এখনও পর্যন্ত মরশুমের আট ম্যাচ খেলা হয়ে গেলেও জয়ের মুখ দেখেনি এসসি ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই ম্যানুয়েল দিয়াজ ছাঁটাই হওয়ার পর নতুন কোচ হিসেবে মারিয়ো রিভেরার নাম ঘোষণা করে দিয়েছে ইস্টবেঙ্গল। লিগ তালিকার লাস্টবয় নিজেদের প্রথম জয়ের খোঁজে মাঠে নামছে আট নম্বরে থাকা বেঙ্গালুরুর বিরুদ্ধে।
তবে সুনীল ছেত্রীদের বিরুদ্ধে রিভেরা নন, দলের দায়িত্বে থাকবেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক তথা ইস্টবেঙ্গলের সহকারী কোচ রেনেডি সিং। রিভেরা ভারতে এসে নিভৃতবাস কাটিয়ে তবেই দলের দায়িত্ব নিতে পারবেন। তার আগে অবধি দলের রিমোট কন্ট্রোল রেনেডিরই হাতে। অপরদিকে, বেঙ্গালুরুর অবস্থাও খুব একটা ভাল না। নয় ম্যাচ খেলে মাত্র দু’টি জয় পেয়েছে তারা। তবে গত ম্যাচেই প্রথম চারের দৌড়ে থাকা চেন্নাইনকে ৪-২ হারিয়েছে ব্যাঙ্গালুরু।
ইস্টবেঙ্গল জয়হীন থাকলেও নিজেদের শেষ ম্যাচ হায়দরাবাদ এফসির বিরুদ্ধে মরিয়া লড়াই দেখিয়েছে লাল-হলুদ বাহিনী। সেই লড়াইটাই নতুন প্রাণ সঞ্চার করতে পারে ধুঁকতে থাকা এসসি ইস্টবেঙ্গল শিবিরে। অপরদিকে, জয়ের স্বাদ পাওয়া বেঙ্গালুরুরও লক্ষ্যে মোমেন্টাম ধরে রাখা। সব মিলিয়ে টানটান ম্যাচ হওয়ার প্লট একেবারে তৈরি। এই রোমাঞ্চকর ম্যাচ কোথায়, কখন অনুষ্ঠিত হবে। কোন চ্যানেলে এবং অনলাইনেই বা কোথায় দেখবেন প্রিয় দলের খেলা, এক নজরে দেখে নেওয়া যাক।
কবে অনুষ্ঠিত হবে এসসি ইস্টবেঙ্গল বনাম বেঙ্গালুরু এফসি-র ম্যাচ: ৪ জানুয়ারি, ২০২২ (মঙ্গলবার)।
কোথায় অনুষ্ঠিত হবে এই ম্যাচ: অ্যাথলেটিক্স স্টেডিয়াম, (বাম্বোলিম, গোয়া)।
কখন শুরু হবে ম্যাচ: ভারতীয় সময় অনুযায়ী সন্ধ্যা ৭.৩০-তে শুরু ম্যাচ।
ভারতে কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচের সরাসরি সম্প্রচার: স্টার স্পোর্টস ২, স্টার স্পোর্টস ২ এইচডি, স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ১ হিন্দি, স্টার স্পোর্টস ১ হিন্দি এইচডি, স্টার স্পোর্টস ১ বাংলা।
মোবাইলে ও অনলাইনে কোথায় দেখবেন লাইভ স্ট্রিমিং: Disney+Hotstar অ্যাপ এবং জিও টিভি-তে দেখা যাবে অনলাইন স্ট্রিমিং। এ ছাড়া ম্যাচের যাবতীয় আপডেট পাবেন হিন্দুস্তান টাইমস বাংলায়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।