বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > MB vs OFC Highlights: ওড়িশাকে ৪-০ গোলে হারিয়ে শুরু মোহনবাগানের AFC Cup যাত্রা
গোল করার পরে দিমিত্রির সেলিব্রেশন (ছবি-এক্স)

MB vs OFC Highlights: ওড়িশাকে ৪-০ গোলে হারিয়ে শুরু মোহনবাগানের AFC Cup যাত্রা

জয় দিয়ে AFC Cup অভিযান শুরু করল মোহনবাগান। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরুতে সামাদের গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপরে দিমিত্রি জোড়া গোল করেন এবং কোলাসো একটি গোল করেন। ৪-০ গোলে জেতে সবুজ মেরুন ব্রিগেড। তবে এটাও মাথায় রাখতে হবে ওড়িশা দ্বিতীয়ার্ধ ১০ জনে খেলেছে। ফল লাল কার্ড দেখেন।

ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান বনাম ওড়িশা এফসির খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে সামাদের গোলে এগিয়ে যায় মোহনবাগান। ৪-০ গোলে জিতল সবুজ মেরুন ব্রিগেড।

19 Sep 2023, 09:29:13 PM IST

জয় দিয়ে AFC Cup অভিযান শুরু করল মোহনবাগান

জয় দিয়ে AFC Cup অভিযান শুরু করল মোহনবাগান। ওড়িশার কলিঙ্গ স্টেডিয়ামে মোহনবাগান বনাম ওড়িশা এফসির খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে সামাদের গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপরে দিমিত্রি জোড়া গোল করেন এবং কোলাসো একটি গোল করেন। ৪-০ গোলে জেতে সবুজ মেরুন ব্রিগেড।

19 Sep 2023, 09:23:06 PM IST

৫ মিনিটের অতিরিক্ত সময়

পাঁচ মিনিটের অতিরিক্ত সময়ের খেলা দেওয়া হয়েছে। এখন দেখার মোহনবাগান তাদের পঞ্চম গোলের খোঁজ পায় কিনা।  

19 Sep 2023, 09:21:22 PM IST

৯০ মিনিটের খেলা শেষ

১০ জনের ওড়িশার বিরুদ্ধে এখনও ৪-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। 

19 Sep 2023, 09:15:54 PM IST

আবার গোললল করলেন দিমিত্রি

ম্যাচের ৮১ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন দিমিত্রি। ওড়িশার খারাপ ডিফেন্সকে কাজে লাগিয়ে এগিয়ে যায় মোহনবাগান। ৪-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। 

19 Sep 2023, 09:13:45 PM IST

৮০ মিনিট:৩-০ এগিয়ে মোহনবাগান

৮০ মিনিটের খেলা শেষ, এখনও পর্যন্ত ৩-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। সামাদ, দিমিত্রির গোলের পরে কোলাসোর গোলে ব্যবধান বাড়িয়েছে মোহনবাগান।  

19 Sep 2023, 09:12:13 PM IST

আবারর গোললললল

৩-০ এগিয়ে গেল মোহনবাগান। মনবীরের ক্রস একেবারে লিস্ট কোলাসোর মাথায় ঠিকানা লেখা ছিল। হেডে দারুণ গোল করে মোহনবাগানের জন্য ব্যবধান বাড়িয়ে নেন লিস্টন কোলাসো।  

19 Sep 2023, 09:08:40 PM IST

উফফফ একটুর জন্য

লিস্টন দারুণ একটি শট নিয়েছিলেন কিন্তু অমরিন্দর দারুণ সেভ দিয়ে সেটিকে বাইরে করে দিলেন।

19 Sep 2023, 09:07:42 PM IST

দুরন্ত আনোয়ার

ম্যাচের ৭৪ মিনিটে গোলের সুযোগ পেয়েছিল ওড়িশা। তবে দারুণ ডিফেন্স করেন ওনোয়া আলি।

