চুমুকাণ্ডে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়ালসকে ইস্তফা দিতে হবে। নাহলে আর কোনও আন্তর্জাতিক ম্যাচ খেলবেন না। এমনই হুঁশিয়ারি দিলেন জেনি হার্মোসো-সহ স্পেনের বিশ্বকাপজয়ী দলের ২৩ জন সদস্য। সেইসঙ্গে স্প্যানিশ স্কোয়াডে থাকা আরও ৩২ জন খেলোয়াড় একই হুঁশিয়ারি দিয়েছেন। যদিও আপাতত ইস্তফা দেওয়ার পথে হাঁটেননি রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি। বরং সংবাদসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, শুক্রবার তিনি জানিয়ে দিয়েছেন যে ইস্তফা দেওয়ার কোনও প্রশ্নই ওঠে না। পুরুষ সংখ্যাগরিষ্ঠ সদস্যদের হাততালির মধ্যেই তিনি বলেন, ‘আমি ইস্তফা দেব। শেষপর্যন্ত আমি লড়াই করব।’
স্প্যানিশ মহিলা ফুটবলারদের সংগঠন ফুটপ্রো ইউনিয়নের মাধ্যমে একটি বিবৃতিতে জানানো হয়েছে, যতদিন রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতির পদে থাকবেন রুবিয়ালস, ততদিন তাঁরা কোনও আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলবেন না। ওই বিবৃতিতেই রুবিয়ালসের দাবি উড়িয়ে দিয়েছেন হার্মোসো। তিনি দাবি করেছেন, হার্মোসোর সম্মতি পাওয়ার পরই তাঁকে জাপটে ধরে চুমু খেয়েছেন বলে যে যুক্তি সাজিয়েছেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি, তা পুরোপুরি মিথ্যা। তিনি কোনওরকম সম্মতি দেননি। পুরোটাই তাঁর সম্মতি ছাড়াই হয়েছে।
স্প্যানিশ তারকা হার্মোসো বলেন, ‘আমি যেটা বলেছি, সেটা নিয়ে ধোঁয়াশা তৈরি করার বিষয়টা আমি কখনও বরদাস্ত করব না। আর আমি যে কথা বলিনি, সেটা বানিয়ে দেওয়ার বিষয়টা তো কোনওভাবে বরদাস্ত করব না।’ তিনি আরও বলেন, ‘(বিশ্বকাপ ফাইনালের পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সময় রুবিয়ালস যখন চুমু খেয়েছিলেন, তখন) সন্ত্রস্ত মনে হচ্ছিল। আগ্রাসনের শিকার হয়েছি বলে মনে হচ্ছিল। আমায় একেবারে সম্মান দেখানো হয়নি।’
ঘটনাটি ঠিক কী হয়েছিল?
গত সপ্তাহের রবিবার স্পেনের বিশ্বকাপ জয়ের পর সেই ঘটনা ঘটেছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্পেনের খেলোয়াড়দের বিজয়ী পদক দেওয়ার মধ্যেই মঞ্চে দাঁড়িয়ে হার্মোসোকে জাপটে ধরে ঠোঁটে চুমু খেয়ে নেন স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি। সেই ঘটনার জেরে সোশ্যাল মিডিয়ায় তুমুল ক্ষোভে পড়েন তিনি। প্রাথমিকভাবে সেই ঘটনায় হার্মোসো বলেন, ‘আমার ওই বিষয়টা ভালো লাগেনি।’
আরও পড়ুন: চুমু-বিতর্কে এবার নড়েচড়ে বসল ফিফা, আরও চাপে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের প্রধান
যদিও পরবর্তীতে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের তরফে দাবি করা হয়, হার্মোসো বলেছেন যে ‘এটা পুরোপুরি স্বতঃস্ফূর্ত এবং উচ্ছ্বাসের বহিঃপ্রকাশ ছিল। যে আনন্দের জোয়ার বয়ে নিয়ে আসে বিশ্বকাপ।’ হার্মোসো অবশ্য দাবি করেছেন, রুবিয়ালেস যে কাজ করেছেন, সেটার স্বপক্ষে বিবৃতি দেওয়ার জন্য তাঁর উপর লাগাতার চাপ তৈরি করে যাচ্ছে রয়্যাল স্প্যানিশ ফুটবল ফেডারেশন।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।