বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > East Bengal player replacement: মহম্মদ সালেহ আসতে পারেন ইস্টবেঙ্গলে! খোঁজা হচ্ছে এলসের পরিবর্ত- রিপোর্ট

East Bengal player replacement: মহম্মদ সালেহ আসতে পারেন ইস্টবেঙ্গলে! খোঁজা হচ্ছে এলসের পরিবর্ত- রিপোর্ট

মহম্মদ সালেহ আসতে পারেন ইস্টবেঙ্গলে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)

East Bengal player replacement: ইস্টবেঙ্গলের ডিফেন্ডার জর্ডন এলসে বড়সড় চোট পেয়েছেন। কয়েক মাসের জন্য ছিটকে গিয়েছেন। তাঁর পরিবর্তে নয়া খেলোয়াড় খুঁজছে ইস্টবেঙ্গল। আর এলসের পরিবর্ত হিসেবে মহম্মদ সালেহের নাম উঠে এসেছে।

চোটের জন্য কয়েক মাসের জন্য ছিটকে গিয়েছেন জন এলসে। ইন্ডিয়ান সুপার লিগে (আইএসএল) আদৌও খেলতে পারবেন কিনা, তা নিয়ে ধোঁয়াশা আছে। সেই পরিস্থিতিতে এলসের পরিবর্ত হিসেবে প্যালেস্তাইনের ডিফেন্ডার মহম্মদ সালেহের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে ইস্টবেঙ্গল। একটি রিপোর্টে এমনই জানানো হয়েছে। ওই রিপোর্ট অনুযায়ী, সালেহের সঙ্গে একেবারে প্রাথমিক স্তরে আলোচনা চলছে। যিনি প্যালেস্তাইনের হয়ে ২৪টি ম্যাচ খেলেছেন। গত জুনেও জাতীয় দলের হয়ে খেলেছেন ৩০ বছরের সালেহ। যিনি জাতীয় দলে মূলত সেন্ট্রাল-ব্যাক হিসেবে খেলে থাকেন। আবার রাইট-ব্যাকে খেলারও অভিজ্ঞতা আছে। তবে বিষয়টি নিয়ে লাল-হলুদ শিবিরের তরফে কোনও উচ্চবাচ্য করা হয়নি। সরকারিভাবে কিছু জানায়নি ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ।

সরকারিভাবে কিছু জানানো না হলেও সূত্র উদ্ধৃত করে সংবাদমাধ্যম নিউজ৯-র প্রতিবেদনে জানানো হয়েছে, আপাতত সালেহের সঙ্গে একেবারে প্রাথমিক স্তরের কথাবার্তা চলছে। বর্তমানে তাঁর কোনও ক্লাব নেই। ইজিপ্টের প্রিমিয়র লিগের ক্লাব ইত্তিহাদ আলেকজান্দ্রিয়া স্পোর্টস ক্লাব ছাড়ার পর ‘ফ্রি এজেন্ট’ হিসেবে আছেন। তবে আইএসএল শুরুর আগেই তাঁকে দলে নেওয়া যাবে কিনা, তা এখনও স্পষ্ট নযয়। কারণ সেই লিগ শুরু হতে বেশিদিন বাকি নেই। সরকারিভাবে সূচি ঘোষণা করা না হলেও আগামী ২১ সেপ্টেম্বর থেকে আইএসএল শুরু হতে পারে বলে কানাঘুষো চলছে। 

অথচ ডুরান্ড কাপের ফাইনালের শুরু পর্যন্ত সেন্টার-ব্যাক নিয়ে ইস্টবেঙ্গলের কোনও চিন্তা ছিল না। লাল-হলুদে যোগ দেওয়ার পর কার্লেস কুয়াদ্রাতের অধীনে বেশ ভালো খেলছিলেন অস্ট্রেলিয়ান। কিন্তু ডুরান্ডের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের বিরুদ্ধে প্রথমার্ধে চোট পান। তখনই বোঝা গিয়েছিল যে বেশ গুরুতর চোট লেগেছে। পরে ইস্টবেঙ্গলের তরফে বিবৃতি জারি করে জানানো হয় যে হাঁটুতে চোট লেগেছে এলসের। তার জেরে কয়েক মাস মাঠের বাইরে থাকবেন অজি খেলোয়াড়।

আরও পড়ুন: আশঙ্কাই সত্যিই হল, ISL শুরুর আগেই বড় ধাক্কা খেল ইস্টবেঙ্গল, বেশ কয়েক মাসের জন্য ছিটকে গেলেন এলসে