19 Sep 2023, 09:01:09 PM IST

গোললললল

আবার গোল করল মোহনবাগান। এবার গোল করলেন দিমিত্রি। ম্যাচের ৬৮ মিনিটে দুরন্ত গোল করলেন দিমিত্রি। প্রথমে দুরপাল্লার শট নেন সামাদ। সেই বলটি ওড়িশার গোলরক্ষকের হাতে লেগে বলটি দিমিত্রির পায়ে যায়। সেখান থেকে কোনও ভুল করেননি অজি তারকা। 

19 Sep 2023, 08:59:24 PM IST

গোল লাই সেভ

ম্যাচর ৬৪ মিনিটে দারুণ একটা আক্রমণ করেছিলেন দিমিত্রি। বক্সে শুধু অমরিন্দর ছিলেন। সেখানে গোলের মুখ খুজেও নিয়েছিলেন দিমিত্রি। তবে বলটি ওড়িশা গোলরক্ষকের পায়ে লেগে আস্তে হয়ে যায়। বলটি যখন গোলে ঢুকতে যাবে তখনই গোল লাইন সেভ করেন JAHOUH

19 Sep 2023, 08:54:11 PM IST

শেষ ৬০ মিনিট

ম্য়াচের ৬০ মিনিটের খেলা শেষ। এখনও ১-০ গোলে এগিয়ে রয়েছে মোহনবাগান। ম্য়াচের একমাত্র গোলটি করেছেন সামাদ।  

19 Sep 2023, 08:51:52 PM IST

বাগানের গোল বাতিল হয়ে যায়

ম্যাচের ৫৫ মিনিটে গোল করেছিলেন হামিল। তবে তিনি অফ সাইডে দাঁড়িয়েছিলেন। শেষ পর্যন্ত গোলটি বাতিল করা হয়।  

19 Sep 2023, 08:50:00 PM IST

শুভাশিসের দারুণ ডিফেন্স

ম্যাচের ৫৭ মিনিটে ওড়িশার জেরি প্রায় বাগানের ডিফেন্স ভেঙে দিয়েচিলেন। শেষ পর্যন্ত শুভাশিস দারুণ ডিফেন্স করেন।

19 Sep 2023, 08:48:06 PM IST

বসলেন সাদিকু নামলেন কামিন্স

ম্যাচের ৫৫ মিনিটে সাদিকুকে বসিয়ে কামিন্সকে মাঠে নামালেন জুয়ান। আক্রমণ বাড়ালেন বাগান কোচ।

19 Sep 2023, 08:46:27 PM IST

সামাদের গোলকে কুর্নিশ

আব্দুল সামাদ সাহালের গোলকে সকলে কুর্নিশ জানাচ্ছেন। দুরন্ত গোল করে দলকে এগিয়ে দিলেন তিনি। এই গোলে মোহনবাগানের টোটাল ফুটবলকে দেখা গিয়েছে। 

19 Sep 2023, 08:39:41 PM IST

গোলললল

সামাদের গোলে ১-০ এগিয়ে গেল মোহনবাগান। দ্বিতীয়ার্ধের শুরুতেই দুরন্ত গোল করলেন সাাদ।

19 Sep 2023, 08:37:20 PM IST

শুরু দ্বিতীয়ার্ধ

বর্তমানে দশ জনে খেলছে ওড়িশা। এখন দেখার শেষ ৪৫ মিনিটে খেলা কোন দিকে গডায়। ম্যাচের ৪২ মিনিটে লাল কার্ড দেখেছেন ফল।

19 Sep 2023, 08:34:35 PM IST

ওড়িশায় বাগান সমর্থকদের হুঙ্কার 

বড় বড় টিফো নিয়ে মাঠে হাজির মোহনবাগানের সমর্থকেরা।

19 Sep 2023, 08:24:07 PM IST

শেষ প্রথমার্ধ

প্রথমার্ধের খেলা শেষ, তবে এখনও দুই দলের কেউই গোল করতে পারেনি। এর মধ্যে চাপে রয়েছে  ওড়িশা। তারা তাদের একটি ফুটবলারকে হারিয়েছে। দুটো হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখে মাঠে বাইরে চলে গিয়েছেন মৌরতাদা ফল। 

19 Sep 2023, 08:19:17 PM IST

৪ মিনিটের অতিরিক্ত সময় 

৪৫ মিনিটের খেলা শেষ। চার মিনিটের অতিরিক্ত সময় দেওয়া হয়েছে। তবে এখনও কোনও দলই গোল পায়নি।

