আর্জেন্তিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে, সান্তা ফে শহরের পৌরসভার অন্তর্গত ইভা পেরন হেলথ সেন্টারে কাজ করতেন ২১ বছর বয়সি হুইলেন বারবিয়েরি। অসুস্থতার ভুয়া কাগজ দেখিয়ে ছুটি নিয়ে ম্যাচ দেখতে গিয়েছিলেন তিনি। ভুলটা করে ফেলেন সংবাদমাধ্যমে আবেগের আতিশয্যে সত্য কথাটা বলে। আর্জেন্তিনার আরেক সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’–এর সঙ্গে কথা বলার সময় অসুস্থতার মিথ্যা অজুহাত দেখানোর কথা জানিয়েছিলেন বারবিয়েরি।
ব্যস, তারপরই চাকরি হারাতে হল তাঁকে। আসলে মেসিদের বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ সেলিব্রেশন মিস করতে চাননি বারবিয়েরি। তাই নিজ অফিসে অসুস্থতার ভুয়া কাগজ দেখিয়ে হুইলেন বারবিয়েরি ছুটে গিয়েছিলেন মনুমেন্তাল স্টেডিয়ামে। পানামার বিরুদ্ধে আর্জেন্তিনার ১-০ গোলের জয় ভালোই উপভোগ করেছেন বারবিয়েরি। কিন্তু তারপরেই এর খেসারত দিতে হয়েছে তাঁকে। চাকরিটা চলে গেছে হুইলেন বারবিয়েরির।
আরও পড়ুন… IPL 2023: এখনও সম্পূর্ণ ফিট হতে আরও কয়েক মাস সময় লাগবে- RCB-র চিন্তা বাড়ালেন ম্যাক্সওয়েল
আসলে পানামার বিরুদ্ধে ম্যাচের দিন বারবিয়েরি অফিসে যাননি। কিন্তু বেলা সাড়ে তিনটা নাগাদ তাঁকে মনুমেন্তাল স্টেডিয়ামে টিওয়াইসি স্পোর্টস মুঠোফোনের অনুষ্ঠানে দেখা যায়। সংবাদমাধ্যমের প্রতিনিধি নানা ভক্তের সঙ্গে কথা বলতে থাকেন। এদিন জানতে চাওয়া হয়েছিল, (ম্যাচ দেখতে) কী ফেলে এসেছেন? হুইলেন বারবিয়েরি কোনও রাখঢাক না রেখেই স্প্যানিশ ভাষায় বলেন, ‘লাবুরো।’ বাংলায় এর অর্থ হল ‘কাজ’।
সঞ্চালক বেশ অবাক হলেও বারবিয়েরি তখন থামার মতো অবস্থায় ছিলেন না। পরিণাম না ভেবে বলে যান, ‘রোলিকে শুভেচ্ছা। তিনি আমার বস। হয়তো এখন আমাকে টিভিতে দেখছেন। একটি মেডিকেল সার্টিফিকেট তিনি পেয়েছেন। কিন্তু আমি ভালো আছি। ডায়রিয়া হয়েছিল কিন্তু নিশ্চিত থাকুন এটা ঠিক হয়ে যাবে।’ বারবিয়েরির বস রোলির পুরো নাম রোলি সান্তাক্রোচ্চে। তাঁর আরেকটি পরিচয়, তিনি সান্তা ফে শহরের মেয়র।
ছসেই সংক্ষিপ্ত সময়ের সাক্ষাৎকারে বারবিয়েরির মধ্যে কোনও বিকার ছিল না। মুখে হাসি নিয়েই বলেছেন, ‘জাদুবলে আমি বন্ধুদের নিয়ে মনুমেন্তালে উপস্থিত হতে পেরেছি। রোলি, শপথ করে বলছি, দ্বিগুণ কাজ করে দেব। শুধু আমাকে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া উপভোগ করতে দাও।’ সঞ্চালক জানতে চান, যদি চাকরি চলে যায় তাহলে! আর্জেন্তিনা দলের প্রেমে বুঁদ বারবিয়েরি কথাটা পাত্তা দেননি। পাল্টা বলেছেন, ‘সেটা কাল দেখা যাবে। আজ তো আমরা বিশ্ব চ্যাম্পিয়ন!’ ক্লারিন জানিয়েছে, বারবিয়েরির দুর্ভাগ্য যে পরের দিনই চাকরি থেকে ছাঁটাই হওয়ার চিঠি পেয়েছেন তিনি।
আরও পড়ুন… নিউজিল্যান্ডের কাছে হার, তাহলে কি আসন্ন ODI বিশ্বকাপ খেলতে পারবে না শ্রীলঙ্কা?
আর্জেন্তিনার রেডিও অনুষ্ঠান ‘তোদোস এন লা ওচো’য় হাজির হয়ে সেই মহিলাকে চাকরি থেকে ছাঁটাই করা নিয়ে কথা বলেছেন সান্তা ফে শহরের মেয়র রোলি সান্তাক্রোচ্চে। তিনি বলেছেন, ‘আনুষ্ঠানিকভাবে সে এখন আর পৌরসভার অধীনে কাজ করে না। কী ঘটেছে তা জানার পর দ্রুত সিদ্ধান্ত নিয়েছি। সে আমাদের সঙ্গে আর কাজ করবে না, এটা কষ্টের। সে আমার ব্যক্তিগত সচিবের বোন। করোনা অতিমারির সময় গুরুত্বপূর্ণ কাজ করেছে। আমার অধীনেই পৌরসভায় ঢুকেছিল।’ চাকরি থেকে ছাঁটাইয়ের ব্যাখ্যাও দিয়েছেন সান্তা ফে মেয়র, ‘তাদের প্রজন্মকে বোঝা খুব কঠিন। আমারও খারাপ লাগছে। কিন্তু সে এমন ভুল করেছে যে জন্য খেসারত দিতেই হবে।’
মেয়েটি পরে ইনস্টাগ্রামে ক্ষমা চেয়েছেন মেয়রের কাছে, ‘ফুনেসের (সান্তা ফে) মেয়রের কাছে ক্ষমা চাইছি। ক্যামেরার সামনে মজা করেছিলাম। বুঝতে পারিনি ঘটনা এত দূর গড়াবে।’ তবে সংবাদমাধ্যম ‘লা ক্যাপিটাল’ মেয়েটির ইনস্টাগ্রাম স্টোরির সূত্র মারফত জানায়, আর্জেন্তিনা-পানামা ম্যাচ দেখতে যাওয়ার অনুমতি নিয়েছিলেন বারবিয়েরি। এক সহকর্মীর সঙ্গে কাজের দিন নাকি পাল্টে নেন, ‘আমি বিতর্ক তৈরি করতে চাই না। আমি জানি, এই বাজারে চাকরি পাওয়া কত কঠিন!’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।