বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > I League 2023-24: ব্যারেটোর গোলে জিতে আই লিগের শীর্ষস্থান পোক্ত করল মহমেডান, নিজেদের রোগ এড়াতে পারবে তো?

I League 2023-24: ব্যারেটোর গোলে জিতে আই লিগের শীর্ষস্থান পোক্ত করল মহমেডান, নিজেদের রোগ এড়াতে পারবে তো?

গোলের পর বেনস্টন ব্যারেটো। ছবি-এমএসসি মিডিয়া

আই লিগে দুর্দান্ত জয় পেল মহমেডান। এবার তারা হারালো নামধারীকে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকা করল সাদা কালো ব্রিগেড।

অ্যাওয়ে ম্যাচেও বড় জয় পেল মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে শেষে ম্যাচ পকেটে তুলে নিল সাদা কালো ব্রিগেড। 'নামধারী এফসি'র বিরুদ্ধে এই ম্যাচ শেষ করল ১-০ ফলাফলে। এই জয়ের সাথে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থাকার পাশাপাশি জয়ের ধারাও অব্যাহত রাখলো কলকাতার এই প্রধান। পাশাপাশি, হারের খড়া কাটার নাম নেই নামধারীর। কঠিন লড়াই করা সত্ত্বেও ম্যাচে ফিরতে পারেনি তারা। কোনও ভাবেই ভাঙতে পারল না মহমেডানের রক্ষণভাগ।

বুধবার পঞ্জাবের নামধারী স্টেডিয়ামে 'নামধারী এফসি' মুখোমুখি হয় 'মহমেডান। প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই করেও ম্যাচ জিততে না পারার জেরে হতাশা নিয়ে মাঠ ছাড়ে নামধারীর সমর্থকরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে সাদা কালো ব্রিগেড। এমনকী মহমেডানের পক্ষেই বেশি থাকে বল নিয়ন্ত্রণ। প্রথমার্ধে জমজমাটি হলেও, দ্বিতীয়ার্ধে পুরোপুরি চলে যায় মহমেডানের হাতে।

এদিন ম্যাচের শুরুর প্রথম কয়েকটি মিনিট বল নিয়ন্ত্রণের ক্ষেত্রে এগিয়ে থাকে নামধারী। এরপরই আক্রমণ শুরু করে সাদা কালো ব্রিগেড। বিপক্ষ দলের স্ট্রাইকাররা লাগাতার চাপে ফেলতে থাকে নামধারীর রক্ষণভাগকে। তবে কোনও রকমে গোল খাওয়ানো থেকে নিজেদেরকে রক্ষা করে নামধারী। তবে একেবারে তীরে এসে তরী ডোবে। ম্যাচের শেষের দিকে ব্যারেটোর গোলে এগিয়ে যায় মহমেডান এসসি। এরপর চেষ্টা করেও সমতা ফেরাতে পারলোনা নামধারী এবং মাঠ ছাড়তে হয় হতাশা নিয়ে।

ম্যাচ শেষে মহমেডানের ফুটবল সচিব জানান, ‘লিগ টেবিলে শীর্ষে থাকলেও আমাদের সামনে রয়েছে চার্চিল ম্যাচ। সেই ম্যাচ আমাদের জিততেই হবে। মোটেই সহজ হবে না। কারণ ওরা ঘরের মাঠে যথেষ্ট শক্তিশালী দল। ফলে আমাদেরও বেশ সতর্ক থাকতে হবে।’

