কলকাতা ফুটবল লিগে দুর্দান্ত ফর্মে মহামেডান স্পোর্টিং। বুধবার নিজেদের ঘরের মাঠে সিএফসি অর্থাৎ কলকাতা ফুটবল ক্লাবের বিরুদ্ধে খেলতে নামে মহামেডান। আর সেই ম্যাচে বিপক্ষ দলকে নিয়ে কার্যত ছেলেখেলা করল মহামেডান স্পোর্টিংয়ের ফুটবলাররা। বিপক্ষকে এক ইঞ্চিও জমি ছাড়েননি তারা। কলকাতা ফুটবল ক্লাবকে ৭-০ গোলে উড়িয়ে দিলে সাদা-কালো ব্রিগেড।
মহামেডানের এই জয়ের পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন বেনটন। এই ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। শুধু তাই নয়, জোড়া গোল করেন ডেভিড। এই দুই ফুটবলারের দুর্দান্ত পারফরম্যান্সে ভর করে কলকাতা ফুটবল ক্লাবকে ৭-০ গোলে হারা মহামেডান। বলা ভালো বড় জয় দিয়ে এবারের মরশুম শুরু করল তারা। এদিন মহামেডানের হয়ে প্রথম গোল করেন ডেভিড। ১৬ মিনিটের মাথায় গোল করে দলকে এগিয়ে দেন তিনি। শুধু তাই নয়, ৩৯ মিনিটের মাথায়ও দ্বিতীয় গোলটি করেন সেই ডেভিডই। গোলের বন্যা প্রথমার্ধ থেকেই দেখা যায়। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে গোলকে দলকে এগিয়ে দেন বিকাশ। ৩-০ গোলে শেষ হয় প্রথমার্ধ।
প্রথমার্ধের শেষেই মহামেডানের জয় কার্যত নিশ্চিত হয়ে যায়। কিন্তু দ্বিতীয়ার্ধে আরও গতি বাড়ায় তারা। হ্যাটট্রিক করেন বেনস্টোন। ৬২, ৭৪ এবং ৭৮ মিনিটে গোল করেন তিনি। আর তাতেই বিপক্ষকে সাত গোলের মালা পরায় তারা। স্বাভাবিক ভাবেই এই ফলাফল অনেকটাই আত্মবিশ্বাস বাড়াল সাদা-কালো ব্রিগেডকে। সেই সঙ্গে দুর্দান্ত মরশুম শুরু করল তারা।
পাশাপাশি এদিন কলকাতা লিগে মুখোমুখি হয় পিয়ারলেস এবং কালীঘাট মিলন সংঘ। সেই ম্যাচ অবশ্য ১-১ ড্র হয়। অন্যদিকে সার্দান সমিতি নামে ডালহৌসির বিরুদ্ধে। সেই ম্যাচও ১-১ ড্র হয়। পাশাপাশি ডায়মন্ড হার্বার এফসি মুখোমুখি হয় আর্মি রেডের। সেই ম্যাচও ১-১ ড্র হয়েছে । তবে উল্লেখযোগ্য ভাবে এদিন মোহনবাগান এবং মহামেডান ম্যাচে গোলের বন্যা দেখা যায়। বাকি দলগুলি সেই ভাবে নজর কাড়তে পারেনি। দুই ম্যাচ বাদে সব ম্যাচই ড্র হয়েছে এদিন। যদিও এবার কোনও দলই বিদেশি ফুটবলারদের দলে রাখতে পারেনি। দেশের ফুটবলার দিয়ে দল গঠন করেছে। অনেকেই এই সিদ্ধান্তের প্রশংসা করেছে। পাশাপাশি ছোট দলগুলিও নিজেদের তৈরি করেছে বড় দলগুলিকে পাল্লা দিতে।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।