চলতি ভারত-দক্ষিণ আফ্রিকা সিরিজের মাঝেই পরিবারকে সময় দিতে টেস্ট থেকে অবসর ঘোষণা ডি ককের
1 মিনিটে পড়ুন . Updated: 30 Dec 2021, 11:49 PM IST- ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে কুইন্টন ডি ককের এক বিবৃতি প্রকাশ করে খবরটি নিশ্চিত করা হয়েছে।
শুভব্রত মুখার্জি: সেঞ্চুরিয়ন টেস্টে ভারতের কাছে ১১৩ রানের বড় ব্যবধানে হারের পরেই কয়েকঘণ্টার মধ্যে ফের খারাপ খবর এল প্রোটিয়া ক্রিকেটের জন্য। কার্যত সকলকে অবাক করে দিয়েই প্রথম টেস্টের পরেই নিজের 'বেড়ে চলা' পরিবারকে সময় দিতে টেস্ট ক্রিকেট থেকে নিজের অবসর ঘোষণা করলেন দক্ষিণ আফ্রিকার উইকেট রক্ষক ব্যাটার কুইন্টন ডি কক।
ক্রিকেট দক্ষিণ আফ্রিকার তরফে কুইন্টন ডি ককের এক বিবৃতি প্রকাশ করে খবরটি নিশ্চিত করা হয়েছে। ডি'কক এক বিবৃতিতে লিখেছেন 'এই সিদ্ধান্ত নেওয়াটা মোটেও সহজ কাজ ছিল না। প্রচুর সময় লেগেছে আমার এই সিদ্ধান্তে পৌঁছতে। আমি দীর্ঘ সময় ধরে ভাবার পরেই এই সিদ্ধান্ত নিয়েছি। আমার ভবিষ্যৎ কী হবে, আমার প্রায়োরিটি কী হবে এইসব কিছু মাথায় রেখেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। আমার জীবনের প্রায়োরিটি এই মুহূর্তে সাসা এবং আমি আমাদের নতুন সদস্যকে পরিবারে স্বাগত জানাতে চলেছি।'
তিনি আরও যোগ করেন 'আমি এরপরেও আমার পরিবারকে বৃদ্ধি করতে চাই। আমার কাছে আমার পরিবার সবটুকু। আমি চাই আমার কাছে যেটুকু সময় এবং স্পেস আছে তার বেশিরভাগটাই পরিবারকে দেব। এই মুহূর্তে আমাদের জীবনে এটা একটা নতুন এবং সব থেকে উত্তেজনাকর অধ্যায়। আমি টেস্ট ক্রিকেটকে ভালবাসি। আমি আমার দেশের প্রতিনিধিত্ব করতে ভালবাসি। আমার ক্যারিয়ারের ভাল এবং খারাপ সময় সবটাকেই আমি ভালবাসি। সেলিব্রেশান, হতাশা সবটুকুকেই আমি ভালবাসি। কিন্তু এখন আমি আমার জীবনে এমন কিছু খুঁজে পেয়েছি যা আমি সব থেকে বেশি ভালবাসি।'