বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > জয় দিয়েই শিল্ড অভিযান শুরু করল কাশ্মীর, ৩-০ উড়িয়ে দিল অ্যারোজকে

জয় দিয়েই শিল্ড অভিযান শুরু করল কাশ্মীর, ৩-০ উড়িয়ে দিল অ্যারোজকে

জয় দিয়েই আইএফএ শিল্ডে যাত্রা শুরু করল রিয়াল কাশ্মীর।

ম্যাচের প্রথম থেকেই বলের দখল রেখেছিলেন কাশ্মীরের ফুটবলাররাই। এমন কী প্রথমার্ধেই তারা ২-০ এগিয়ে গিয়েছিল। তখনই মানসিক ভাবে কিছুটা হলেও পিছিয়ে পড়েছিল অ্যারোজের ছেলেরা। ম্যাচের দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে তিন নম্বর গোলটি হয়।

আইএফএ শিল্ডের নিজেদের সাফল্যের ধারা ধরে রাখল রিয়াল কাশ্মীর। জয় দিয়েই শিল্ডের তাদের অভিযান শুরু করল কাশ্মীরের দলটি। বুধবার, ইস্টবেঙ্গল মাঠে ইন্ডিয়ান আ‍্যারোজকে কিছুটা এক তরফা ভাবেই হারাল তারা। খেলার ফল রিয়াল কাশ্মীরের পক্ষে ৩-০।

শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিল কাশ্মীরের দলটি। ম্যাচের প্রথম থেকেই বলের দখল রেখেছিলেন কাশ্মীরের ফুটবলাররাই। এমন কী প্রথমার্ধেই তারা ২-০ এগিয়ে গিয়েছিল। তখনই মানসিক ভাবে কিছুটা হলেও পিছিয়ে পড়েছিল অ্যারোজের ছেলেরা। ম্যাচের দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে তিন নম্বর গোলটি হয়। রিয়াল কাশ্মীরের হয়ে গোল তিনটি করেছেন গঞ্জালেজ মুনোজ, চন্দ্রকান্ত শিরোদকার এবং খানজেন তোহি সিং।

তবে প্রথমার্ধে ২-০ পিছিয়ে পড়ার পর কিন্তু দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু মরিয়া হয়ে উঠেছিল ইন্ডিয়ান অ্যারোজ। কিন্তু কাশ্মীরের ডিফেন্স তারা ভাঙতে পারেনি। গোলের মুখও তাই খুলতে পারেনি তারা। যার নিট ফল, শিল্ডের শুরুতেই ৩-০ হেরে বড় ধাক্কা খেল ইন্ডিয়ান অ্যারোজ।

এদিকে, এ দিন টুর্নামেন্টের উদ্বোধনী ম‍্যাচের শুরু থেকেই শিল্ডের রেপ্লিকা মাঠে রেখেছিল আইএফএ। আসলে এ বার চ‍্যাম্পিয়ন দলকে আইএফএ শিল্ডের রেপ্লিকা দেওয়া হবে বলে জানা গিয়েছে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

বন্ধ করুন