বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > I League 2023-24: ব্যারেটোর গোলে জিতে আই লিগের শীর্ষস্থান পোক্ত করল মহমেডান, নিজেদের রোগ এড়াতে পারবে তো?

I League 2023-24: ব্যারেটোর গোলে জিতে আই লিগের শীর্ষস্থান পোক্ত করল মহমেডান, নিজেদের রোগ এড়াতে পারবে তো?

গোলের পর বেনস্টন ব্যারেটো। ছবি-এমএসসি মিডিয়া

আই লিগে দুর্দান্ত জয় পেল মহমেডান। এবার তারা হারালো নামধারীকে। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান পাকা করল সাদা কালো ব্রিগেড।

অ্যাওয়ে ম্যাচেও বড় জয় পেল মহমেডান স্পোর্টিং ক্লাব। প্রথম থেকে আক্রমণাত্মক ফুটবল খেলে শেষে ম্যাচ পকেটে তুলে নিল সাদা কালো ব্রিগেড। 'নামধারী এফসি'র বিরুদ্ধে এই ম্যাচ শেষ করল ১-০ ফলাফলে। এই জয়ের সাথে পয়েন্ট টেবিলে শীর্ষস্থানে থাকার পাশাপাশি জয়ের ধারাও অব্যাহত রাখলো কলকাতার এই প্রধান। পাশাপাশি, হারের খড়া কাটার নাম নেই নামধারীর। কঠিন লড়াই করা সত্ত্বেও ম্যাচে ফিরতে পারেনি তারা। কোনও ভাবেই ভাঙতে পারল না মহমেডানের রক্ষণভাগ।

বুধবার পঞ্জাবের নামধারী স্টেডিয়ামে 'নামধারী এফসি' মুখোমুখি হয় 'মহমেডান। প্রথম থেকে শেষ পর্যন্ত লড়াই করেও ম্যাচ জিততে না পারার জেরে হতাশা নিয়ে মাঠ ছাড়ে নামধারীর সমর্থকরা। ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালাতে থাকে সাদা কালো ব্রিগেড। এমনকী মহমেডানের পক্ষেই বেশি থাকে বল নিয়ন্ত্রণ। প্রথমার্ধে জমজমাটি হলেও, দ্বিতীয়ার্ধে পুরোপুরি চলে যায় মহমেডানের হাতে।

এদিন ম্যাচের শুরুর প্রথম কয়েকটি মিনিট বল নিয়ন্ত্রণের ক্ষেত্রে এগিয়ে থাকে নামধারী। এরপরই আক্রমণ শুরু করে সাদা কালো ব্রিগেড। বিপক্ষ দলের স্ট্রাইকাররা লাগাতার চাপে ফেলতে থাকে নামধারীর রক্ষণভাগকে। তবে কোনও রকমে গোল খাওয়ানো থেকে নিজেদেরকে রক্ষা করে নামধারী। তবে একেবারে তীরে এসে তরী ডোবে। ম্যাচের শেষের দিকে ব্যারেটোর গোলে এগিয়ে যায় মহমেডান এসসি। এরপর চেষ্টা করেও সমতা ফেরাতে পারলোনা নামধারী এবং মাঠ ছাড়তে হয় হতাশা নিয়ে।

ম্যাচ শেষে মহমেডানের ফুটবল সচিব জানান, ‘লিগ টেবিলে শীর্ষে থাকলেও আমাদের সামনে রয়েছে চার্চিল ম্যাচ। সেই ম্যাচ আমাদের জিততেই হবে। মোটেই সহজ হবে না। কারণ ওরা ঘরের মাঠে যথেষ্ট শক্তিশালী দল। ফলে আমাদেরও বেশ সতর্ক থাকতে হবে।’

