বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > Merdeka Cup 2023 Controversy: চোখ বুজে ছিলেন রেফারি? বল গোললাইন পেরোলেও দিলেন না গোল! AIFF বলল ‘ডাকাতি হল’

Merdeka Cup 2023 Controversy: চোখ বুজে ছিলেন রেফারি? বল গোললাইন পেরোলেও দিলেন না গোল! AIFF বলল ‘ডাকাতি হল’

গোললাইন পেরিয়ে যাওয়ার পরও গোল দেওয়া হল। (ছবি সৌজন্যে, ভিডিয়ো এক্স এবং AIFF)

মারডেকা কাপে হাস্যকার রেফারিং। আর সেই হাস্যকর রেফারিংয়ের শিকার হল ভারত। বলের পুরো অংশ গোললাইন পেরিয়ে যাওয়ার পরও গোল দিলেন না রেফারি। পুরো বিশ্ব দেখল যে গোললাইন পেরিয়ে গিয়েছে বল। শুধু রেফারি এবং লাইন্সম্যান দেখে পেলেন না।

দিনেদুপুরে ডাকাতি বললেও কম বলা হবে! স্পষ্ট গোললাইন পার করে গেল বল। দেখতে পেল পুরো দুনিয়া। শুধু রেফারি এবং লাইন্সম্যানরা দেখতে পেলেন না। তাই দিলেন না গোল। আর ওই গোলটা হলে মারডেকা কাপে ভারত-মালয়েশিয়া ম্যাচের পরিণতি অন্য হতেই পারত। ৪-২ ব্যবধানে হেরে মাঠ ছাড়তে হত না ভারতকে। বিষয়টি নিয়ে চরম উষ্মাপ্রকাশ করেছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল শাজি প্রভাকরণ। তিনি বলেছেন যে ডাকাতি হল। তবে শুধু ওই একটা গোল নিয়েই নয়, আরও একাধিক বিষয় নিয়ে চূড়ান্ত ক্ষুব্ধ ভারত। মালয়েশিয়ার রাজধানী কুয়ালামপুরের বুকিত জলিল জাতীয় স্টেডিয়ামের মাঠ, বাস বিভ্রাট, অনুশীলনের সুযোগ-সুবিধা নিয়েও বিরক্তিপ্রকাশ করা হয়েছে।

ঠিক কী হয়েছিল?

শুক্রবার মারডেকা কাপের ভারত-মালয়েশিয়া ম্যাচের শুরু থেকেই রেফারির একাধিক সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন উঠছিল। তবে সবথেকে বিতর্কিত মুহূর্ত আসে ৫৭ মিনিটে। ৫১ মিনিটে সুনীল ছেত্রী গোল করার ছয় মিনিটের মধ্যে ৩-৩ করে ফেলেছিল ভারত। কিন্তু থাইল্যান্ডের রেফারির অপদার্থতায় সেটা স্কোরলাইন হয়নি। ৫৭ মিনিটে লালিয়ানজুয়ালা ছাংতের শট গোললাইন পেরিয়ে গিয়েছিল। বলের পুরো অংশ গোললাইন পেরিয়ে যাওয়ার সেটা ক্লিয়ার করেন মালয়েশিয়ার ডিফেন্ডার।

বাকি দুনিয়া সেটা দেখতে পেলেও রেফারি এবং লাইন্সম্যানের চোখে সেটা ধরা পড়েনি। হতবাক হয়ে যায় ভারতীয় বেঞ্চ। রিপোর্ট অনুযায়ী, ম্যাচের পরে রেফারির সেই সিদ্ধান্তে চরম উষ্মাপ্রকাশ করেন ভারতীয় কোচ ইগর স্টিম্যাচ। কিছুটা কটাক্ষের সুরে ক্রোয়েশিয়ার স্টিম্যাচ 'রেফারির সিদ্ধান্ত নিয়ে আমি আলোচনা করতে পারি। কিন্তু আপনারা (মালয়েশিয়া) যে ফাইনালে পৌঁছেছেন, সেটার আনন্দ মাটি করতে চাই না।'

আরও পড়ুন: Merdeka Cup 2023 IND vs MAS Highlight Match- ২-৪ গোলে হার, ফাইনালে উঠতে ব্যর্থ ভারত

স্টিম্যাচ কিছুটা কটাক্ষের সুরে আক্রমণ শানালেও সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল কোনওরকম রাখঢাক করেননি। বরং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘এক্স’-এ তিনি সরাসরি বলেন, ‘ডাকাতি হল আমাদের সঙ্গে। আমাদের হারতে হয়নি। বরং খেলার ফল (আমাদের পক্ষে) ৪-২। আমরা স্রেফ একটি সুযোগ তৈরি করিনি। আমরা প্রচুর সুযোগ তৈরি করেছিলাম। মালয়েশিয়াকে চাপে ফেলে দিয়েছিলাম। কিছুটা ভাগ্যের সহায়তা পেলে এই সুযোগগুলি থেকে গোল পেয়ে যেতাম।'

সংশ্লিষ্ট মহলের মতে, রেফারির সেই ভুল সিদ্ধান্তের জেরে ভারতীয় রক্ষণের ভুলভ্রান্তির বিষয়টা চাপা পড়ে যাচ্ছে। রেফারি ওরকম ভুল না করলে ভারতীয় রক্ষণের ভুল নিয়েই আলোচনা হত। যদিও রক্ষণের ভুলভ্রান্তির বিষয়টি স্বীকার করে নিয়েছেন সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, 'অবশ্যই রক্ষণের কয়েকটি ভুল ছিল। কিন্তু দিনের শেষে আমরা অনেক বেশি ভালো খেলেছি। আমরা ওই স্তরে আছি। আমরা আমাদের সেরাটা উজাড় করে দিতে থাকি। আমাদের খেলোয়াড়রা প্রশংসার যোগ্য।’

আরও পড়ুন: ISL 2023-24: মুম্বই-কেরালা ম্যাচে মাঠের মধ্যে ফুটবলারদের কুৎসিত ভাবে তুমুল মারামারি, বিতর্কে দুই দলই- ভিডিয়ো

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

সেন্সর বোর্ডের ছাড়পত্র পেল ইমার্জেন্সি, দেওয়া হল UA সার্টিফিকেট, কবে মুক্তি? ধনু-মকর-কুম্ভ-মীনের সোমবার কেমন কাটবে? জানুন রাশিফল সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে সোমবার? জানুন রাশিফল বিশাল কাইথের দস্তানাতেই ভরসা মোহনবাগানের, ২০২৯ পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিল ক্লাব ইগর স্টিম্যাচকে ছাঁটাই করে সমস্যায় AIFF, দিতে হবে বিপুল অঙ্কের ক্ষতিপূরণ 'শেখ হাসিনা দেশের বাইরে, তাঁকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করব' ‘…ল্যাপেল লাগাতে গিয়ে শরীরে হাত দিচ্ছেন’, ইন্ডাস্ট্রিতে হেনস্থার শিকার সুদীপ্তাও ব্যাজবলের নেশায় ধৈর্য্যের অভাব, ১৫৬ রানে অল-আউট ইংল্যান্ড, জয়ের দরজায় শ্রীলঙ্কা ময়নাতদন্তের মেডিক্যাল বোর্ড নিয়ে উঠল প্রশ্ন, দাহ করার জন্য কেন এত তাড়াহুড়ো?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.