস। দলের সঙ্গে তিনি যোগ দিয়েছে। ম্যাচের আগে প্র্যাকটিসেও উপস্থিত ছিলেন। দু'দিন ধরেই মাঠে আসছেন তিনি। তবে এই ম্যাচে তাঁর ডাগআউটে থাকা নিয়ে সংশয় রয়েছে। কারণ তিনি এখনও পুরো সুস্থ নন। তবে হাবাসের ডেপুটি ম্যানুয়াল পেরেজ বলেছেন, ‘হাবাস ডাগআউটে থাকুন বা না থাকুক, তাঁর মস্তিষ্ক সবসময় আমাদের সঙ্গে থাকে। গত কয়েকটা ম্যাচেও ওঁর পরামর্শ অনুযায়ী আমরা চলেছি। ওঁর স্ট্র্যাটেজিতেই খেলা হবে। ঘরের মাঠে আমাদেরই ফেভারিট ধরা যেতে পারে। প্রায় ৬০ হাজার দর্শক আমাদের সাপোর্ট করবে। এটা অবশ্যই বড় অ্যাডভান্টেজ।’
গত ডিসেম্বরে এই দুই দলের মধ্যে মুম্বই ফুটবল এরিনায় যে রকম চড়া মেজাজের ম্যাচ হয়েছিল, তার পুনরাবৃত্তি যেন না হয়, সেটাই চান বাগানের তারকা প্লেয়ার জনি কাউকো। সেই ম্যাচে রেফারি রাহুল গুপ্ত সাতটি হলুদকার্ড এবং সাতটি লালকার্ড দেখিয়েছিলেন, যা আইএসএলে নজির। সেই ম্যাচে মুম্বই সিটি এফসি-র চার জন এবং মোহনবাগান এসজি-র তিন জন ফুটবলার লালকার্ড দেখেছিলেন। ম্যাচটি ১-২-এ হেরেছিল বাগান ব্রিগেড।
সেই ম্যাচের প্রসঙ্গ উঠতেই কাউকো বলেন, ‘গত ম্যাচে আমি ছিলাম না। তবে ম্যাচটা টিভিতে দেখেছি। অদ্ভূত সব ঘটনা ঘটেছে সেই ম্যাচে। গত ম্যাচটার মতো ম্যাচ আমি জীবনে কখনও দেখিনি। ১৪-১৫টা কার্ড দেখিয়েছিলেন রেফারি। আশা করি, এই ম্যাচে সে রকম কিছু হবে না। তবে অনেক ডুয়াল, লড়াই বোধহয় এই ম্যাচে দেখা যাবে। দু'টি দলই যেখানে শিল্ড জয়ের জন্য লড়াই করছে, তখন মাঝে মাঝে হয়তো পরিস্থিতি উত্তপ্তও হয়ে উঠবে। মাঠের মধ্যে মাথা ঠাণ্ডা রাখাটা খুবই জরুরি।’
তবে গত ম্যাচের ফলের প্রভাব এই ম্যাচে পড়বে না বলেই মনে করেন ফিনল্যান্ডের তারকা। বলেওছেন, ‘গত ম্যাচে যা হয়েছে, সেটা গুরুত্বপূর্ণ নয়। সেই সময় দল একেবারে অন্য রকম ছিল। এখন পরিবেশ-পরিস্থিতি, দলের অবস্থা সম্পুর্ণ অন্য রকম। একটা ম্যাচেই ফয়সালা হয়ে যাবে। অতীতে কী হয়েছে, তার প্রভাব এই ম্যাচে সে ভাবে পড়বে বলে মনে হয় না। ৯০ মিনিটের খেলা। আশা করি আমরা ভালো খেলব। বিশেষ করে যখন আমরা ঘরের মাঠে খেলছি। আমরা আত্মবিশ্বাসী।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।