বাংলা নিউজ > ময়দান > ফুটবলের মহারণ > লড়াই ভুলে ফুটবল মাঠে মানবতার জয়, স্কটিশদের হারিয়ে কাতারের আশা জিইয়ে রাখল ইউক্রেন

লড়াই ভুলে ফুটবল মাঠে মানবতার জয়, স্কটিশদের হারিয়ে কাতারের আশা জিইয়ে রাখল ইউক্রেন

ফুটবল মাঠে জিতে বড় জবাব ইউক্রেনের।

বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে কী অসাধারণ লড়াই করল ইউক্রেন! মনে হচ্ছিল যেন নিজেদের আত্মসম্মান, যন্ত্রণা, তারা যে ফুরিয়ে যায়নি, তাদের দমানো যায়নি- এই সব কিছু প্রমাণ করতে, জবাব দিতে মাঠে নেমেছিল। ৩-১ গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইউক্রেন।

যুদ্ধ, হিংসা, রক্ত- একটা ভয়াবহ অধ্যায় পার করে এসেছে ইউক্রেন। এবং এর রেশ কিন্তু এখনও চলছে। ইউক্রেন এখন ক্লান্ত, বিধ্বস্ত। তবে সেই ক্লান্তির মাঝেই গোটা দেশে যেন এক মুঠো রং ছড়িয়ে দিল ইউক্রেন ফুটবল টিম।

একটা কিছু প্রয়োজন ছিল নিজেদের অস্তিত্ব ফিরে পাওয়ার জন্য। আর সেটাই ফিরিয়ে দিল দেশের ফুটবলাররা। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে স্কটল্যান্ডের বিরুদ্ধে কী অসাধারণ লড়াই করল ইউক্রেন! মনে হচ্ছিল যেন নিজেদের আত্মসম্মান, যন্ত্রণা, তারা যে ফুরিয়ে যায়নি, তাদের দমানো যায়নি- এই সব কিছু প্রমাণ করতে, জবাব দিতে মাঠে নেমেছিল। ৩-১ গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে বিশ্বকাপের আশা বাঁচিয়ে রাখল ইউক্রেন।

দেশের নীল-হলুদ পতাকা গায়ে জড়িয়ে মাঠে নেমেছিলেন ইউক্রেনের ফুটবলাররা। হার তাঁরা মানেননি, সেটাই যেন আরও বেশি করে বুঝিয়ে দিচ্ছিলেন ১১ জন যোদ্ধা। মাঠের ৫১ হাজার দর্শকের মধ্যে খুব বেশি হলে তিন হাজার ইউক্রেনের সমর্থক ছিল। স্কটল্যান্ড সমর্থকরা যখন উচ্ছ্বাসে ভাসছেন, তখন গ্যালারির এক কোনে টিমটিম করে অস্তিত্ব টিকিয়ে রেখেছিল ইউক্রেন। জাতীয় সঙ্গীতের সময় প্রত্যেকের চোখে জল। তবে ইউক্রেনের জাতীয় সঙ্গীত থামার পর যেন ইউক্রেন-স্কটল্যান্ড মিলে মিশে একাকার হয়ে গেল। গোটা স্টেডিয়ামই তখন করতালির আওয়াজে গমগম করছে।

৩-১ গোলে স্কটিশদের হারিয়ে যখন মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন ইউক্রেনের ফুটবলাররা, তখনও সেই একই ছবি। গোটা স্টেডিয়াম তাদের সাফল্যে উচ্ছ্বসিত। হোক না স্কটবল্যান্ডের স্বপ্নভঙ্গ। ২৪ বছর ধরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে না পারার যন্ত্রণা যতই থাকুক মনে, তবে এ দিনের ম্যাচে ফুটবল নয়, মনুষ্যত্ব জিতে গেল। সে কারণেই ইউক্রেনের জয়ের পরেও তাদের হাততালি দিয়ে বাহবা জানাল স্কটিশ সমর্থকেরা। এই ভাবেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের পাশে থাকার বার্তা তাদের কাছে পৌঁছে দিল স্কটল্যান্ড।

কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা এখনও অর্জন করেনি ইউক্রেন। আগামী রবিবার ইংল্যান্ডের কার্ডিফে ওয়েলসের বিরুদ্ধে খেলবে তারা। সেই ম্যাচে যে দল জিতবে, তারাই কাতারের যোগ্যতা অর্জন করবে। এ দিনের ম্যাচ দেখার জন্য রাত জেগেছিল ইউক্রেন। যুদ্ধের কথা তাদের ভুলিয়ে দিয়েছিল এক দল লড়াকু যোদ্ধা। যারা ফুটবল মাঠে লড়াই চালাচ্ছিলেন। কিভের বেশ কিছু পানশালায় ভিড়ও জমিয়েছিলেন সমর্থকেরা। খেলা শেষ হওয়ার পর রাত্রিকালীন কার্ফুর সমস্যা থাকায় পানশালাতেই রাত কাটিয়েছেন দর্শকেরা। জয়ের তৃপ্তি নিয়ে। রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে তারা যেমন সাহস দেখিয়েছে, তেমনই যাবতীয় যন্ত্রণার জবাব ইউক্রেন দিল ফুটবল মাঠে।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

শনিবার থেকে কাজে ফিরছেন জুনিয়র ডাক্তাররা! তবে ‘ওয়ার্নিং’ দিয়ে রাখলেন রাজ্যকে হাসপাতালে স্পেশাল 'বাটন', রাতে পুলিশ, কমবে বেড যন্ত্রণা, কোন ১০ নির্দেশ জারি হল? ‘‌প্রতিবাদের পূর্ণ স্বাধীনতা আমারও থাকবে’‌, নিজেকে মুক্ত বলে পোস্ট জহরের ৩১ বছর পর প্রেক্ষাগৃহে ফের মুক্তি পেতে চলেছে ‘রামায়ণ…’, জেনে নিন দিনক্ষণ শেষ ৯ টেস্ট ইনিংসে ৩টি শতরান, ২টি অর্ধশতরান! গল টেস্টেও দুরন্ত ছন্দে উইলিয়ামসন… 'পৃথিবীর কোনও শক্তিই আর ৩৭০ ধারা ফেরাতে পারবে না', ভোট প্রচারে হুঙ্কার মোদীর আরব দেশে ঘুরে বেড়াচ্ছে জন আব্রাহামের যমজ ভাই! কে আসল, কে নকল? ভিরমি খাবেন আপনি কর্মবিরতি তুলতে পারেন জুনিয়র ডাক্তাররা! কবে কাজে ফিরবেন? অবস্থান উঠবে আগেই? ‘দেখে তো মনে হচ্ছে অপুষ্টি শিকার…’, ক্লিভেজ দেখিয়ে ছবি দিতেই ট্রোলের মুখে নুসরত অশ্বিনের প্রতিটি শট উঠে দাঁড়িয়ে উপভোগ করছেন! দর্শক আসনে বসে থাকা এই বৃদ্ধা কে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.