উল্লেখ্য, আই লিহের এই মরশুম শুরু হয় ২৮ অক্টোবর থেকে। যা চলবে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ১৩টি দল। এখনও পর্যন্ত খেলা হয়েছে ৫০টির বেশি ম্যাচ এবং মোট গোলের সংখ্যা ১৫০টির বেশি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় এই মুহূর্তে ৯টি গোল করে শীর্ষস্থানে রয়েছেন গোকুলাম কেরালার আলেক্স স্যাঞ্চেজ। এই পর্যন্ত ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিল টপার মহামেডান স্পোর্টিং ক্লাব। এখনো অবধি অপরাজিত রয়েছে তারা। তবে অপরাজিত থাকার তালিকায় আর নেই শিলং লাজং। তারা রয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান। তাদের মোট সংগ্রহ ৯ ম্যাচে ১৭ পয়েন্ট। পরবর্তী ম্যাচ ১৫ ডিসেম্বর। এদিন খেলা হবে মোট দুটি ম্যাচ। দুপুর ২টো নাগাদ প্রথম ম্যাচে ইন্টার কাশি মুখোমুখি হবে দিল্লির। অন্যদিকে, সন্ধ্যা ৭টা নাগাদ নেরোকা মুখোমুখি হবে রাজস্থান এফসির।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভারতীয় জার্সিতে লেখা হবে না ‘পাকিস্তান’! Champions Trophy 2025-তে শুরু বিতর্ক মিষ্টি দই থেকে বাংলা ভাষা, ইডেনে পা দিতেই স্মৃতির সাগরে ডুব দিলেন সূর্যকুমার ৪৪-এও মেদহীন শরীর করিনার! তাঁর ফিটনেসের রহস্য কী? ফাঁস করলেন নায়িকার ডায়েটিশিয়ান আজ জড়িয়ে ধরার দিন, হার্ট থেকে মাথা— আলিঙ্গন করলে কোন কোন অঙ্গের উপকার হয় কথা দিয়েছিলেন মমতা, আরজি কর মামলায় সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাই কোর্টে গেল রাজ্য সরকার ইউভান-ইয়ালিনিকে রেখে যান দুবাই, মুম্বইয়ে কোল্ডপ্লে-র কনসার্টও শুনলেন রাজ-শুভশ্রী ওজন কমানো থেকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ, জেনে নিন ভুট্টার ৯ টি উপকারিতা মার্কিন মুলুকে বাতিল জন্মসূত্রে নাগরিকত্বের অধিকার, কবে থেকে কার্যকর অর্ডার? পুলিশকে গুলিকাণ্ডে অবশেষে গ্রেফতার বন্দুক সরবরাহকারী আওয়াল কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ

IPL 2025 News in Bangla

কীভাবে ছন্দে ফিরবেন পৃথ্বী শ? বন্ধুর জন্য শ্রেয়স আইয়ারের বিশেষ পরামর্শ শুরু করেছেন জীবনের দ্বিতীয় ইনিংস! এরই মধ্যে বাবাকে বড় উপহার রিঙ্কু সিংয়ের… মহিলাদের অ্যাসেজ দখলে রাখল অস্ট্রেলিয়া! প্রথম T20তে ইংল্যান্ডকে হারাল ৫৭ রানে ২ ইনিংসে ২বারই রানআউট! বিরক্ত কার্তিক বলছেন, ‘রান আউটের সঙ্গেই আমার লাভ স্টোরি…’ ‘মাহি ভাই বলত প্রসেস ফলো করতে, LSGতেও…’ অধিনায়ক হিসেবে প্রথম টার্গেট বললেন পন্ত ‘একটাই টেনশন ছিল, পঞ্জাব যদি আমায়…’ LSG অধিনায়ক হয়ে কোন চিন্তার কথা ফাঁস পন্তের? LSGর অধিনায়ক ঋষভ পন্ত! ঘোষণা সঞ্জীব গোয়েঙ্কার, বললেন ‘যেভাবেই হোক ওকে দলে নিতাম’ সোমবার কলকাতায় ঘোষণা করা হবে LSG-র নতুন অধিনায়কের নাম! সিংহাসনে বসতে চলেছেন পন্ত ভাঙতে চলেছে রাহুলের স্বপ্ন! কার্তিক জানালেন কে হচ্ছেন DC-র নতুন ক্যাপ্টেন ‘ও যা করেছে, অতীতে আর কোন অধিনায়ক করেছে?’ অধিনায়কত্ব বিতর্কে রোহিতের পাশে যুবরাজ

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.