19 Sep 2023, 08:17:36 PM IST

দশ জনে খেলছে ওড়িশা

মোহনবাগানের জন্য ফ্রি কিক নিয়েছিলেন হুগো। ওড়িশার ফল ম্যাচে দ্বিতীয় হলুদ কার্ড দেখেন। ফলে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। ১০ জনে খেলছে ওড়িশা।

19 Sep 2023, 08:14:36 PM IST

৪০ মিনিট-মোহনবাগান-০ ওড়িশা-০

বেশকিছু সুযোগ তৈরি করেছিল মোহনবাগান। তবে সেভাবে সপল হতে পারেনি তারা। ৪০ মিনিটে রয় কৃষ্ণ আক্রমণে নড়ে গিয়েছিল বাগান ডিফেন্স। তারপরেই আক্রমণে নামে মোহনবাগান।

19 Sep 2023, 08:07:49 PM IST

বড় সুযোগ নষ্ট

ম্যাচের ৩৪ মিনিটে বড় সুযোগ নষ্ট করলেন হুগো। অল্পের জন্য বল সাইড নেটে লাগে। 

19 Sep 2023, 07:59:53 PM IST

ফের সুযোগ নষ্ট

ম্যাচের ২৮ মিনিটে সুযোগ পেয়েছিলেন সাদিকু। কিন্তু ব্যর্থ হন তিনি।

19 Sep 2023, 07:55:01 PM IST

ফের সুযোগ পেয়েছিল মোহনবাগান

দিমিত্রি দারুণ একটা সুযোগ তৈরি করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত সফল হতে পারেননি তিনি।

19 Sep 2023, 07:53:57 PM IST

২০ মিনিট- মোহনবাগান-০ ওড়িশা-০

ম্যাচের ২০ মিনিটেও গোলে পেল না কোনও দল। তবে হুগো টাচ ও সকলের ন জিতছে। আবারও ওড়িশার গোলের কাছে পৌঁছে গিয়েছিল মোহনবাগান।

19 Sep 2023, 07:51:00 PM IST

দুই দলই বেশকিছু সুযোগ পেয়েছে

ম্যাচের ১৮ মিনিট খেলা হয়েগিয়েছে, তবু দুই দল এখনও গোলের মুখ খুলতে পারেনি। তবে দুই দলই বেশ কিছু আক্রমণ করেছে।

19 Sep 2023, 07:43:42 PM IST

ম্যাচের প্রথম হলুদ কার্ড

আব্দুল সামাদকে একটি র‍্যাশ ট্যাকেল দ্বারা ফাউল করা হয়। ওড়িশার ফুটবলার প্রথম হলুদ কার্ড দেখেন।

19 Sep 2023, 07:39:07 PM IST

দারুণ সুযোগ পেয়েছিল মোহনবাগান

ম্যাচের সাত মিনিটের মাথায় দারুণ একটা সুযোগ পেয়েছিল মোহনবাগান। মনবীরের কাছে সুযোগ তৈরি করেদিয়েছেিলেন সাদিকু। তবে সফল হতে পারেননি মনবীর।

19 Sep 2023, 07:37:39 PM IST

দেখে নিন ওড়িশা প্রথম একাদশ

মোহনবাগানের বিরুদ্ধে কোন দল নামিয়েছে ওড়িশা। বাগানের বিরুদ্ধে ফের রয় কৃষ্ণ।

19 Sep 2023, 07:34:30 PM IST

শুরু দুই দলের লড়াই

এদিনের ম্যাচকে বলা যায় জুয়ান ফেরান্দোর বনাম সার্জিও লোবেরার মগজের লড়াই। দুই স্প্যানিশ কোচই এএফসি কাপের ম্যাচে নামার আগে প্রতিপক্ষকে গুরুত্ব দিয়েছেন।

