চলতি কাতার বিশ্বকাপে দুরন্ত ছন্দে রয়েছেন আর্জেন্তিনার তারকা লিওনেল মেসি। নিজে গোল করছেন এবং গোল করিয়েছেন। আর্জেন্তিনাকে বিশ্বকাপের ফাইনালে তুলেছেন নিজের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে। এবার বিশ্বকাপ জয়ের স্বপ্নপূরণ করতে মেসির বাকি আর একটি ম্যাচ। ফাইনালে নামার আগে আর্জেন্তিনার এক সাংবাদিক দেশের মানুষের হয়ে ধন্যবাদ জানালেন মেসিকে। সেই সাংবাদিক লিওনেল মেসিকে জানিয়েছিলেন যে আর্জেন্তিনার জনগণের জন্য মেসি কী করেছেন। এরপরে নিজের আবেগ ধরে রাখতে পারেননি লিওনেল মেসি। চোখ ছলছল করে উঠেছিল এলএম টেনের।
আরও পড়ুন… জীবনের কঠিন এক দিন- অভিষেক করার আগেই মায়ের মৃত্যুর খবরে ভেঙে পড়েছিলেন নাসিম শাহ
ক্রোয়েশিয়াকে হারানোর পরে আর্জেন্তিনার এক মহিলা সাংবাদিকের সঙ্গে কথা বলছিলেন লিওনেল মেসি। সাক্ষাৎকার শেষে সেই সাংবাদিক মেসিকে বলেন,‘শেষে আমি কিছু বলতে চাই। এটা প্রশ্ন নয়। বিশ্বকাপের ফাইনাল আসছে। আমরা চাই বিশ্বকাপ জিততে। কিন্তু আমি আপনাকে বলতে চাই, খেলার ফল যাই হোক না কেন,আপনি আর্জেন্তিনার প্রতিটা মানুষকে হাসতে শিখিয়েছেন,বাঁচতে শিখিয়েছেন,স্বপ্ন দেখতে শিখিয়েছেন। এটা আপনার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। আপনিই সেরা।’
এখানেই থেমে থাকেননি সেই সাংবাদিক। তিনি মেসিকে আরও বলেন,‘আর্জেন্তিনার এমন কোনও শিশু নেই,যার কাছে আপনার জার্সি নেই। হতে পারে সেটা নকল,বা অন্য কিছু দিয়ে তৈরি। সত্যি,আর্জেন্তিনার প্রত্যেকের মনে আপনি জায়গা করে নিয়েছেন। সেটা আমার কাছে বিশ্বকাপ জেতার থেকেও বেশি।’
আরও পড়ুন… চাপে ছিলাম, ভাগ্যের জোরে শুরুতে উইকেট পাই, অকপট দিনের সেরা কুলদীপের
সাংবাদিকের কথা শুনতে শুনতে আবেগপ্রবণ হয়ে পড়েন লিওনেল মেসি। তাঁর চোখ ছলছল করতে থাকে। সাংবাদিক আরও বলেন,‘আশা করছি আমার কথা আপনি গুরুত্ব দিয়ে শুনছেন। আপনি যা করেছেন তা আমাদের কাছে বিশ্বকাপ জেতার থেকেও বেশি। ধন্যবাদ, অধিনায়ক।’ সাংবাদিকের কথা শেষ হওয়ার পরে তাঁকে ধন্যবাদ জানান লিওনেল মেসি। আর কিছু বলতে পারেননি। কিন্তু তাঁর চোখ বুঝিয়ে দিচ্ছিল,এ রকম ভালবাসা পেয়ে কতটা খুশি তিনি। এই ভালবাসার জন্যই রবিবার ফ্রান্সের বিরুদ্ধে নামবেন মেসি। বিশ্বকাপের মঞ্চে হয়তো শেষ বার বল পায়ে নামবেন তিনি। বিশ্বকাপ জিতে ৩৬ বছরের খরা কাটিয়ে তুলতে চান আর্জেন্তিনার অধিনায়ক লিওনেল মেসি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।