মহম্মদ সালেহের ইতিবৃত্ত

১) প্যালেস্তাইনের হয়ে আপাতত ২৪টি ম্যাচ খেলেছেন সালেহ। ২০১৬ সালের ৫ অক্টোবর অভিষেক হয়েছিল। চোটের জন্য ২০১৮ সালে একাধিক ম্যাচ খেলতে পারেননি। ২০১৯ সালে বড়সড় চোট লেগেছিল। তার জেরে দীর্ঘদিন জাতীয় দলের বাইরে ছিলেন। অবশেষে ২০২১ সালের জুনে ফের প্যালেস্তাইনের জার্সি পরে মাঠে নেমেছিলেন। তারপর থেকে ১১টি ম্যাচ খেলেছেন। তবে ওমান ও ভিয়েতনামের বিরুদ্ধে দিনকয়েক পরে যে দুটি ম্যাচ খেলবে প্যালেস্তাইন, সেই দলে সুযোগ পাননি সালেহ।

২) নিজেদের পেশাদারি কেরিয়ারে গাজা এফসি, আহলি আল-খলিল, ফ্লোরিনা, এল মাসরি, ইস্টার্ন কোম্পানির মতো একাধিক ক্লাবের হয়ে খেলেছেন। ২০২২ সালের সেপ্টেম্বরে ইত্তিহাদে যোগ দিয়েছিলেন। যে চুক্তি শেষ হয়েছে চলতি বছরের জুলাইয়ে। যিনি আটটি এএফসি কাপের ম্যাচও খেলেছেন।

আরও পড়ুন: East Bengal vs Mohun Bagan: ম্যাচ হেরেও বাগানকে খোঁচা, তবে মানের তফাতের কথা স্বীকার করে নিলেন ইস্টবেঙ্গল কোচ

৩) ট্রান্সফার মার্কেটের প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে প্যালেস্তাইনের ডিফেন্ডার বাজারমূল্য ২.৮ কোটি টাকা। যেখানে এলসের বর্তমান বাজারমূল্য ৩.৬ কোটি টাকা বলে ওই ওয়েবসাইটের তরফে জানানো হয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

Bengal Pro T20 League: কবে থেকে শুরু হতে চলেছে আইপিএলের আদলে চালু হওয়া নয়া লিগ? জোড়া ঘূর্ণাবর্তের দোসর বায়ু! বৃহস্পতি পর্যন্ত বৃষ্টি বাংলায়, কোথায় ঝড় উঠবে? MI-কে হারিয়ে প্লে-অফ কার্যত পাকা করে ফেলল KKR, মুম্বইয়ের আশার প্রদীপ নিভু নিভু রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR সিকন্দর ব্যর্থ হতেই জারিজুরি শেষ জিম্বাবোয়ের,তাসকিনদের দাপটে বিরাট জয় বাংলাদেশের ‘বিপদে আমিই প্রথম…’উদ্ধবের সঙ্গে সম্পর্কের গভীরতা বোঝালেন মোদী,উস্কে দিল জল্পনা কেমন হল মাধ্যমিকে পাঠভবনের ফল? কলকাতার নামী স্কুলের শিক্ষক-শিক্ষিকারা কী বলছেন 'গল্পের এই ট্র্যাকে সূর্যর আর ফেরার নেই', অনুরাগের ছোঁয়া থেকে বাদ দিব্যজ্যোতি? পদ্মার ইলিশ নাগালের বাইরে! এবার পুকুরেই চাষ হবে বাঙালির প্রিয় মাছ

Latest IPL News

রিঙ্কু সিংয়ের ভারতীয় দলে সুযোগ না পাওয়ার কারণ জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায় ওয়াংখেড়েতে ১২ বছরের শাপমুক্তি, স্টার্কের জাদুতে MI-কে হারিয়ে প্লে-অফের দিকে KKR বুমরাহের বিষাক্ত ইয়র্কারে ছানাবড়া বেঙ্কি-স্টার্করা, ওয়াংখেড়েতে ৫০ উইকেটের নজির হেড না টেল! ক্যামেরায় দেখাল না MI vs KKR ম্যাচের টসের রেজাল্ট, শুরু হল বিতর্ক ‘একটু বিশ্রাম দরকার’, ৩টে ছবি করে ক্লান্ত ৬০ ছুঁইছুঁই শাহরুখ! কবে ফিরছেন ফ্লোরে? টিমে রাসেল, ফিরলেন হেতমায়ের, সুযোগ পেলেন গাব্বার নায়ক! দল ঘোষণা করল উইন্ডিজ বয়স ১০৩ বছর! CSK-এর সুপার ফ্যানের জন্য বিশেষ উপহার পাঠালেন মহেন্দ্র সিং ধোনি CSK ছাড়ার আগে ধোনির থেকে বিশেষ উপহার পেলেন মুস্তাফিজ, লিখলেন আবেগপ্রবণ বার্তা এখানে যে কেউ সেঞ্চুরি করতে পারে, IPL কি তবে ফাটকা? রোহিতের উত্তরে বিতর্কের গন্ধ দলে ফিরতে ছেড়েছিলেন রসমালাই,বিরিয়ানি! কীভাবে ৪ মাসে ১৬ কেজি ওজন কমালেন ঋষভ পন্ত

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.