শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন বাদে আর্জেন্তিনার বিশ্বকাপ জয়ের খরা কেটে গিয়েছে। আর এই খরা কাটানোর পিছনে যিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন লিওনেল মেসি। আর্জেন্তিনা তিন দশক বাদে বিশ্বকাপ ট্রফি জিতেছে তাঁর নেতৃত্বে। বিশ্বকাপ জয়ের পরে বড়দিন এবং নতুন বর্ষ উদযাপন করেছেন পরিবারের সঙ্গে। এরপরেই তিনি নতুন বছরে এসে পৌঁছেছেন তাঁর ক্লাব পিএসজিতে। আর সেখানে বীরের মতন বরণ করে নেওয়া হল কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসিকে। ‘গার্ড অফ অনার’ দিয়ে ক্লাব বরণ করে নিল তাঁকে।
আরও পড়ুন… Australian Open 2023: মিক্সড ডাবলসে সানিয়া মির্জার সঙ্গে জুটি বাঁধছেন বোপান্না
উল্লেখ্য ৩৬ বছর পর আর্জেন্তিনা বিশ্বকাপ জিতেছে। লিওনেল মেসি তাঁর আন্তর্জাতিক ফুটবল কেরিয়ারের একেবারে শেষবেলায় জিতে নেন বিশ্বকাপ। বিশ্বকাপ জয়ের পর আর্জেন্তিনাতে ফিরে ছুটি কাটান মেসি। ছুটি শেষে তিনি যোগ দিয়েছেন পিএসজিতে।
আর প্রিয় কিংবদন্তিকে বরণ করে নিতে ধুমধামের সঙ্গে আয়োজন করেছিল পিএসজি।এদিন মাঠে অনুশীলনে নামেন তিনি। অনুশীলনে নামার সময় মেসিকে দু পাশে দাঁড়িয়ে গার্ড অফ অনার দিয়ে বরণ করে নেন সতীর্থরা। ক্লাবের তরফে মেসির হাতে তুলে দেওয়া হয় স্মারক। সেই স্মারক হাতে ছবিও তোলেন লিওনেল মেসি। গোটা অনুষ্ঠানের ভিডিয়ো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছে পিএসজি। ক্লাবে মেসিকে স্বাগত উপস্থিত ছিলেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও।
আরও পড়ুন… চোটের কারণে শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টিতে অনিশ্চিত সঞ্জু স্যামসন
প্রসঙ্গত ফাইনালে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে শিরোপা জেতে মেসির আর্জেন্তিনা। ফাইনালে দুটি গোলও করেন মেসি। একটা সময় ম্যাচে ২-০ গোলে এগিয়ে ছিল আর্জেন্তিনা। কিলিয়ান এমবাপে ম্যাচের দ্বিতীয়ার্ধে পরপর দুটি গোল করে সমতা ফেরান। অতিরিক্ত সময়ে ম্যাচ গড়ায়। মেসি গোল করে এগিয়ে দেন আর্জেন্তিনাকে। ফের সমতা ফেরান এমবাপে। এরপর পেনাল্টি শুট আউটে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয় নিশ্চিত করেছে আর্জেন্তিনা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।