উল্লেখ্য, আই লিহের এই মরশুম শুরু হয় ২৮ অক্টোবর থেকে। যা চলবে ২০২৪ সালের এপ্রিল মাস পর্যন্ত। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে ১৩টি দল। এখনও পর্যন্ত খেলা হয়েছে ৫০টির বেশি ম্যাচ এবং মোট গোলের সংখ্যা ১৫০টির বেশি। সর্বোচ্চ গোলদাতার তালিকায় এই মুহূর্তে ৯টি গোল করে শীর্ষস্থানে রয়েছেন গোকুলাম কেরালার আলেক্স স্যাঞ্চেজ। এই পর্যন্ত ৯ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে টেবিল টপার মহামেডান স্পোর্টিং ক্লাব। এখনো অবধি অপরাজিত রয়েছে তারা। তবে অপরাজিত থাকার তালিকায় আর নেই শিলং লাজং। তারা রয়েছে তৃতীয় স্থানে। দ্বিতীয় স্থানে রয়েছে শ্রীনিধি ডেকান। তাদের মোট সংগ্রহ ৯ ম্যাচে ১৭ পয়েন্ট। পরবর্তী ম্যাচ ১৫ ডিসেম্বর। এদিন খেলা হবে মোট দুটি ম্যাচ। দুপুর ২টো নাগাদ প্রথম ম্যাচে ইন্টার কাশি মুখোমুখি হবে দিল্লির। অন্যদিকে, সন্ধ্যা ৭টা নাগাদ নেরোকা মুখোমুখি হবে রাজস্থান এফসির।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ডিভোর্সে সিলমোহর, মুম্বইয়ে সোহমের সঙ্গে মুভি ডেটে শোলাঙ্কি! প্রেমে ইস্তেহার? লাগাতার তাপপ্রবাহের মধ্যেই এল বৃষ্টির পূর্বাভাস, জেনে নিন কবে হবে কালবৈশাখী? আপনারাই মদত দেন রাশিয়াকে, এটা না থামালে আমরা কিন্তু…চিনকে কড়া কথা আমেরিকার মণিপুরে শহিদ জওয়ানের দেহ ফিরল বাঁকুড়ার গ্রামে, গান স্যালুটে শেষকৃত্য মুখ্যমন্ত্রীকে জুতোপেটা করার নিদান, স্বপন মজুমদারের বিরুদ্ধে কমিশনে যাচ্ছে TMC সোশ্যাল মিডিয়ায় অন্য অভিনেত্রীদের প্রবল অস্তিত্বকে কটাক্ষ পায়েলের? বললেন কী? হাতে আঁকা রয়েছে সময়, কেন এমন ট্যাটু করেছেন নাইটদের রিঙ্কু সিং? ফাঁস করলেন রহস্য ইস্টবেঙ্গলের টার্গেটে প্রীতম কোটাল! বাগানের ‘ঘরের ছেলে’ কী করবেন? কোচ নিয়োগে বিরাট চমক পাকিস্তানের, ভারতকে বিশ্বকাপ জেতানো কার্স্টেনের হাতে বাগডোর পড়ুয়াদের কড়া ভাষায় বকুনি দিতেই পারেন শিক্ষক, জানিয়ে দিল হাইকোর্ট

Latest IPL News

হাতে আঁকা রয়েছে সময়, কেন এমন ট্যাটু করেছেন নাইটদের রিঙ্কু সিং? ফাঁস করলেন রহস্য ‘প্রথমবার দেখেই বিরাট বলেছিল’…অভিজ্ঞতার কথা জানালেন ভারতীয় ক্রিকেটের প্রিন্স নাচতে না জানলে উঠোন বাঁকা! ইডেনের পিচ নিয়ে নিন্দে শুনতে নারাজ কিউরেটর স্ট্যান্ডের দিকে তাকিয়ে স্যালুট, সেনাকর্মী বাবাকে অভিনব সম্মান ধ্রুব জুরেলের রাগে গজগজ করতে করতে কোচের সঙ্গেই তর্ক পৃথ্বীর, বাদ পড়েই কি ক্ষোভে ফেটে পড়লেন? কেন ভারতের বিশ্বকাপ দলে ১ম পছন্দের কিপার হওয়া উচিত সঞ্জুর, বলে দিচ্ছে পরিসংখ্যান IPL-এর নিয়ম ভেঙে শাস্তির মুুখে ইশান কিষান, ছেড়ে কথা বলল না BCCI দুই ক্যাপ্টেনের ডুয়েলে বাজিমাত সঞ্জুর, রাহুলের লড়াই ব্যর্থ করে দুরন্ত জয় RR-এর ২৫০ রান করার পরেও… ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়ম নিয়ে রোহিতদের সুরে সুর মেলালেন পন্ত রোহিতের সঙ্গেই দিল্লিতে নির্বাচকপ্রধান আগরকর! বিশ্বকাপের দল ঘোষণা কি একটু পরেই?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.