19 Sep 2023, 07:32:43 PM IST

ওড়িশা বনাম মোহনবাগানের Head-to-head লড়াই

মোট সাক্ষাৎ: ১২মোহনবাগান: ৫ওড়িশা এফসি: ২ড্র: ৫

19 Sep 2023, 07:29:11 PM IST

ম্যাচের আগে কী বলেছিলেন দুই দলের কোচ

খাতায়কলমে আজকের ম্যাচে মোহনবাগান এগিয়ে থাকলেও সার্জিও লোবেরার তত্ত্বাবধানে ওড়িশার বিরুদ্ধে জুয়ান ফেরান্দোদের ছেলেদের লড়াইটা সহজ হবে না। তাই ওড়িশাকে একেবারেই হালকাভাবে নিতে নারাজ মোহনবাগান কোচ। ম্যাচের আগে তিনি জানিয়েছেন, মোহনবাগানের জন্য এই ম্যাচটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনুশীলনে কোনও রকম ফাঁকফোকর রাখা হয়নি। পুরো ম্যাচেই ফোকাস ধরে রাখার উপর জোর দিচ্ছেন। অন্যদিকে, ওড়িশার কোচ জানিয়েছেন যে প্রাক-মরশুম প্রস্তুতিতে অত্যন্ত খুশি তিনি। এএফসি কাপের পরের পর্বে যেতে মুখিয়ে আছে দল।

19 Sep 2023, 07:20:24 PM IST

দল ঘোষণা করল মোহনবাগান

শোনা গিয়েছিল, রক্ষণের গুরুত্বপূর্ণ ফুটবলার শুভাশিস বসু গোড়ালিতে চোট পেয়েছিলেন। তবে সেই শুভাশিসের নেতৃত্বেই মাঠে নামছে মোহনবাগান।

19 Sep 2023, 07:14:13 PM IST

HT বাংলা লাইভ ব্লগে আপনাকে স্বাগত

কলিঙ্গ স্টেডিয়ামে শুরু হবে ফেরান্দো বনাম লোবেরার লড়াই। ওড়িশার বিরুদ্ধে এএফসি কাপে নামছে মোহনবাগান। এএফসি কাপে অভিযান শুরু করছে মোহনবাগান সুপার জায়ান্ট। গ্রুপ ‘ডি’-র প্রথম ম্যাচে প্রতিপক্ষ ওড়িশা এফসি। খাতায়কলমে আজকের ম্যাচে মোহনবাগান এগিয়ে থাকলেও নয়া কোচ সার্জিও লোবেরার তত্ত্বাবধানে ওড়িশার বিরুদ্ধে জুয়ান ফেরান্দোদের ছেলেদের লড়াইটা সহজ হবে না।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ধরনামঞ্চে মমতার আগমনে কি থামবে আন্দোলন? মুখ্যমন্ত্রী ফিরতেই মুখ খুললেন ডাক্তররা পরিবারের ভালোবাসায় ভরা, জন্মদিন কীভাবে সেলিব্রেট করলেন সন্দীপ্তা? 'দুর্নীতির টেন্ডার আমার কাছে আসেনি, রোগীকল্যাণ সমিতিতে কী কাজ হয় জানি না' স্বাস্থ্যভবনের সামনে ধরনাস্থলে বসল ১৪টি সিসি ক্যামেরা, জুনিয়র চিকিৎসকদের সুরক্ষা এক লক্ষের বেশি গাছ লাগাল কলকাতা পুরসভা, সাড়ে চার বছর ধরে ক্ষতিপূরণের উদ্যোগ 'সাহেব' কে? মীনাক্ষি না সেলিম? কলতানের গ্রেফতারিতে ফুঁসে উঠলেন দেবাংশু রাজকাহিনীতে মেলেনি 'পার্ট', গোঁসা করে সৃজিতের সঙ্গে প্রেম ভাঙেন স্বস্তিকা! বিশ্বকর্মা পুজোর তারিখ নিয়ে আছে বিভ্রান্তি, জেনে নিন সঠিক দিনক্ষণ তিথি ও শুভ সময় ‘আমি মুখ্যমন্ত্রী নই….’, ‘লাস্ট চেষ্টায়’ জুনিয়র ডাক্তারদের কী কী বললেন মমতা? জুনিয়র ডাক্তারদের ধরনায় মমতা, বললেন, আমি একা সরকার চালাই না, তবে বিবেচনা করব

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.