শুভব্রত মুখার্জি: ভারতীয় ফুটবলে সবকিছুই সম্ভব! এমনটাই দাবি করে থাকেন নিন্দুকেরা। তবে সাম্প্রতিক সময়ের একটি ঘটনা সেই কথাকেই যেন অক্ষরে অক্ষরে ফলিয়ে দিল বাস্তবে। বর্তমান ফুটবলে বিশ্বের অন্য কোন ফুটবল খেলিয়ে দেশে যেটা কল্পনারও হয়তো অতীত তাই বাস্তবের মাটিতে ঘটে গেল ভারতীয় ফুটবলে। আইএসএলের শেষ মরশুমে ম্যাচ চলাকালীন দল তুলে নিয়ে বিপুল অঙ্কের জরিমানা গুনতে হচ্ছে কেরালা ব্লাস্টার্সের পুরুষ দলকে। কয়েক দিন আগেই তাদের এই ৪ কোটি টাকার জরিমানার বিরুদ্ধে করা আপিল খারিজ হয়ে গিয়েছে। দুই সপ্তাহের মধ্যেই তাদেরকে এই জরিমানার টাকা জমা করতে নির্দেশ দেওয়া হয়েছে। আর এই নির্দেশের পরপরেই সোমবার কেরালা ব্লাস্টার্স ক্লাবের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে এই জরিমানার টাকা দিতে গিয়ে নাকি তাদের এতটাই আর্থিক দুরাবস্থার মধ্যে পড়তে হচ্ছে যে আপাতত মহিলা ফুটবল দলকেই তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা!
আরও পড়ুন… এশিয়া কাপে বাংলাদেশের হাইব্রিড মডেলে না খেলার যুক্তি হজম হচ্ছে না, BCB কে আক্রমণ করলেন আফ্রিদি
তাদের এই বিবৃতি সামনে আসার পর থেকেই বিভিন্ন মহল থেকে সমালোচনার ঝড় উঠেছে। ভারতীয় ফুটবলের বিশেষ করে মহিলা ফুটবলের দৈন্যদশা, মহিলা ফুটবলের প্রতি যে বিমাতৃসুলভ মনোভাব পোষন করা হয় তা সামনে চলে এসেছে। কার্যত বিনা দোষে গুরুদন্ডের সামনে পড়তে হল বেশ কিছু মহিলা ফুটবলারকে। পুরুষ দলের করা ভুলের খেসারত দিতে হল তাদের। ভারতীয় মহিলা দলের গোলকিপার অদিতি চৌহান এবং অধিনায়ক আশালতা দেবী পুরুষ ফুটবল দলের কাজের জন্য মহিলা ফুটবলারদের শাস্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন। অদিতি চৌহান লিখেছেন, ‘পুরুষ দল যে কাজ করেছে তার জন্য ওদের শাস্তি প্রাপ্য। মহিলা ফুটবল দলের বাজেট থেকে পুরুষ দলের জরিমানার অর্থ দেওয়া হবে, এটা অত্যন্ত খারাপ ব্যাপার। ভারতের মহিলাদের ফুটবল এভাবেই চলছে।’
আরও পড়ুন… WTC Final: ওভালের পিচে কি ভারত সুবিধা পাবে? রোহিতদের এই সিদ্ধান্তে অবাক সচিন
আইএসএলে কেরালা ব্লাস্টার্সের পুরুষ দল জরিমানার কবলে পড়েছে। ৪ কোটি টাকার বিপুল অঙ্কের জরিমানা দিতে হবে পুরুষ দলকে। আর তা মেটাতে গিয়েই বেশ কিছু মহিলা ফুটবলারকে বলির পাঁঠা করা হল, কার্যত বিনা দোষে তাদের ভবিষ্যতকে অন্ধকার করে দেওয়া হল। কেরালা ব্লাস্টার্সের তরফে বিবৃতিতে বলা হয়েছে ভবিষ্যতে আর্থিক অবস্থার উন্নতি হলে তবেই ফের মহিলা দল মাঠে নামাবে তারা। এই মর্মে প্রতিশ্রুতিও দিয়েছেন ব্লাস্টার্স কর্তারা।
প্রসঙ্গত এই বছর আইএসএলে ৩ মার্চ বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে প্লে অফ মুখোমুখি হয়েছিল কেরালা ব্লাস্টার্স। সেই ম্যাচে কেরালার দাবি ছিল রেফারি ক্রিস্টাল জন বাঁশি বাজানোর আগেই সুনীল ছেত্রীর করা বিতর্কিত গোলে ম্যাচ জেতে বেঙ্গালুরু। ফলে প্রতিবাদে ম্যাচের মাঝপথেই দল তুলে নেয় কেরালা ব্লাস্টার্স। ম্যাচ শেষ হওয়ার মিনিট কুড়ি আগে ঘটে ঘটনাটি। প্রতিবাদে মাঠ ছেড়ে বেরিয়ে যায় ব্লাস্টার্স ফুটবলাররা। ম্যাচ কমিশনারও রেফারির অনুরোধ সত্বেও আর মাঠে ফিরে আসেনি তারা। বিষয়টি এআইএফএফের শৃঙ্খলারক্ষা কমিটির কাছে যায়। তারা ব্লাস্টার্সকে ৪ কোটি টাকা জরিমানা করে। ফেডারেশনের এই সিদ্ধান্তের বিরুদ্ধে অ্যাপিল কমিটির কাছে আবেদন জানিয়েও কোন লাভ হয়নি। আপিল কমিটি সেই আবেদন খারিজ করে। সেই জরিমানার ৪ কোটি টাকা দিতে গিয়েই আর্থিক সঙ্কটে পড়েছে ব্লাস্টার্স। ফলে মহিলা দল আপাতত তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
ক্লাবের পক্ষ থেকে এক বিবৃতি জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, ‘ভগ্ন হৃদয়ের সঙ্গে জানাচ্ছি যে, আমাদের মহিলা দল সাময়িকভাবে তুলে দেওয়া হল। এআইএফএফের দ্বারা আমাদের ক্লাবের ওপর সাম্প্রতিক জরিমানার কারণে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছি আমরা। প্রথম মরশুমে মহিলা ফুটবল দলের বেশ ভালো পারফরম্যান্সের পর এই বছর আমাদের মহিলা ফুটবল দলের জন্য বিনিয়োগ বাড়ানোর পরিকল্পনা ছিল। কিন্তু সেই পরিকল্পনা বাতিল করতে হয়েছে বাধ্য হয়েই।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।